প্রকাশ : ০৪ জুন ২০১৯, ১০:৫১ এএমআপডেট : ০৪ জুন ২০১৯, ১১:৫৪ এএম
ট্রেনের ছাদে যাত্রী
শেষ দিনে রাজধানীর কমলাপুর স্টেশনে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে, গত কয়েকদিনের তুলনায় আজ ট্রেন ছাড়তে অনেক কম দেরি হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা। এদিকে, বাস যাত্রায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। দীর্ঘ সময় অপেক্ষা করেও মিলছে না পরিবহন।
এছাড়া, বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। দূরপাল্লার বাসে দেখা দিয়েছে টিকিট সংকট, রাজধানীর ভেতরে চলাচল করা ফিটনেসবিহীন বাসে দূরপাল্লার যাত্রী পরিবহণ করতে দেখা যাচ্ছে। এদিকে, আজ প্রতিটি ট্রেনই আগের তুলনায় সময়মতো ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা। তবে, নিষেধাজ্ঞা অমান্য করে এখনো যাত্রীরা ট্রেনের ছাদে ভ্রমণ করছেন বলে জানিয়েছেন নিরাপত্তারক্ষীরা।
অন্যদিকে, ঈদ উপলক্ষে সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলগামী হাজারো যাত্রীর ঢল নেমেছে। ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের প্রায় প্রতিটি লঞ্চেরই ডেকে, ছাদে কোথাও তিল ধারণের ঠাঁই নেই।
আমেরিকার উচ্চ শুল্ক আরোপ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কথা জানানো হয়েছে সফররত মার্কিন প্রতিনিধিকে। একই সাথে দুই দেশের বাণিজ্য ঘাটতি মেটানোর ওপরও জোর দিয়েছে ঢাকা। আমেরিকার দুই উপসহকারী পররাষ্ট্র মন্ত্রীর...
পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য ও ব্যবসার সম্ভাবনা খুঁজে বের করার লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
‘মঙ্গল শোভাযাত্রার’ নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ রাখায় ইউনেস্কোর স্বীকৃতি ধরে রাখতে নতুন করে আবেদন ও অনুমোদনের প্রয়োজন হবে বলে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর...
একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া, বাংলাদেশের টাকা ফেরত নেওয়া ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক...
খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. নুরুল হক নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আড়াই টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছোট মেরুং...
বাছাইপর্বে নিজেদের প্রথম তিন ম্যাচ জেতা বাংলাদেশ সর্বশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বসেছে। এতে ৪ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন জ্যোতিরা। বাংলাদেশ নিজেদের শেষ...
জানা গেছে, গত ১ এপ্রিল রাত পৌনে ২টার দিকে পূর্বশত্রুতার জেরে জোয়ার সাহারা খাঁ পাড়া এলাকার মো. রাশেদুজ্জামান রাজুর বাসার সামনে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আলিনুর পাভেলসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জন।...
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া উত্তর বাজারে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাঁদের কোটি টাকার ক্ষতি হয়েছে।
শেষ দিনে কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড়
এছাড়া, বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। দূরপাল্লার বাসে দেখা দিয়েছে টিকিট সংকট, রাজধানীর ভেতরে চলাচল করা ফিটনেসবিহীন বাসে দূরপাল্লার যাত্রী পরিবহণ করতে দেখা যাচ্ছে। এদিকে, আজ প্রতিটি ট্রেনই আগের তুলনায় সময়মতো ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা। তবে, নিষেধাজ্ঞা অমান্য করে এখনো যাত্রীরা ট্রেনের ছাদে ভ্রমণ করছেন বলে জানিয়েছেন নিরাপত্তারক্ষীরা।
অন্যদিকে, ঈদ উপলক্ষে সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলগামী হাজারো যাত্রীর ঢল নেমেছে। ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের প্রায় প্রতিটি লঞ্চেরই ডেকে, ছাদে কোথাও তিল ধারণের ঠাঁই নেই।
//আরএইচ//