প্রকাশ : ০৪ জুন ২০১৯, ১০:৩০ এএমআপডেট : ০৪ জুন ২০১৯, ১০:৩৪ এএম
টুপির দোকান
ঈদের আর বেশি দেরী নেই। শেষ সময়ের কেনাকাটায় টুপি, আতর ও শুরমার দোকানে এখন ক্রেতার ভিড়। পছন্দের জিনিস সন্তোষজনক দামে কিনতে পেরে খুশি তারা। গতবারের চেয়ে এবারের ঈদে বিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রিতারাও।
ঈদের নামাজ পড়ার জন্য নতুন পাঞ্জাবি-পায়জামার সঙ্গে টুপি না থাকলে যেনো পূর্ণতা আসে না। তাই পাঞ্জাবির সঙ্গে মিল রেখে পছন্দের টুপি কিনে ঈদের কেনাকাটায় ইতি টানছেন অনেকে। নিজের জন্য কেনার পাশাপাশি কিনছেন ছোট-বড় স্বজনদের জন্যও।
এবারের ঈদে হাজি টুপির কদর রেশি। তবে ওমান, দুবাই, মালয়েশিয়া ও নেপালি টুপির বিক্রিও ভালো হচ্ছে। পকেটে রাখার জন্য জালি টুপিও কিনছেন কেউ কেউ। ১০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে হরেক রকম টুপি।
অন্য সময় দিনে দেড় থেকে দুই হাজার টাকার টুপি বিক্রি হলেও ঈদের আগে তা বেড়ে পাঁচ থেকে দশ হাজার টাকাও হয় বলে জানালেন বিক্রেতারা।
ঈদ সামনে রেখে বেড়েছে আতর বিক্রিও। সৌদি আরব, দুবাই, ভারত, পাকিস্তান থেকে আসা জান্নাতুল ফেরদৌস, গোলাপ, বেলী, রজনীগন্ধসহ বিভিন্ন ঘ্রানের আতর সংগ্রহ করেন ক্রেতারা। বিক্রেতারা ছোট্ট এক শিশি আতরের জন্য ৫০ টাকা থেকে শুরু করে ৪০০ টাকা পর্যন্ত দাম নিচ্ছেন।
তবে এবারের ঈদে সুরমার বিক্রি কম বলে জানান বিক্রেতারা।
প্রেস উইং জানিয়েছে, প্রয়াত পোপ ফ্রান্সিস অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাজের দারুণ ভক্ত ছিলেন এবং তাঁর কাজের ভূয়সী প্রশংসা করতেন। বিশেষ করে বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধ্যাপক ইউনূসের কর্মযজ্ঞ...
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের সহযোগিতার কারণে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার কাতারে বসবাসরত বাংলাদেশীদের...
অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার ব্যক্তিগত সহকারী ও আরেক উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে তদবির...
কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে ঢাকা সফর স্থগিতের অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। বিবিসি বাংলার এক...
ভারতীয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে ঘিরে দর্শকের কৌতূহলের শেষ নেই—চলচ্চিত্রের পর্দার বাইরেও তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে নানা গুঞ্জন। স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও...
পেহেলগামকাণ্ডে আন্তর্জাতিক তদন্ত চেয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। আর তাতে সব সহযোগিতার আশ্বাস দেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের...
এ ঘটনার প্রতিবাদে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগের দিন অনুশীলন বয়কট করে মাদ্রিদ। পাশাপাশি ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও অংশ নেননি কার্লো আনচেলত্তি ও লুকা মদ্রিদ। লস ব্ল্যাঙ্কোদের এমন কড়া অবস্থানের পর...
কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে ঘিরে ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনা নিজেরাই সমাধান করবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।...
ঈদে টুপি-আতর-সুরমার চাহিদা বেড়েছে
ঈদের নামাজ পড়ার জন্য নতুন পাঞ্জাবি-পায়জামার সঙ্গে টুপি না থাকলে যেনো পূর্ণতা আসে না। তাই পাঞ্জাবির সঙ্গে মিল রেখে পছন্দের টুপি কিনে ঈদের কেনাকাটায় ইতি টানছেন অনেকে। নিজের জন্য কেনার পাশাপাশি কিনছেন ছোট-বড় স্বজনদের জন্যও।
এবারের ঈদে হাজি টুপির কদর রেশি। তবে ওমান, দুবাই, মালয়েশিয়া ও নেপালি টুপির বিক্রিও ভালো হচ্ছে। পকেটে রাখার জন্য জালি টুপিও কিনছেন কেউ কেউ। ১০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে হরেক রকম টুপি।
অন্য সময় দিনে দেড় থেকে দুই হাজার টাকার টুপি বিক্রি হলেও ঈদের আগে তা বেড়ে পাঁচ থেকে দশ হাজার টাকাও হয় বলে জানালেন বিক্রেতারা।
ঈদ সামনে রেখে বেড়েছে আতর বিক্রিও। সৌদি আরব, দুবাই, ভারত, পাকিস্তান থেকে আসা জান্নাতুল ফেরদৌস, গোলাপ, বেলী, রজনীগন্ধসহ বিভিন্ন ঘ্রানের আতর সংগ্রহ করেন ক্রেতারা। বিক্রেতারা ছোট্ট এক শিশি আতরের জন্য ৫০ টাকা থেকে শুরু করে ৪০০ টাকা পর্যন্ত দাম নিচ্ছেন।
তবে এবারের ঈদে সুরমার বিক্রি কম বলে জানান বিক্রেতারা।
//আরএইচ//