সেকশন

সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
Independent Television
 

শুরু হলো স্বাধীনতা সংগ্রামের রক্তঝরা মার্চ

আপডেট : ০১ মার্চ ২০১৮, ০৭:৫৬ এএম
পাকিস্তানের অত্যাচার, নিপীড়ন আর নির্যাতনের বিরুদ্ধে একাত্তরের রক্তঝরা মার্চ বাঙালির স্বাধীনতা সংগ্রামে বাক বদলের মাস। এ মাসেই পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বাঙালি ছাত্র-জনতা সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। ৭ই মার্চ বাঙালিকে মুক্তি সংগ্রামে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান বঙ্গবন্ধু। এরপর ২৫শে মার্চ রাতে স্বাধীনতার ঘোষণা দেন শেখ মুজিব। শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ।

১৯৪৭ সালে ভারত-পাকিস্তান ভাগের পর থেকেই পশ্চিম পাকিস্তানের বঞ্চানার শিকার হয় পূর্ব-পাকিস্তানের বাঙালিরা। এ প্রেক্ষাপটেই বায়ান্নোর ভাষা আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা আন্দোলন ও ঊনসত্তরের গণঅভ্যুত্থান ছিল জাতিসত্তার স্বরূপ অন্বেষার এক একটি মাইলফলক।

সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেলেও পশ্চিম পাকিস্তানি শাসকেরা ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে। ১৯৭১ সালের ১ মার্চ সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খান ৩ মার্চের গণপরিষদের নির্ধারিত অধিবেশন স্থগিত করেন। প্রতিবাদে গর্জে ওঠে পূর্ব পাকিস্তানের মানুষ। বঙ্গবন্ধুর কাছে কর্মসূচি চায় ছাত্র-জনতা। স্লোগান তোলে 'বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর।

উত্তাল একাত্তরে মার্চের শুরুর দিনগুলোতে বাঙালির চোখে শুধু স্বাধীনতার স্বপ্ন। ৭ই মার্চ রেসকোর্সে সে স্বপ্ন সফল করার রূপরেখা দেন জাতির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান।

২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সেনারা নিরস্ত্র বাঙালির ওপর আক্রমণ চালিয়ে ইতিহাসের জঘন্যতম গণহত্যা শুরু করে। সে রাতে গ্রেপ্তার হওয়ার আগেই স্বাধীনতার ঘোষণা দিয়ে যান বঙ্গবন্ধু শেখ মুজিব।

যা ইপিআরের ওয়ারলেসের মাধ্যমে ছড়িয়ে পড়ে সারা দেশে। শুরু হয় সশস্ত্র সংগ্রাম। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ৩০ লাখ প্রাণের বিনিময়ে স্বাধীন হয় বাংলাদেশ।


২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ না হওয়ার কারণ ব্যাখ্যা করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রোববার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় প্রেস উইং জানায়, জাতীয় স্টেডিয়াম সংস্কারের কারণে কুচকাওয়াজ আয়োজন...
সারা দেশে গত ২ মাসে প্রতিদিন গড়ে ৬ জনের বেশি শিশু ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছে। শিশুদের অধিকার নিয়ে কর্মরত বেসরকারি উন্নয়ন সংগঠনগুলো (এনজিও) এ তথ্য দিচ্ছে। শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে...
‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করতে গণমাধ্যমকে অনুরোধ করার মাধ্যমে ডিএমপি কমিশনার ধর্ষকের পক্ষ নিয়েছেন বলে অভিযোগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড....
জুলাই-আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সুপ্রিম কমান্ডার হিসেবে শেখ হাসিনা সহযোগী হিসেবে মামলায় আসামি করা হলো সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকেও। এতদিন বিশেষ এই মামলায় একক আসামি ছিলেন শেখ হাসিনা।
আইপিএলের নিলামে প্রথমে দল না পাওয়া বশকে পিএসএল ড্রাফট থেকে দলে টেনেছিল পেশোয়ার জালমি। কিন্তু আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের লিজার্ড উইলিয়ামস চোটে পড়ার পর মুম্বাই বশকে দলে টানতে চেয়েছে। বশও জালমির...
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। ডাক্তারি পরীক্ষা সম্পন্নের জন্য ওই নারীকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.