প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৮, ০৮:১১ এএমআপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ১১:১৬ এএম
ফল রপ্তানি
তলানিতে ঠেকেছে ফল রপ্তানি। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রপ্তানি কমেছে প্রায় ৯৮ ভাগ। এজন্য পরস্পরকে দায়ী করছেন রপ্তানিকারক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দরের কাছে প্যাকিং সুবিধার অভাব ও ছাড়পত্র পেতে দেরি হওয়ায় রপ্তানি কমেছে। আর নিম্মমানের ফল রপ্তানির চেষ্টাকে দায়ী করছেন কর্মকর্তারা।
সবজি ও ফল রপ্তানির জন্য রাজধানীর শ্যামপুরে নির্মাণ করা হয়েছে সেন্ট্রাল প্যাকিং হাউস। ব্যবসায়ীদের অভিযোগ, এখান থেকে শাহজালাল বিমানবন্দরে পণ্য নিতে ও ছাড়পত্র পেতে সময় লাগে দু'দিন। এতে রপ্তানির আগেই পঁচে যায় অনেক ফল।
রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাবে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ফল রপ্তানি কমেছে প্রায় ৯৮ ভাগ। গত অর্থবছরেও রপ্তানি কমে ১৭ ভাগ। ব্যবসায়ীরা জানান, কৃষকদের থেকে ফল সংগ্রহে কুলিং ভ্যানের অভাবসহ নানা দুর্বলতা রয়েছে। এছাড়া মানসম্পন্ন ফল উৎপাদনে কৃষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেয়া হচ্ছে না।
রপ্তানি কমার পেছনে ব্যবসায়ীদের গাফিলতির অভিযোগ কৃষি সম্পসারণ কর্মকর্তাদের। তারা জানান, কৃষকের সঙ্গে চুক্তির মাধ্যমে ফল উৎপাদন না করে যত্রতত্র ফল সংগ্রহ করেন ব্যবসায়ীরা। গুণগতমানের অভাব ও ফলে ক্ষতিকর মাত্রায় রাসায়নিক থাকার অভিযোগও তাদের।
শাহজালাল বিমানবন্দরের পাশেই প্যাকিং হাউস নির্মাণ ও ফল পরীক্ষায় সময় কমাতে দক্ষ জনবল নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে কৃষি অধিদপ্তর।
আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাঁর সঙ্গে রয়েছেন দেশ-বিদেশের গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীদের পরিবার।
বিশ্বব্যাংক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত চলমান সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়...
এ বছর ভ্যালেন্টাইন দিবস পালন না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। আজ মঙ্গলবার উপদেষ্টা ফরিদা আখতার তাঁর ফেসবুক পোস্টে এ আহ্বান জানান।
লিবিয়া উপকূলে নৌকা ডুবে ১৬ পাকিস্তানির মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।
জাতিসংঘের প্রতিবেদনের বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধে গত দেড় বছরে গাজা এতটাই বিধ্বস্ত হয়েছে, এটির প্রাথমিক পুনর্গঠন কাজ করতে প্রথম তিন বছরে ২০০ কোটি ডলার প্রয়োজন হবে। আর...
তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বৃহস্পতিবার দিবাগত...
তলানিতে ফল রপ্তানি, পরস্পরকে দূষছেন ব্যবসায়ী-কৃষি কর্মকর্তারা
সবজি ও ফল রপ্তানির জন্য রাজধানীর শ্যামপুরে নির্মাণ করা হয়েছে সেন্ট্রাল প্যাকিং হাউস। ব্যবসায়ীদের অভিযোগ, এখান থেকে শাহজালাল বিমানবন্দরে পণ্য নিতে ও ছাড়পত্র পেতে সময় লাগে দু'দিন। এতে রপ্তানির আগেই পঁচে যায় অনেক ফল।
রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাবে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ফল রপ্তানি কমেছে প্রায় ৯৮ ভাগ। গত অর্থবছরেও রপ্তানি কমে ১৭ ভাগ। ব্যবসায়ীরা জানান, কৃষকদের থেকে ফল সংগ্রহে কুলিং ভ্যানের অভাবসহ নানা দুর্বলতা রয়েছে। এছাড়া মানসম্পন্ন ফল উৎপাদনে কৃষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেয়া হচ্ছে না।
রপ্তানি কমার পেছনে ব্যবসায়ীদের গাফিলতির অভিযোগ কৃষি সম্পসারণ কর্মকর্তাদের। তারা জানান, কৃষকের সঙ্গে চুক্তির মাধ্যমে ফল উৎপাদন না করে যত্রতত্র ফল সংগ্রহ করেন ব্যবসায়ীরা। গুণগতমানের অভাব ও ফলে ক্ষতিকর মাত্রায় রাসায়নিক থাকার অভিযোগও তাদের।
শাহজালাল বিমানবন্দরের পাশেই প্যাকিং হাউস নির্মাণ ও ফল পরীক্ষায় সময় কমাতে দক্ষ জনবল নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে কৃষি অধিদপ্তর।
/এম-আই/