প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৮, ০৩:২৪ পিএমআপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ০৩:২৪ পিএম
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
কোনো রাজনৈতিক কারণে নয়, নারী সাংবাদিকের প্রতি অবমাননাকর মন্তব্যে ও নৈতিক স্খলনের কারণেই আইনানুযায়ী ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এমন দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সকালে ধানমণ্ডিতে নিজ বাসায় বৌদ্ধ সম্প্রদায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মইনুল হোসেনের গ্রেপ্তারের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই দাবি করে নাসিম বলেন, মইনুল হোসেন প্রকাশ্যে যেভাবে নারী সাংবাদিকের চরিত্র হনন করেছেন, তাতে তিনি সারা দেশেই নিন্দিত হয়েছেন। ন্যূনতম শিষ্টাচার বোধ থাকলে তিনি একজন নারী সাংবাদিকের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করতেন না। এ সময় তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, দেশে যথা সময়েই নির্বাচন হবে। কেউ নির্বাচন ঠেকিয়ে রাখতে পারবে না। //এমআর//
‘আয়নাঘর’ হিসেবে ব্যবহৃত হতো এমন তিনটি স্থান পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার দুপুরে আয়নাঘর পরিদর্শন শেষে ড. ইউনূস বলেন, ‘আইয়ামে জাহেলিয়া...
আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাঁর সঙ্গে রয়েছেন দেশ-বিদেশের গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীদের পরিবার।
অন্তর্বর্তী সরকার আইনি দলিল দিয়ে সমর্থিত ও বাংলাদেশের জনগণের ইচ্ছার দ্বারা গঠিত বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ...
নৈতিক স্খলনের জন্যই মইনুল হোসেন গ্রেপ্তার: নাসিম
সকালে ধানমণ্ডিতে নিজ বাসায় বৌদ্ধ সম্প্রদায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মইনুল হোসেনের গ্রেপ্তারের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই দাবি করে নাসিম বলেন, মইনুল হোসেন প্রকাশ্যে যেভাবে নারী সাংবাদিকের চরিত্র হনন করেছেন, তাতে তিনি সারা দেশেই নিন্দিত হয়েছেন। ন্যূনতম শিষ্টাচার বোধ থাকলে তিনি একজন নারী সাংবাদিকের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করতেন না। এ সময় তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, দেশে যথা সময়েই নির্বাচন হবে। কেউ নির্বাচন ঠেকিয়ে রাখতে পারবে না।
//এমআর//