প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৮, ০৪:৫৯ পিএমআপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ০৬:৩৬ পিএম
খালেদা জিয়া
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আইনজীবীদের করা অতিরিক্ত নথির গ্রহণযোগ্যতার বিষয়ে করা আপিলের শুনানি রোববার আপিল বিভাগের র্পূণাঙ্গ বেঞ্চে হবে। ফলে রোববার পর্যন্ত হাইকোর্টে এ মামলার আপিল শুনানি মুলতুবি করা হয়েছে।
বিকেলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। দুপুরে চেম্বার জজ আদালতে অতিরিক্ত নথির গ্রহণযোগ্যতার বিষয়ে করা আপিলের শুনানি হয়। পরে তা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়।
বিকেলে হাইকোর্ট এ মামলার আপিল শুনানি রোববার পর্যন্ত মুলতুবি করেন। ওইদিন খালেদা জিয়ার দুইটি আবেদন, দুদকের সাজা বৃদ্ধির আবেদন ও অপর দুই আসামির আপিলের বিষয়েও আদেশ দেবেন। এ মামলায় খালেদা জিয়ার যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছে দুদক। রাষ্ট্রপক্ষ পাঁচ বছরের সাজা বহাল চেয়ে আপিল শুনানি শেষ করেছে। তবে, যুক্তিতর্ক উপস্থাপন করেনি খালেদা জিয়ার আইনজীবীরা।
চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ দুপুরে চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। বাংলাদেশে চীনা বিনিয়োগ আকৃষ্ট করাই ঢাকার মূল লক্ষ্য। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ...
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
স্বাধীনতা দিবস উপলক্ষে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা এবং ঢাকা শহরে সহজে দৃশ্যমান ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভোয়েলসহ একটি প্রতিনিধিদল। মঙ্গলবার সেনাসদরে এই সাক্ষাৎ হয়।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবারের হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
মির্জা ফখরুল বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। এটার কোনো রোডম্যাপ ঘোষণা হয়নি। বিএনপি বারবার বলেছে, নির্বাচনী রোডম্যাপ দেওয়ার জন্য। না হলে দেশের সংকট...
ঈদকে সামনে রেখে দেশের বাজারে আগত বিভিন্ন ব্র্যান্ডের সেরা কিছু স্মার্টফোনের সাথে পাঠকদের পরিচয় করিয়ে দিতেই তৈরি করা হয়েছে এই প্রতিবেদনটি। বসুন্ধরা সিটির মোবাইল মার্কেট ঘুরে তৈরি দুই পর্বের...
রোববার পর্যন্ত আপিল শুনানি মুলতুবি
বিকেলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। দুপুরে চেম্বার জজ আদালতে অতিরিক্ত নথির গ্রহণযোগ্যতার বিষয়ে করা আপিলের শুনানি হয়। পরে তা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়।
বিকেলে হাইকোর্ট এ মামলার আপিল শুনানি রোববার পর্যন্ত মুলতুবি করেন। ওইদিন খালেদা জিয়ার দুইটি আবেদন, দুদকের সাজা বৃদ্ধির আবেদন ও অপর দুই আসামির আপিলের বিষয়েও আদেশ দেবেন। এ মামলায় খালেদা জিয়ার যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছে দুদক। রাষ্ট্রপক্ষ পাঁচ বছরের সাজা বহাল চেয়ে আপিল শুনানি শেষ করেছে। তবে, যুক্তিতর্ক উপস্থাপন করেনি খালেদা জিয়ার আইনজীবীরা।
/এইচ.এ/