প্রকাশ : ০২ মার্চ ২০১৮, ০৭:৩৮ পিএমআপডেট : ০৩ মার্চ ২০১৮, ০৯:৪৭ এএম
অভ্যন্তরীণ নিরাপত্তার কারণে সীমান্তে সেনা সমাবেশ করেছে বলে দাবি মিয়ানমারের। শক্রবার বিকেলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকে সেনা প্রত্যাহারের বিষয়েও স্পষ্ট করে কিছু জানায়নি তারা। এ সময় বাংলাদেশ সীমান্তের ভেতর গুলি ছোঁড়ার বিষয়টি অস্বীকার করেছে বর্ডার গার্ড পুলিশ- বিজিপি।
বৃহস্পতিবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তে সেনা সমাবেশ করে মিয়ানমার। ভারী অস্ত্রসহ টহল দিতে দেখা যায় বিজিপির সদস্যদের। তাদের বিরুদ্ধে ফাঁকা গুলি ছোড়ারও অভিযোগ করে নো ম্যানস ল্যান্ডে থাকা রোহিঙ্গারা ।
মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে ঘটনার ব্যাখ্যা চায় বাংলাদেশ। পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি। সে অনুযায়ী বিকেল সাড়ে তিনটায় ঘুমধুম সীমান্তের তুমব্রু মৈত্রী সেতুতে বৈঠকে বসে বিজিবি-বিজিপি। বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুরুল হাসান খান বাংলাদেশের নেতৃত্ব দেন।
প্রায় এক ঘন্টার বৈঠক শেষে বিজিবি জানায়, সেনা সমাবেশের কারণ জানিয়েছে মিয়ানমার। নো ম্যান্স ল্যান্ডে থাকা রোহিঙ্গাদের বিষয়েও জানতে চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার থেকেই সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি। যেকোন পরিস্থিতি সামলাতে সরকার প্রস্তুত বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতিসংঘ মহাসচিব সংস্কারে সহযোগিতার আশ্বাস দিলেও প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন, সংস্কার হবে বাংলাদেশের নিজস্ব প্রক্রিয়ায়। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে শফিকুল আলম এ কথা বলেন। প্রেস উইং থেকে আরো...
বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস ইইউর। রোববার প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে রাষ্ট্রদূত মাইকেল মিলার...
সম্প্রচার নীতিমালা অনুযায়ী জাতীয় সম্প্রচার কমিশন গঠনের নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে দেশের টিভি চ্যানেলগুলোতে ঘণ্টায় সর্বোচ্চ ৮ মিনিট বিজ্ঞাপন নির্ধারণ কেন করা হবে না জানতে চেয়ে রুল জারি করা...
৪ দিনের সফরে ২৬ মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া বা বিএফএ-এর সম্মেলনে যোগ দিতেই এ সফর। এছাড়া, ২৮ মার্চ বেইজিংয়ে বৈঠক হবে চীনের...
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সল মাহমুদ বলেন, সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে কুষ্টিয়ার আড়াই শ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি...
আইপিএলের নিলামে প্রথমে দল না পাওয়া বশকে পিএসএল ড্রাফট থেকে দলে টেনেছিল পেশোয়ার জালমি। কিন্তু আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের লিজার্ড উইলিয়ামস চোটে পড়ার পর মুম্বাই বশকে দলে টানতে চেয়েছে। বশও জালমির...
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। ডাক্তারি পরীক্ষা সম্পন্নের জন্য ওই নারীকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সমাবেশ: মিয়ানমার
বৃহস্পতিবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তে সেনা সমাবেশ করে মিয়ানমার। ভারী অস্ত্রসহ টহল দিতে দেখা যায় বিজিপির সদস্যদের। তাদের বিরুদ্ধে ফাঁকা গুলি ছোড়ারও অভিযোগ করে নো ম্যানস ল্যান্ডে থাকা রোহিঙ্গারা ।
মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে ঘটনার ব্যাখ্যা চায় বাংলাদেশ। পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি। সে অনুযায়ী বিকেল সাড়ে তিনটায় ঘুমধুম সীমান্তের তুমব্রু মৈত্রী সেতুতে বৈঠকে বসে বিজিবি-বিজিপি। বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুরুল হাসান খান বাংলাদেশের নেতৃত্ব দেন।
প্রায় এক ঘন্টার বৈঠক শেষে বিজিবি জানায়, সেনা সমাবেশের কারণ জানিয়েছে মিয়ানমার। নো ম্যান্স ল্যান্ডে থাকা রোহিঙ্গাদের বিষয়েও জানতে চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার থেকেই সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি। যেকোন পরিস্থিতি সামলাতে সরকার প্রস্তুত বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
/আর-এম/