প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৮, ০২:৫৩ পিএমআপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ০৩:৫৯ পিএম
গুগল ডুডলে কবি শামসুর রাহমার
বিশেষ দিন, ঘটনা ও বিশিষ্ট ব্যক্তিদের স্মরণ করতে গুগল তাদের হোমপেজে বিশেষ লোগো প্রদর্শন করে, যা ডুডল হিসেবে পরিচিত। সার্চ ইঞ্জিনটির ডুডলে আজ যার ছবিটি ভেসে আসছে তিনি হলেন আধুনিক বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি শামসুর রাহমান। একুশে পদক, বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পাওয়া খ্যাতিমান কবির ৮৯ তম জন্মদিন উপলক্ষ্যে গুগলের এই বিশেষ আয়োজন।
ডুডলে দেখা যাচ্ছে, সাদা চুল আর চশমা পড়া কবি গালে হাত দিয়ে কবিতা লিখছেন এমন দৃশ্য। কবির গায়ে সবুজ পাঞ্জাবি আর হাতে ঘড়ি। তার পেছনে সুবিস্তৃত আকাশে ভাসছে সাদা মেঘের ভেলা। ছবিটিতে ক্লিক করলে শামসুর রাহমান সম্পর্কে নানা তথ্য এক পাতায় দেখাচ্ছে গুগল।
১৯২৯ সালের এই দিনে পুরনো ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহন করেছিলেন তিনি। পৈত্রিক বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। তার বাবা মোখলেসুর রহমান চৌধুরি এবং মা আমেনা খাতুন। তেরো জন ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। নানা বাড়িতে জন্ম নেয়া কবির শৈশব কেটেছে ঢাকায়। তার লেখার মধ্যে উঠে এসেছে নগর জীবনে নানাবিধ কথা।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশের স্বাধীনতা দিবস, স্থপতি এফ আর খানের জন্মদিন, হুমায়ূন আহমেদসহ বেশ কিছু উল্লেখযোগ্য ডুডল করেছিল গুগল।
বিএনপির পর নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার সকালে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা।
ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ৬৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার হয়েছেন ৫৯১ জন।
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের আলোকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞো। সেই সঙ্গে গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে...
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দাপ্রধান হিসেবে অনুমোদন পেয়েছেন তুলসি গ্যাবার্ড। স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে ৫২-৪৮ ভোটে জয়ী হন সাবেক ডেমোক্র্যাট এই কংগ্রেসওম্যান।
গুগল ডুডলে কবি শামসুর রাহমান
ডুডলে দেখা যাচ্ছে, সাদা চুল আর চশমা পড়া কবি গালে হাত দিয়ে কবিতা লিখছেন এমন দৃশ্য। কবির গায়ে সবুজ পাঞ্জাবি আর হাতে ঘড়ি। তার পেছনে সুবিস্তৃত আকাশে ভাসছে সাদা মেঘের ভেলা। ছবিটিতে ক্লিক করলে শামসুর রাহমান সম্পর্কে নানা তথ্য এক পাতায় দেখাচ্ছে গুগল।
১৯২৯ সালের এই দিনে পুরনো ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহন করেছিলেন তিনি। পৈত্রিক বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। তার বাবা মোখলেসুর রহমান চৌধুরি এবং মা আমেনা খাতুন। তেরো জন ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। নানা বাড়িতে জন্ম নেয়া কবির শৈশব কেটেছে ঢাকায়। তার লেখার মধ্যে উঠে এসেছে নগর জীবনে নানাবিধ কথা।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশের স্বাধীনতা দিবস, স্থপতি এফ আর খানের জন্মদিন, হুমায়ূন আহমেদসহ বেশ কিছু উল্লেখযোগ্য ডুডল করেছিল গুগল।
/আরএইচ/