প্রকাশ : ০১ নভেম্বর ২০১৮, ১২:৩১ এএমআপডেট : ০১ নভেম্বর ২০১৮, ০১:১২ এএম
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
নভেম্বরের মাঝামাঝি দুই হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব মিন্ট থো। কক্সবাজারের বালুখালী ক্যাম্পে বুধবার দুপুরে মতবিনিময় শেষে তিনি এ কথা জানান। তবে রোহিঙ্গারা বলছেন, নাগরিকত্ব নিশ্চিত না করা পর্যন্ত তারা প্রত্যাবসানে আগ্রহী নয়।
দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে মঙ্গলবারই ঢাকায় ঠিক হয়, মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম ধাপের সংখ্যা ও সময়। ওই তালিকাভুক্ত রোহিঙ্গাদের বক্তব্য জানতে কক্সবাজারে আশ্রয় শিবির পরিদর্শনে মিয়ানমারের ১৬ সদস্যের প্রতিনিধি দল, সঙ্গে ছিল বাংলাদেশ পক্ষের ১৪ সদস্যও।
বেলা ১১টার দিকে উখিয়ায় বালুখালী ক্যাম্পে অর্ধশতাধিক রোহিঙ্গার সঙ্গে মতবিনিময় শেষে মিয়ানমারের পররাষ্ট্র সচিব জানান, মধ্য নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রত্যাবাসন। প্রথম ধাপে যাবে ২ হাজার, পরের ধাপে ফেরানো হবে আরও আড়াই হাজারকে।
মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো বলেন, গত ফেব্রুয়ারিতে ঢাকার একটি বৈঠকে বাংলাদেশ আমাদের কাছে প্রত্যাবসনের জন্য ৮ হাজার জনের তালিকা দিয়েছিল। তাদের ৫ হাজারেকে আমরা স্বীকৃত দিয়েছি, এর মধ্যে ২ হাজারা জনকে নভেম্বরে মাঝামাঝি আমার গ্রহণ করব, বাকীদেরও একইভাবে মিয়ানমারে ফিরিয়ে নেয়া হবে।
ফেরত যাওয়া রোহিঙ্গাদের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নিজেদের প্রস্তুতির কথা তুলে ধরেন দেশটির পররাষ্ট্র সচিব। জানান, বাংলাদেশের সঙ্গে সহযোগিতার ভিত্তিতেই প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেয়া হবে। মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো বলেন, মিয়ানমারের ফেরার পর রোহিঙ্গাদের শুরুতে একটি অভ্যর্থনা শিবিরে রাখা হবে। সেখান থেকে পর্যায়ক্রমে তাদের সব পদক্ষেপ নেয়া হবে। তাদের নিরাপত্তা শিক্ষা, স্বস্থ্যসহ বিভিন্ন নাগরিক অধিকার নিশ্চিত করা হবে। বাংলাদেশের সঙ্গে মিলেই প্রত্যাবাসনের পুরো প্রক্রিয়া এগিয়ে নেবো আমরা। রোহিঙ্গাদের নাগরিকত্বের বিষয়টিও আমাদের বিবেচনায় আছে।
রোহিঙ্গারা বলছেন, নাগরিকত্বের পাশাপাশি সব ধর্মের সমান অধিকার নিশ্চিত হলে পরই তারা মিয়ানমারে ফিরবেন।
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে এ নিয়ে তৃতীয়বার বাংলাদেশ সফরে মিয়ামমারের ১৬ সদস্যের প্রতিনিধি দল।
উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, ‘অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা (ইসি) কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণঅভ্যুত্থানকে আপনারা জাস্ট...
তত্ত্বাবধায়ক সরকার ও সংবিধানের কয়েকটি মৌলিক ধারা পরিবর্তনে একমত হয়েছে অধিকাংশ রাজনৈতিক দল। এছাড়া, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ-কক্ষ নিয়ে একমত হলেও ক্ষমতা নিয়ে ঐকমত্য হয়নি। মঙ্গলবার রাজধানীর ফরেন...
‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষ্যে আগামী বুধবার রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
স্বর্ণ পাচারের নতুন রুট হিসেবে সৌদি আরবের মদিনা ও জেদ্দাকে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা কাস্টম হাউজের কমিশনার মুহম্মদ জাকির হোসেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সম্প্রতি এ...
বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড...
ফেনীর ফুলগাজীর আমজাদহাটে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক আসামি পালিয়েছে। পলাতক আসামি কবির আহম্মদ চৌধুরী প্রকাশ একটি নারী নির্যাতন মামলার আসামি। তিনি আমজাদহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির...
স্পেনের দক্ষিণ-পূর্বের শহর মার্সিয়ার টোরে পাচেকোতে অভিবাসন বিরোধী কট্টর ডানপন্থী গোষ্ঠী এবং উত্তর আফ্রিকান অভিবাসীদের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এছাড়া সংঘর্ষ...
নেতৃত্ব ছাড়ার পর টি-টোয়েন্টি স্কোয়াডেও জায়গা হারিয়েছেন নাজমুল শান্ত। শ্রীলঙ্কার পর ঘরের মাঠে পাকিস্তান সিরিজেও থাকতে পারেন উপেক্ষিত। এদিকে টেস্ট নেতৃত্ব থেকে শান্ত সরে দাঁড়ানোয় নতুন চ্যালেঞ্জ...
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মিয়ানমারের প্রতিনিধিরা
দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে মঙ্গলবারই ঢাকায় ঠিক হয়, মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম ধাপের সংখ্যা ও সময়। ওই তালিকাভুক্ত রোহিঙ্গাদের বক্তব্য জানতে কক্সবাজারে আশ্রয় শিবির পরিদর্শনে মিয়ানমারের ১৬ সদস্যের প্রতিনিধি দল, সঙ্গে ছিল বাংলাদেশ পক্ষের ১৪ সদস্যও।
বেলা ১১টার দিকে উখিয়ায় বালুখালী ক্যাম্পে অর্ধশতাধিক রোহিঙ্গার সঙ্গে মতবিনিময় শেষে মিয়ানমারের পররাষ্ট্র সচিব জানান, মধ্য নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রত্যাবাসন। প্রথম ধাপে যাবে ২ হাজার, পরের ধাপে ফেরানো হবে আরও আড়াই হাজারকে।
মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো বলেন, গত ফেব্রুয়ারিতে ঢাকার একটি বৈঠকে বাংলাদেশ আমাদের কাছে প্রত্যাবসনের জন্য ৮ হাজার জনের তালিকা দিয়েছিল। তাদের ৫ হাজারেকে আমরা স্বীকৃত দিয়েছি, এর মধ্যে ২ হাজারা জনকে নভেম্বরে মাঝামাঝি আমার গ্রহণ করব, বাকীদেরও একইভাবে মিয়ানমারে ফিরিয়ে নেয়া হবে।
ফেরত যাওয়া রোহিঙ্গাদের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নিজেদের প্রস্তুতির কথা তুলে ধরেন দেশটির পররাষ্ট্র সচিব। জানান, বাংলাদেশের সঙ্গে সহযোগিতার ভিত্তিতেই প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেয়া হবে।
মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো বলেন, মিয়ানমারের ফেরার পর রোহিঙ্গাদের শুরুতে একটি অভ্যর্থনা শিবিরে রাখা হবে। সেখান থেকে পর্যায়ক্রমে তাদের সব পদক্ষেপ নেয়া হবে। তাদের নিরাপত্তা শিক্ষা, স্বস্থ্যসহ বিভিন্ন নাগরিক অধিকার নিশ্চিত করা হবে। বাংলাদেশের সঙ্গে মিলেই প্রত্যাবাসনের পুরো প্রক্রিয়া এগিয়ে নেবো আমরা। রোহিঙ্গাদের নাগরিকত্বের বিষয়টিও আমাদের বিবেচনায় আছে।
রোহিঙ্গারা বলছেন, নাগরিকত্বের পাশাপাশি সব ধর্মের সমান অধিকার নিশ্চিত হলে পরই তারা মিয়ানমারে ফিরবেন।
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে এ নিয়ে তৃতীয়বার বাংলাদেশ সফরে মিয়ামমারের ১৬ সদস্যের প্রতিনিধি দল।
/আরএইচ/