প্রকাশ : ০৬ মার্চ ২০১৮, ০১:৪৩ পিএমআপডেট : ০৭ মার্চ ২০১৮, ০৮:৪৫ এএম
চলে গেলেন মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা যান তিনি। বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা জানানোর পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে প্রিয়ভাষিণীকে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দেশে ভাস্কর্যচর্চার অগ্রপথিক ছিলেন তিনি। ফেলে দেয়া পরিত্যক্ত বস্তু শুকনো মরা ডাল ও কাঠ দিয়ে গড়ে তুলেছেন শিল্পকর্ম। সরল সুষমামণ্ডিত শিল্পচিন্তার মৃদুভাষী ছিলেন ফেরদৌসি প্রিয়ভাষিণী।
মুক্তিযুদ্ধে নির্যাতিত হয়েছিলেন। এরপর আমৃত্যু সক্রিয় ছিলেন মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের পুর্নবাসনে। যুদ্ধাপরাধীদের বিচার দাবির আন্দোলনেও ছিলেন সামনের সারিতে।
প্রিয়ভাষিণীর বয়স হয়েছিলো একাত্তর বছর। দীর্ঘদিন থেকেই ভুগছিলেন ফুঁসফুঁসের সংক্রমণসহ নানা রোগে। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চলছিল চিকিৎসা। মঙ্গলবার বেলা পৌনে একটায় কার্ডিয়াক বিভাগের সিসিইউতে মারা যান তিনি।
প্রবাসী দুই ছেলে দেশে আসার পর ৮ মার্চ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে।
গত বছরের নভেম্বরে নিজ বাসায় পড়ে গিয়ে মাথায় ও গোড়ালিতে চোট পান প্রিভাষিণী। এরপর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
কক্সবাজারে সাম্প্রদায়িক কোনো নৈরাজ্য, কোনো ভুল বোঝাবুঝি নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার দুপুরে কক্সবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী...
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে সুষ্ঠুভাবে উত্তরণ নিশ্চিত করার জন্য যথাসম্ভব সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মুক্তিযোদ্ধা ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী আর নেই
দেশে ভাস্কর্যচর্চার অগ্রপথিক ছিলেন তিনি। ফেলে দেয়া পরিত্যক্ত বস্তু শুকনো মরা ডাল ও কাঠ দিয়ে গড়ে তুলেছেন শিল্পকর্ম। সরল সুষমামণ্ডিত শিল্পচিন্তার মৃদুভাষী ছিলেন ফেরদৌসি প্রিয়ভাষিণী।
মুক্তিযুদ্ধে নির্যাতিত হয়েছিলেন। এরপর আমৃত্যু সক্রিয় ছিলেন মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের পুর্নবাসনে। যুদ্ধাপরাধীদের বিচার দাবির আন্দোলনেও ছিলেন সামনের সারিতে।
প্রিয়ভাষিণীর বয়স হয়েছিলো একাত্তর বছর। দীর্ঘদিন থেকেই ভুগছিলেন ফুঁসফুঁসের সংক্রমণসহ নানা রোগে। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চলছিল চিকিৎসা। মঙ্গলবার বেলা পৌনে একটায় কার্ডিয়াক বিভাগের সিসিইউতে মারা যান তিনি।
প্রবাসী দুই ছেলে দেশে আসার পর ৮ মার্চ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে।
গত বছরের নভেম্বরে নিজ বাসায় পড়ে গিয়ে মাথায় ও গোড়ালিতে চোট পান প্রিভাষিণী। এরপর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
/আরএই্চ/