প্রকাশ : ০৫ জুন ২০১৯, ০৪:৩২ পিএমআপডেট : ০৫ জুন ২০১৯, ০৪:৩৬ পিএম
নুসরাত
নিহত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির পরিবারে এবার ঈদের আনন্দ নেই। মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদদৌলার যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে আগুনে প্রাণ হারানো মেয়েটির পরিবারে শোক কাটছে না। চোখে জল নিয়ে ঘাতকদের সর্বোচ্চ শাস্তির অপেক্ষায় পরিবারটি।
এমন ঈদ আর কখনও আসেনি নূসরাত জাহান রাফিদের পরিবারে। তাকে ছাড়াই এবার ঈদ পার করতে হচ্ছে স্বজনদের।দুই মাসের কাছাকাছি হলো নুসরাতের মৃত্যুর। এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তার স্বজনেরা। নুসরাতের ব্যবহারের জিনিসপত্রে তাকে খুঁজে ফেরেন তার মা।কিছুতেই নাতনির স্মৃতি ভুলতে পারছেন না নুসরাতের দাদু। সারাক্ষণ বাড়ি মাতিয়ে রাখতো যে মেয়েটি তাকে ছাড়া কোনো উৎসব চিন্তা করাও কঠিন তার জন্য।
তিন ভাইয়ের মধ্যমণি হিসেবেই বেড়ে উঠেছিলো নুসরাত। বোনের করুণ মৃত্যু তাদের মনে কতোটা দাগ কেটেছে তা আর বলার অপেক্ষা রাখে না।গত ৬ এপ্রিল আলিম পরীক্ষা দিতে গেলে পরীক্ষা কেন্দ্রের ছাদে ডেকে নিয়ে গায়ে আগুন ধরিয়ে দেয়া হয় নুসরাতের গায়ে। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ঘটনায় হওয়া মামলায় ইতোমধ্যে ১৬ জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে পিবিআই।
একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া আহ্বান, বকেয়া অর্থ ফেরত ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক...
রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ উভয় সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সংকট সমাধানে আরাকান আর্মিই এখন বড় সমস্যা বলেও মন্তব্য করেন তিনি।
আমেরিকার উচ্চ শুল্ক আরোপ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কথা জানানো হয়েছে সফররত মার্কিন প্রতিনিধিকে। একই সাথে দুই দেশের বাণিজ্য ঘাটতি মেটানোর ওপরও জোর দিয়েছে ঢাকা। আমেরিকার দুই উপসহকারী পররাষ্ট্র মন্ত্রীর...
একদিক থেকে দেখলে, ভারতের কারণে কদিন আগে ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফিতে যে ঝামেলায় পড়েছিল টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের কারণে ঠিক একই ঝামেলায় পড়তে যাচ্ছে...
ফ্রাঙ্কফুর্টে গতকাল ইউরোপা লিগের ম্যাচটা শেষ হতেই তাই যেন বুক ভরে অক্সিজেন নেওয়ার সুযোগ হলো পস্তেকগলুর। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ ড্রয়ের পর ফ্রাঙ্কফুর্টে গিয়ে গতকাল যে ৪৩...
রাজনৈতিক দলগুলোর নানা মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়, এক আলোচনায়। নতুন বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক বিকাশ ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন বক্তারা।
চট্টগ্রামের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় মা ও ছয় মাস বয়সী শিশুসহ একটি ব্যাটারিচালিত রিকশা নালায় পড়ে গেছে। শুক্রবার রাত ৮টার দিকে কাপাসগোলার নবাব হোটেলের পাশের নালায় এ দুর্ঘটনা হয়। এ ঘটনায় মাকে...
'ঈদ' আসে নি নুসরাতের পরিবারে
এমন ঈদ আর কখনও আসেনি নূসরাত জাহান রাফিদের পরিবারে। তাকে ছাড়াই এবার ঈদ পার করতে হচ্ছে স্বজনদের।দুই মাসের কাছাকাছি হলো নুসরাতের মৃত্যুর। এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তার স্বজনেরা। নুসরাতের ব্যবহারের জিনিসপত্রে তাকে খুঁজে ফেরেন তার মা।কিছুতেই নাতনির স্মৃতি ভুলতে পারছেন না নুসরাতের দাদু। সারাক্ষণ বাড়ি মাতিয়ে রাখতো যে মেয়েটি তাকে ছাড়া কোনো উৎসব চিন্তা করাও কঠিন তার জন্য।
তিন ভাইয়ের মধ্যমণি হিসেবেই বেড়ে উঠেছিলো নুসরাত। বোনের করুণ মৃত্যু তাদের মনে কতোটা দাগ কেটেছে তা আর বলার অপেক্ষা রাখে না।গত ৬ এপ্রিল আলিম পরীক্ষা দিতে গেলে পরীক্ষা কেন্দ্রের ছাদে ডেকে নিয়ে গায়ে আগুন ধরিয়ে দেয়া হয় নুসরাতের গায়ে। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ঘটনায় হওয়া মামলায় ইতোমধ্যে ১৬ জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে পিবিআই।
//এম-এম//