শঙ্কামুক্ত জাফর ইকবাল, অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা
প্রকাশ : ০৪ মার্চ ২০১৮, ০৯:৫৪ এএমআপডেট : ০৪ মার্চ ২০১৮, ১২:৩২ পিএম
সিলেটে ছুরিকাঘাতে আহত অধ্যাপক ডক্টর মুহাম্মদ জাফর ইকবালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে। এর আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয় তার। তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় জালালাবাদ থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়েছে। ড. জাফর ইকবালের পরিস্থিতি জানাতে বেলা ১১টায় ব্রিফিং করা হবে বলে জানিয়েছে আইএসপিআর।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অনুষ্ঠান চলছিল। খোলা মঞ্চে শিক্ষার্থীদের সঙ্গে বসে ছিলেন ড. জাফর ইকবাল। পেছনে দাঁড়িয়ে থাকা এক তরুণ আকস্মিক হামলা চালায় তার ওপর। কিছু বুঝে ওঠার আগেই ছুরির আঘাতে জখম করা হয় ড. জাফর ইকবালকে।
এসময় হামলাকারীকে আটকে পিটুনি দেন শিক্ষক-শিক্ষার্থীরা।
আহত জাফর ইকবালকে নেয়া হয় ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে। ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে শুরু হয় চিকিৎসা। চিকিৎসকেরা জানান, মাথা ও ঘাড়ে ৪/৫ জায়গায় জখম পাওয়া গেছে।
অধ্যাপক জাফর ইকবালকে দেখতে হাসপাতালে যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
হামলার নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত চিকিৎসার জন্য অধ্যাপক জাফর ইকবালকে ঢাকায় আনারও নির্দেশ দেন তিনি। রাত ১০টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিলেটে থেকে ঢাকা সিএমএইচে নেয়া তাকে।
জাতিসংঘ মহাসচিব সংস্কারে সহযোগিতার আশ্বাস দিলেও প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন, সংস্কার হবে বাংলাদেশের নিজস্ব প্রক্রিয়ায়। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে শফিকুল আলম এ কথা বলেন। প্রেস উইং থেকে আরো...
বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস ইইউর। রোববার প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে রাষ্ট্রদূত মাইকেল মিলার...
সম্প্রচার নীতিমালা অনুযায়ী জাতীয় সম্প্রচার কমিশন গঠনের নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে দেশের টিভি চ্যানেলগুলোতে ঘণ্টায় সর্বোচ্চ ৮ মিনিট বিজ্ঞাপন নির্ধারণ কেন করা হবে না জানতে চেয়ে রুল জারি করা...
৪ দিনের সফরে ২৬ মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া বা বিএফএ-এর সম্মেলনে যোগ দিতেই এ সফর। এছাড়া, ২৮ মার্চ বেইজিংয়ে বৈঠক হবে চীনের...
আইপিএলের নিলামে প্রথমে দল না পাওয়া বশকে পিএসএল ড্রাফট থেকে দলে টেনেছিল পেশোয়ার জালমি। কিন্তু আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের লিজার্ড উইলিয়ামস চোটে পড়ার পর মুম্বাই বশকে দলে টানতে চেয়েছে। বশও জালমির...
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। ডাক্তারি পরীক্ষা সম্পন্নের জন্য ওই নারীকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
চট্টগ্রাম নগরীর টেরিবাজারে একটি মার্কেটে কাপড়ের গুদামে আগুন লেগে পুড়ে গেছে বেশ কয়েকটি গুদামের কাপড়। রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা...
শঙ্কামুক্ত জাফর ইকবাল, অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা
অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় জালালাবাদ থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়েছে। ড. জাফর ইকবালের পরিস্থিতি জানাতে বেলা ১১টায় ব্রিফিং করা হবে বলে জানিয়েছে আইএসপিআর।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অনুষ্ঠান চলছিল। খোলা মঞ্চে শিক্ষার্থীদের সঙ্গে বসে ছিলেন ড. জাফর ইকবাল। পেছনে দাঁড়িয়ে থাকা এক তরুণ আকস্মিক হামলা চালায় তার ওপর। কিছু বুঝে ওঠার আগেই ছুরির আঘাতে জখম করা হয় ড. জাফর ইকবালকে।
এসময় হামলাকারীকে আটকে পিটুনি দেন শিক্ষক-শিক্ষার্থীরা।
আহত জাফর ইকবালকে নেয়া হয় ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে। ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে শুরু হয় চিকিৎসা। চিকিৎসকেরা জানান, মাথা ও ঘাড়ে ৪/৫ জায়গায় জখম পাওয়া গেছে।
অধ্যাপক জাফর ইকবালকে দেখতে হাসপাতালে যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
হামলার নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত চিকিৎসার জন্য অধ্যাপক জাফর ইকবালকে ঢাকায় আনারও নির্দেশ দেন তিনি। রাত ১০টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিলেটে থেকে ঢাকা সিএমএইচে নেয়া তাকে।