জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের নির্মাণে প্রকল্প একনেকে অনুমোদন
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৮, ১২:২৭ এএমআপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১২:৩৮ এএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
কেরানিগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন ক্যাম্পাস নির্মাণে প্রকল্প মঙ্গলবার অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। দুইশ একর জমির ওপর এই ক্যাম্পাস নির্মাণের কাজ ২০২০ সালের মধ্যে শেষ হবে। এছাড়া, কৃষক পর্যায়ে কম দামে সারের যোগান নিশ্চিতে নরসিংদীতে আরেকটি ইউরিয়া সার কারখানা নির্মাণ প্রকল্পেও অনুমোদনও দিয়েছে একনেক।
২০০৫ সালে স্বীকৃতি পেলেও ২০১১ সালের পর থেকে পুর্নাঙ্গ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তবে পুরান ঢাকার এই বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে অবকাঠামো ও জায়গা সংকট। এ কারণে গত জুলাইয়ে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস কেরানিগঞ্জে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়।
এর অংশ হিসেবে, কেরানিগঞ্জে নতুন ক্যাম্পাস নির্মাণে ভূমি অধিগ্রহণ ও উন্নয়নে ১ হাজার ৯শ ২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। সরকারের নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সভায় ১০ হাজার ৪৬১ কোটি টাকা ব্যয়ে নরসিংদীর পলাশ উজপেলায় নতুন সার কারখানার নির্মাণ প্রকল্পেও অনুমোদন দেয়া হয়। এ কারখানায় প্রতিদিন উৎপাদন হবে ২ হাজার ৮০০ টন সার। ২০২২ সালের মধ্যে শেষ হবে কারখানা নির্মাণ।
সভায় চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহসহ ৩২ হাজার ৫২৪ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে মোট ২০ নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন পেয়েছে।
চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ দুপুরে চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। বাংলাদেশে চীনা বিনিয়োগ আকৃষ্ট করাই ঢাকার মূল লক্ষ্য। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ...
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
স্বাধীনতা দিবস উপলক্ষে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা এবং ঢাকা শহরে সহজে দৃশ্যমান ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভোয়েলসহ একটি প্রতিনিধিদল। মঙ্গলবার সেনাসদরে এই সাক্ষাৎ হয়।
ইংরেজিতে বলে উইচ, বাংলায় ডাইনি। আরও নানা ভাষাতেও নিশ্চিতভাবেই এই শব্দটির উপযুক্ত পারিভাষিক শব্দ আছে। থাকতেই হবে। কারণ সব ভাষাতেই এই শব্দটিকে ভয়ঙ্কর রূপ দেওয়ার বা ভীতি উৎপাদনকারী বানানোর উদ্দেশ্য...
ঢাকা-ভৈরব রেলপথে ‘নরসিংদী কমিউটার’ নামের নতুন ট্রেন চালু হয়েছে। আজ বুধবার সকালে কমলাপুরে এ ট্রেন দুইটির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবারের হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
মির্জা ফখরুল বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। এটার কোনো রোডম্যাপ ঘোষণা হয়নি। বিএনপি বারবার বলেছে, নির্বাচনী রোডম্যাপ দেওয়ার জন্য। না হলে দেশের সংকট...
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের নির্মাণে প্রকল্প একনেকে অনুমোদন
২০০৫ সালে স্বীকৃতি পেলেও ২০১১ সালের পর থেকে পুর্নাঙ্গ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তবে পুরান ঢাকার এই বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে অবকাঠামো ও জায়গা সংকট। এ কারণে গত জুলাইয়ে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস কেরানিগঞ্জে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়।
এর অংশ হিসেবে, কেরানিগঞ্জে নতুন ক্যাম্পাস নির্মাণে ভূমি অধিগ্রহণ ও উন্নয়নে ১ হাজার ৯শ ২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। সরকারের নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সভায় ১০ হাজার ৪৬১ কোটি টাকা ব্যয়ে নরসিংদীর পলাশ উজপেলায় নতুন সার কারখানার নির্মাণ প্রকল্পেও অনুমোদন দেয়া হয়। এ কারখানায় প্রতিদিন উৎপাদন হবে ২ হাজার ৮০০ টন সার। ২০২২ সালের মধ্যে শেষ হবে কারখানা নির্মাণ।
সভায় চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহসহ ৩২ হাজার ৫২৪ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে মোট ২০ নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন পেয়েছে।
/এন-এইচ/