সেকশন

সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
Independent Television
 

কমে যাচ্ছে পরিযায়ী পাখির সংখ্যা

আপডেট : ০৩ মার্চ ২০১৮, ০১:১৯ পিএম
বিপন্ন পরিবেশের কারণে দেশে পরিযায়ী পাখির সংখ্যা কমে যাচ্ছে। এশিয় জলচর পাখীর জরিপ বলছে, দেশে গেলবারের তুলনায় এবার পাখি কমেছে অন্তত পঞ্চাশ হাজার। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার, আই-ইউ-সি-এন- দেশের দক্ষিণ উপকূল ও হাওর এলাকায় দুই মাসের এই জরীপ শেষ করে গত ফেব্রুয়ারিতে।

শীত আসার আগেই সমুদ্রপাড়ের দৃশ্য যায় পাল্টে। পরিযায়ী পাখির কলতানে মুখর হয়ে ওঠে নোয়াখালী, ভোলা, সাতক্ষীরাসহ উপকুলীয় এলাকা।

খাবার আর নিরাপদ আশ্রয়ের সন্ধানে চামুচঠুঁটো বাটান, গাঙ চিল, ইউরেশীয় গুলিন্দা, নর্ডম্যান সবুজ পা, বড় নট, জিরিয়া, ধলাপাক পানচিলসহ প্রায় ৫০ হাজার বিচিত্র পাখি সমুদ্র সৈকতে জমায়েত হয়। এবছরের জরিপে পাওয়া গেছে ৫৭ প্রজাতির ২৬, ৫২৫ পাখি। যা গত বছরের তুলনায় ১৪ হাজার পাঁচশ কম।

এদিকে, টাঙ্গুয়া ও হাকালুকির হাওরে নভেম্বর থেকে জানুয়ারির শেষ পর্যন্ত এসেছে ৫৯,৫৪২ পাখি। যা গত বছরের তুলনায় প্রায় ত্রিশ হাজার কম। টাঙ্গুয়ার হাওরের লেচুমারা বিলে দেখা মিলেছে ৫১ হাজার পিয়াং হাঁস। প্রাণি গবেষকরা বলছেন, রাতে হাওরে মাছ ধরার আড়ালে পাখি শিকার আর চরে অপরিকল্পিত গরু-মহিষের বাথান গড়ে ওঠায় পাখির সংখ্যা কমেছে।

এছাড়া জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর প্রায় তিন হাজার পাখি আসলেও এবছর এসেছে অর্ধেকেরও কম।



এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সল মাহমুদ বলেন, সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে কুষ্টিয়ার আড়াই শ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি...
আইপিএলের নিলামে প্রথমে দল না পাওয়া বশকে পিএসএল ড্রাফট থেকে দলে টেনেছিল পেশোয়ার জালমি। কিন্তু আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের লিজার্ড উইলিয়ামস চোটে পড়ার পর মুম্বাই বশকে দলে টানতে চেয়েছে। বশও জালমির...
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। ডাক্তারি পরীক্ষা সম্পন্নের জন্য ওই নারীকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.