প্রকাশ : ০৩ মার্চ ২০১৮, ০১:১৭ পিএমআপডেট : ০৩ মার্চ ২০১৮, ০১:১৯ পিএম
বিপন্ন পরিবেশের কারণে দেশে পরিযায়ী পাখির সংখ্যা কমে যাচ্ছে। এশিয় জলচর পাখীর জরিপ বলছে, দেশে গেলবারের তুলনায় এবার পাখি কমেছে অন্তত পঞ্চাশ হাজার। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার, আই-ইউ-সি-এন- দেশের দক্ষিণ উপকূল ও হাওর এলাকায় দুই মাসের এই জরীপ শেষ করে গত ফেব্রুয়ারিতে।
খাবার আর নিরাপদ আশ্রয়ের সন্ধানে চামুচঠুঁটো বাটান, গাঙ চিল, ইউরেশীয় গুলিন্দা, নর্ডম্যান সবুজ পা, বড় নট, জিরিয়া, ধলাপাক পানচিলসহ প্রায় ৫০ হাজার বিচিত্র পাখি সমুদ্র সৈকতে জমায়েত হয়। এবছরের জরিপে পাওয়া গেছে ৫৭ প্রজাতির ২৬, ৫২৫ পাখি। যা গত বছরের তুলনায় ১৪ হাজার পাঁচশ কম।
এদিকে, টাঙ্গুয়া ও হাকালুকির হাওরে নভেম্বর থেকে জানুয়ারির শেষ পর্যন্ত এসেছে ৫৯,৫৪২ পাখি। যা গত বছরের তুলনায় প্রায় ত্রিশ হাজার কম। টাঙ্গুয়ার হাওরের লেচুমারা বিলে দেখা মিলেছে ৫১ হাজার পিয়াং হাঁস। প্রাণি গবেষকরা বলছেন, রাতে হাওরে মাছ ধরার আড়ালে পাখি শিকার আর চরে অপরিকল্পিত গরু-মহিষের বাথান গড়ে ওঠায় পাখির সংখ্যা কমেছে।
এছাড়া জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর প্রায় তিন হাজার পাখি আসলেও এবছর এসেছে অর্ধেকেরও কম।
জাতিসংঘ মহাসচিব সংস্কারে সহযোগিতার আশ্বাস দিলেও প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন, সংস্কার হবে বাংলাদেশের নিজস্ব প্রক্রিয়ায়। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে শফিকুল আলম এ কথা বলেন। প্রেস উইং থেকে আরো...
বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস ইইউর। রোববার প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে রাষ্ট্রদূত মাইকেল মিলার...
সম্প্রচার নীতিমালা অনুযায়ী জাতীয় সম্প্রচার কমিশন গঠনের নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে দেশের টিভি চ্যানেলগুলোতে ঘণ্টায় সর্বোচ্চ ৮ মিনিট বিজ্ঞাপন নির্ধারণ কেন করা হবে না জানতে চেয়ে রুল জারি করা...
৪ দিনের সফরে ২৬ মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া বা বিএফএ-এর সম্মেলনে যোগ দিতেই এ সফর। এছাড়া, ২৮ মার্চ বেইজিংয়ে বৈঠক হবে চীনের...
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সল মাহমুদ বলেন, সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে কুষ্টিয়ার আড়াই শ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি...
আইপিএলের নিলামে প্রথমে দল না পাওয়া বশকে পিএসএল ড্রাফট থেকে দলে টেনেছিল পেশোয়ার জালমি। কিন্তু আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের লিজার্ড উইলিয়ামস চোটে পড়ার পর মুম্বাই বশকে দলে টানতে চেয়েছে। বশও জালমির...
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। ডাক্তারি পরীক্ষা সম্পন্নের জন্য ওই নারীকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
কমে যাচ্ছে পরিযায়ী পাখির সংখ্যা
শীত আসার আগেই সমুদ্রপাড়ের দৃশ্য যায় পাল্টে। পরিযায়ী পাখির কলতানে মুখর হয়ে ওঠে নোয়াখালী, ভোলা, সাতক্ষীরাসহ উপকুলীয় এলাকা।
খাবার আর নিরাপদ আশ্রয়ের সন্ধানে চামুচঠুঁটো বাটান, গাঙ চিল, ইউরেশীয় গুলিন্দা, নর্ডম্যান সবুজ পা, বড় নট, জিরিয়া, ধলাপাক পানচিলসহ প্রায় ৫০ হাজার বিচিত্র পাখি সমুদ্র সৈকতে জমায়েত হয়। এবছরের জরিপে পাওয়া গেছে ৫৭ প্রজাতির ২৬, ৫২৫ পাখি। যা গত বছরের তুলনায় ১৪ হাজার পাঁচশ কম।
এদিকে, টাঙ্গুয়া ও হাকালুকির হাওরে নভেম্বর থেকে জানুয়ারির শেষ পর্যন্ত এসেছে ৫৯,৫৪২ পাখি। যা গত বছরের তুলনায় প্রায় ত্রিশ হাজার কম। টাঙ্গুয়ার হাওরের লেচুমারা বিলে দেখা মিলেছে ৫১ হাজার পিয়াং হাঁস। প্রাণি গবেষকরা বলছেন, রাতে হাওরে মাছ ধরার আড়ালে পাখি শিকার আর চরে অপরিকল্পিত গরু-মহিষের বাথান গড়ে ওঠায় পাখির সংখ্যা কমেছে।
এছাড়া জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর প্রায় তিন হাজার পাখি আসলেও এবছর এসেছে অর্ধেকেরও কম।