প্রকাশ : ০১ নভেম্বর ২০১৮, ০৪:১০ পিএমআপডেট : ০১ নভেম্বর ২০১৮, ০৬:২১ পিএম
বঙ্গভবন
রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা নেতৃত্বে কমিশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
বিকেল পৌনে চারটায় তারা বঙ্গভবনে পৌঁছান। বৈঠকে রাষ্ট্রপতির কাছে আগামী নির্বাচনের তফসিল উপস্থাপনের কথা রয়েছে নির্বাচন কমিশনের। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী অংশ নিচ্ছেন। সঙ্গে আছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদও। প্রতিটি নির্বাচনের তফসিল ঘোষণার আগে রীতি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
নিবন্ধন প্রত্যাশী ১৪৪টি দলের আবেদনেই ত্রুটি-বিচ্যুতি রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব কে এম আলী নেওয়াজ। ধাপে ধাপে সব দলকেই চিঠি দেওয়া হবে। আজ চিঠি দেওয়া হয়েছে ৬২টি দলকে। এসব দলকে গ্যাপ...
একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৪৯ আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আগামী...
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্যপদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক...
ছয় মাসে দেশজুড়ে খুন হয়েছেন ১ হাজার ৯৩০ জন। আগের বছরের প্রথম ৬ মাসের চেয়ে তা সাড়ে তিন শো বেশি। নারী ও শিশু নির্যাতনের ঘটনাও ২ হাজার বেড়েছে। থেমে নেই অপরহণের ঘটনাও।
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশে অনেক সংকট থাকার পরও ড. ইউনূস সরকারকে আমরা সবাই সমর্থন জানিয়েছি। কেন না এই সরকার শেখ হাসিনার সরকারের মতো বিদেশে অর্থ পাচার করবে না।...
আগস্ট থেকে দেশের ৫৫ লাখ দরিদ্র ও নিম্ন-আয়ের পরিবার ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি করে চাল পাবে। ছয় মাস এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে সচিবালয়ে ক্রয় কমিটির সভা শেষে...
বঙ্গভবনে ইসি প্রতিনিধি দল
বিকেল পৌনে চারটায় তারা বঙ্গভবনে পৌঁছান। বৈঠকে রাষ্ট্রপতির কাছে আগামী নির্বাচনের তফসিল উপস্থাপনের কথা রয়েছে নির্বাচন কমিশনের। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী অংশ নিচ্ছেন। সঙ্গে আছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদও। প্রতিটি নির্বাচনের তফসিল ঘোষণার আগে রীতি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
/এন-এইচ/