প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৮, ০১:১৮ পিএমআপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ০৬:৩৮ পিএম
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ
নির্বাচনের তফসিল ঘোষণার পর আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে নিয়মিত অভিযানের পাশাপাশি অস্ত্র ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হবে। নির্বাচন কমিশনে দুপুরে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ কথা জানান কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। দু-একদিনের মধ্যেই সংশোধিত আরপিও অধ্যাদেশ আকারে জারি হবে বলেও জানান তিনি।
তেইশটি মন্ত্রণালয় ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের সাথে সকালে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এ সময় ভোট কেন্দ্র স্থাপন, দুর্গম এলাকায় নির্বাচনী সামগ্রী পাঠানো, ভোটগ্রহণ কর্মকর্তাদের আনা-নেয়া, ঋণখেলাপিদের তথ্য, আইন-শৃঙ্খলাসহ নানা বিষয়ে আলোচনা হয়।
সভায় ১০ ডিসেম্বরের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা শেষ করার পাশাপাশি কেন্দ্র তৈরির প্রস্তুতি রাখার নির্দেশনা দেন ইসি সচিব। পরে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আইনশৃঙ্থলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জননিরাপত্তা বিভাগের বিশেষ সহায়তা চেয়েছে কমিশন। এক্ষেত্রে নিয়মিত অভিযানের পাশাপাশি অস্ত্র ও উদ্ধারের মতো অভিযানও পরিচালনা করা হবে।
সংশোধিত আরপিওতে প্রার্থীদের জন্য আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক থাকছে না। দু'একদিনের মধ্য ঋণ ও বিল খেলাপিদের তালিকা ইসিতে জমা দিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধও জানিয়েছে ইসি।
তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার-পোস্টার ও নির্বাচনি সামগ্রী সরিয়ে ফেলতে হবে বলে জানান ইসি সচিব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুলিশ আসামি গ্রেপ্তার করতে পারবে। আজ বুধবার সকালে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট...
অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর ১ম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের একটি মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ।
আরও কিছু বিতর্কিত সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। বিতর্কিত তিনটি জাতীয় নির্বাচনে অতি উৎসাহী ভূমিকা রাখাসহ নানা অনিয়মে জড়িত শতাধিক কর্মকর্তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নিচ্ছে সরকার।...
ইংরেজি সালের সঙ্গে আমাদের সম্পর্ক যতটা গভীর, বাংলা সনের সঙ্গে তেমনটা দেখা যায় না। কেন বলছি এ কথা? কারো কাছে যদি জানতে চাওয়া হয়, আজ বৈশাখের কত তারিখ? তখন আমরা চট করে তারিখের কথা বলতে পারি না। আমরা...
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে এবং কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা...
এক সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা
তেইশটি মন্ত্রণালয় ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের সাথে সকালে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এ সময় ভোট কেন্দ্র স্থাপন, দুর্গম এলাকায় নির্বাচনী সামগ্রী পাঠানো, ভোটগ্রহণ কর্মকর্তাদের আনা-নেয়া, ঋণখেলাপিদের তথ্য, আইন-শৃঙ্খলাসহ নানা বিষয়ে আলোচনা হয়।
সভায় ১০ ডিসেম্বরের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা শেষ করার পাশাপাশি কেন্দ্র তৈরির প্রস্তুতি রাখার নির্দেশনা দেন ইসি সচিব। পরে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আইনশৃঙ্থলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জননিরাপত্তা বিভাগের বিশেষ সহায়তা চেয়েছে কমিশন। এক্ষেত্রে নিয়মিত অভিযানের পাশাপাশি অস্ত্র ও উদ্ধারের মতো অভিযানও পরিচালনা করা হবে।
সংশোধিত আরপিওতে প্রার্থীদের জন্য আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক থাকছে না। দু'একদিনের মধ্য ঋণ ও বিল খেলাপিদের তালিকা ইসিতে জমা দিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধও জানিয়েছে ইসি।
তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার-পোস্টার ও নির্বাচনি সামগ্রী সরিয়ে ফেলতে হবে বলে জানান ইসি সচিব।
/এম-আই/