সেকশন

শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
Independent Television
 

বেপরোয়া হয়ে উঠেছেন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত ও অবসরপ্রাপ্ত কিছু সদস্য

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৭:৩৩ এএম

বেপরোয়া হয়ে উঠেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিচ্যুত ও অবসরপ্রাপ্ত কিছু সদস্য। গত ৮ মাসে রাজধানীতে ৪৭টি ডাকাতির ঘটনায় বিভিন্ন বাহিনীর সাবেক ৩৬ সদস্য ও সোর্সের নাম এসেছে। এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন অনেকে। কিছু কিছু ক্ষেত্রে তাদের সঙ্গে যোগ দিচ্ছেন বর্তমান সদস্য ও সোর্সরাও। অপরাধী যেই হোক, কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি পুলিশের।

১৪ জুন রাজধানীর উত্তরায় র‍্যাবের পোশাকে একটি বেসরকারি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের দুই কর্মীর গতিরোধ করা হয়। ছিনিয়ে নেওয়া হয় সঙ্গে থাকা ১ কোটি ৮ লাখ টাকা ভর্তি ব্যাগ। প্রকাশ্যে এ ঘটনা ঘটলেও র‍্যাব ভেবে এগিয়ে যাননি কেউ।

এই ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয় নগদ ২২ লাখ টাকা। তদন্তে জানা যায়, চাকরিচ্যুত পুলিশ ও সেনা সদস্যদের নেতৃত্বে হয় ডাকাতি। 

গত বছর অক্টোবরেও যৌথবাহিনীর সদস্য সেজে মোহাম্মদপুরের একটি বাসা থেকে ৭০ ভরি স্বর্ণালঙ্কার ও ৭৫ লাখ টাকা লুট হয়। তদন্তে উঠে আসে এই ঘটনায় চাকরিচ্যুত লেফটেন্যান্ট কর্নেলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১১ সাবেক সদস্য জড়িত ছিলেন। 

পরিসংখ্যান বলছে, অক্টোবর মাসে ডাকাতির মামলা হয়েছে ৬টি, নভেম্বরে ২টি, ডিসেম্বরে ১০টি, জানুয়ারিতে ৮টি, ফেব্রিয়ারিতে ৬টি, মার্চে ৩টি, এপ্রিলে ৭টি এবং মে মাসে ৫টি। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক ৩৬ সদস্য ও সোর্সের নাম এসেছে। গ্রেপ্তার হয়েছেন ১৫ জন। 

বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, ‘যিনি কোনো অপরাধ করেন, তাঁকে আমরা অপরাধী হিসেবেই গণ্য করি। তিনি কোনো বাহিনীর সদস্য হলেও তাঁকে আইনের আওতায় নিয়ে আসা হয়। আমরা নজরদারিতে রাখছি যে, আমাদের কোনো সদস্য অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে কিনা।’ 

বিশ্লেষকরা বলছেন, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সে যেখানেই চাকরি করুক, সেখানকার সব সুযোগ-সুবিধা বন্ধ করতে হবে। 

সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, ‘অপরাধীদের নিয়ন্ত্রণ করা যেমন চ্যালেঞ্জের তেমন এই শ্রেণির অপরাধীদের নিয়ন্ত্রণ করা আরও চ্যালেঞ্জের। এমন ঘটনা হঠাৎ করে ঘটেনি, এমন ঘটনা বহু আগে থেকেই ঘটছে। সংখ্যার তারতম্য আছে। গত ১০ মাসে এমন অপরাধের সংখ্যাটা বেশি।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে কেউ অভিযানে গেলে ৯৯৯ বা কাছের থানায় কল দেওয়ার পরামর্শ পুলিশের।

ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই-যোদ্ধাসহ আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যদের অংশগ্রহণে এক...
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনৈতিক ব্যবস্থা সংস্কারে যে আশা জেগেছিলো তা অনেকটাই সংকটে। আর এজন্য রাজনীতিবিদদের ঐক্য না হওয়াকে দুষছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। তাঁদের মতে,...
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক সমাবেশে হামলা ও সংঘর্ষে তিন জন নিহত এবং বহু মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। একইসঙ্গে সংগঠনটি...
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ ও তাঁর বড় বোন শারমিন আহমদ। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন...
শুরু হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশ’। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজ শনিবার সকাল শুরু হয়েছে সমাবেশের আনুষ্ঠানিকতা। পরিবেশন হচ্ছে হামদ ও নাত। মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টায়। 
অ্যাক্রোফোবিয়া হলো উচ্চতা বা উঁচু জায়গার প্রতি তীব্র এবং অযৌক্তিক ভয়। এটি শুধু পাহাড়, উঁচু ভবন বা ছাদে ওঠার সময় নয়, এমনকি কখনও কখনও সিঁড়ি বেয়ে ওঠার সময়ও ঘটতে পারে। এই ফোবিয়ায় আক্রান্ত ব্যক্তি...
শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে ফেরি চলাচল ১৪ ঘণ্টা বন্ধ ছিল। এতে ফেরি পারাপারের অপেক্ষায় নরসিংহপুর ঘাট এলাকায় অন্তত দেড় শতাধিক যানবাহন...
গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে আজ সকালের ফাইনালে স্বাগতিক গায়ানা ওয়ারিয়র্সের বিপক্ষে ৩২ রানে হেরে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে রংপুরকে। শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.