প্রকাশ : ০৪ জুন ২০১৯, ০১:১৭ পিএমআপডেট : ০৪ জুন ২০১৯, ০৫:২৫ পিএম
মুক্তিযোদ্ধা সংসদ
প্রায় দুই বছর আগে শেষ হয়েছে মুক্তিযোদ্ধা সংসদের মেয়াদ। নির্বাচন আটকে থাকায়, নানা সমস্যায় মন্ত্রণালয়ে ধরনা দিচ্ছেন মুক্তিযোদ্ধরা। সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ভোটের দাবি জানিয়ে এলেও, মন্ত্রী বলছেন, নির্বাচন আটকে আছে আইনি জটিলতায়।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা খুরশেদ আলম। সহযোদ্ধার ভাতা না পাওয়ার অভিযোগ নিয়ে চট্টগ্রাম থেকে এসেছেন মন্ত্রীর কাছে। মুক্তিযোদ্ধা সংসদ অকার্যকর এর কোনো বিকল্প তাদের নেই।
সময়মতো সংসদের নির্বাচন না হওয়ায় ক্ষুদ্ধ মুক্তিযোদ্ধারা। তবে সাবেক নেতারা বলছে, একলাখ নতুন সুপারিশ যাচাই-বাছাই না হওয়ায় প্রকাশ হচ্ছে না গেজেট, আর এতেই আটকে আছে নির্বাচন।
মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি হেলাল মোর্শেদ খান বলেন, " জামুকা এবং মন্ত্রণালয় কতৃক যাচাই-বাছাই সম্পন্ন করে গেজেট চুড়ান্ত না করার কারণে অ্যাকচ্যুয়ালি নির্বাচনটি হচ্ছে না।"
তবে এ যুক্তি মানতে নারাজ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আরেক নেতা। তার দাবি বর্তমান ভোটার তালিকা ধরে এখনই নির্বাচন করতে কোনো বাধা নেই।
মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী বলেন, "সংসদের নির্বাচন হলে মুক্তিযোদ্ধারা বিভিন্ন ব্যাপারে নাক গলাবে, অতএব নির্বাচন না দেয়ায় ভালো, এরকম ধারণা থেকে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন বিলম্বিত হচ্ছে।"
তবে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী বলছেন, ভোট আটকে আছে মামলার কারণে। ২০১৭ সালে এ নির্বাচনের দায়িত্ব থাকা মন্ত্রিপরিষদ সচিবকে দেয়া হয়েছিল ভোটার তালিকা। তিনি হালনাগাদ তালিকা চাইলে তা তাৎক্ষণিকভাবেই দিতে পারবে মন্ত্রণালয়।
মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, "আদালতের আরেকটি আদেশের কারণে সেই নির্বাচন স্থগিত আছে। কাজেই এটা আমাদের সাথে কোনো সম্পৃক্তা নাই নির্বাচনের। এই ব্যাপারে আমার বলারও কোনো এখতিয়ারও নাই।"
সর্বশেষ ২০১৪ সালের ৪ জুন হয় মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন। ২০১৭ সালের ৮ জুন শেষ হয় সেই কমিটির মেয়াদ।
একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া আহ্বান, বকেয়া অর্থ ফেরত ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক...
রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ উভয় সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সংকট সমাধানে আরাকান আর্মিই এখন বড় সমস্যা বলেও মন্তব্য করেন তিনি।
আমেরিকার উচ্চ শুল্ক আরোপ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কথা জানানো হয়েছে সফররত মার্কিন প্রতিনিধিকে। একই সাথে দুই দেশের বাণিজ্য ঘাটতি মেটানোর ওপরও জোর দিয়েছে ঢাকা। আমেরিকার দুই উপসহকারী পররাষ্ট্র মন্ত্রীর...
একদিক থেকে দেখলে, ভারতের কারণে কদিন আগে ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফিতে যে ঝামেলায় পড়েছিল টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের কারণে ঠিক একই ঝামেলায় পড়তে যাচ্ছে...
ফ্রাঙ্কফুর্টে গতকাল ইউরোপা লিগের ম্যাচটা শেষ হতেই তাই যেন বুক ভরে অক্সিজেন নেওয়ার সুযোগ হলো পস্তেকগলুর। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ ড্রয়ের পর ফ্রাঙ্কফুর্টে গিয়ে গতকাল যে ৪৩...
রাজনৈতিক দলগুলোর নানা মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়, এক আলোচনায়। নতুন বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক বিকাশ ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন বক্তারা।
চট্টগ্রামের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় মা ও ছয় মাস বয়সী শিশুসহ একটি ব্যাটারিচালিত রিকশা নালায় পড়ে গেছে। শুক্রবার রাত ৮টার দিকে কাপাসগোলার নবাব হোটেলের পাশের নালায় এ দুর্ঘটনা হয়। এ ঘটনায় মাকে...
মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের দাবি
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা খুরশেদ আলম। সহযোদ্ধার ভাতা না পাওয়ার অভিযোগ নিয়ে চট্টগ্রাম থেকে এসেছেন মন্ত্রীর কাছে। মুক্তিযোদ্ধা সংসদ অকার্যকর এর কোনো বিকল্প তাদের নেই।
সময়মতো সংসদের নির্বাচন না হওয়ায় ক্ষুদ্ধ মুক্তিযোদ্ধারা। তবে সাবেক নেতারা বলছে, একলাখ নতুন সুপারিশ যাচাই-বাছাই না হওয়ায় প্রকাশ হচ্ছে না গেজেট, আর এতেই আটকে আছে নির্বাচন।
মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি হেলাল মোর্শেদ খান বলেন, " জামুকা এবং মন্ত্রণালয় কতৃক যাচাই-বাছাই সম্পন্ন করে গেজেট চুড়ান্ত না করার কারণে অ্যাকচ্যুয়ালি নির্বাচনটি হচ্ছে না।"
তবে এ যুক্তি মানতে নারাজ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আরেক নেতা। তার দাবি বর্তমান ভোটার তালিকা ধরে এখনই নির্বাচন করতে কোনো বাধা নেই।
মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী বলেন, "সংসদের নির্বাচন হলে মুক্তিযোদ্ধারা বিভিন্ন ব্যাপারে নাক গলাবে, অতএব নির্বাচন না দেয়ায় ভালো, এরকম ধারণা থেকে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন বিলম্বিত হচ্ছে।"
তবে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী বলছেন, ভোট আটকে আছে মামলার কারণে। ২০১৭ সালে এ নির্বাচনের দায়িত্ব থাকা মন্ত্রিপরিষদ সচিবকে দেয়া হয়েছিল ভোটার তালিকা। তিনি হালনাগাদ তালিকা চাইলে তা তাৎক্ষণিকভাবেই দিতে পারবে মন্ত্রণালয়।
মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, "আদালতের আরেকটি আদেশের কারণে সেই নির্বাচন স্থগিত আছে। কাজেই এটা আমাদের সাথে কোনো সম্পৃক্তা নাই নির্বাচনের। এই ব্যাপারে আমার বলারও কোনো এখতিয়ারও নাই।"
সর্বশেষ ২০১৪ সালের ৪ জুন হয় মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন। ২০১৭ সালের ৮ জুন শেষ হয় সেই কমিটির মেয়াদ।
//আরএইচ//