ঈদ জামাতের নিরাপত্তায় ৩ স্তরের ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ০২ জুন ২০১৯, ০৭:৫৯ পিএমআপডেট : ০২ জুন ২০১৯, ০৮:০৯ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন
দেশের সব ঈদ জামাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সাদা পোশাক, ইউনিফর্ম ও ছদ্মবেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে।
রাজধানীর ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শিয়া ও আহমদিয়া সম্প্রদায় কোথাও ঈদ জামাত আয়োজন করলে তাদেরও নিরাপত্তা দেয়া হবে।
জঙ্গিরা আবার সংঘটিত হচ্ছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গিদের পুরোপুরি নির্মূল এখনো করা যায়নি। তবে বড় ধরনের কোনো হামলা চালানোর সামর্থ্য তাদের নেই। মালিবাগ ও গুলিস্তানে পুলিশের উপর হামলায় জড়িতরা শিগগিরই শনাক্ত হবে বলে আশা জানান মন্ত্রী।
রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার করা হয়েছে। আগামী রোববার এ বিষয়ে পুনরায় শুনানির জন্য দিন ধার্য করেছেন আপিল...
রাখাইনে মানবিক সহায়তার ক্ষেত্রে মানবিক করিডর স্থাপনের জন্য আগে মিয়ানমার ও বাংলাদেশ সরকারকে একমত হতে হবে বলে জানিয়েছে জাতিসংঘের ঢাকা কার্যালয়। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
গণপিটুনিতে নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকেও বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের হামলায় জড়িত...
চলতি মাসের ২৯ দিনে বৈধপথে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার। গতবছরের একই সময়ের চেয়ে ৩৬ দশমিক ৬ ভাগ বেশি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ও জম্মু-কাশ্মীর সীমান্তে বিনা উসকানিতে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে ভারত। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে হটলাইনে আলাপের সময় ভারতের পক্ষ...
ঈদ জামাতের নিরাপত্তায় ৩ স্তরের ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শিয়া ও আহমদিয়া সম্প্রদায় কোথাও ঈদ জামাত আয়োজন করলে তাদেরও নিরাপত্তা দেয়া হবে।
জঙ্গিরা আবার সংঘটিত হচ্ছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গিদের পুরোপুরি নির্মূল এখনো করা যায়নি। তবে বড় ধরনের কোনো হামলা চালানোর সামর্থ্য তাদের নেই। মালিবাগ ও গুলিস্তানে পুলিশের উপর হামলায় জড়িতরা শিগগিরই শনাক্ত হবে বলে আশা জানান মন্ত্রী।
//আরএইচ//