প্রকাশ : ০৫ জুন ২০১৯, ০৪:৪১ পিএমআপডেট : ০৫ জুন ২০১৯, ০৪:৫২ পিএম
ভূমধ্যসাগরে নৌকাডুবি
সিলেটে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহতদের পরিবারে নেই ঈদের আমেজ। প্রিয়জনদের হারিয়ে দুঃসহ দিন কাটাচ্ছেন স্বজনেরা। আর সাগরে মৃত্যুর মুখ থেকে থেকে বেঁচে ফেরা যুবকদের তাড়িয়ে বেড়াচ্ছে ভয়াল স্মৃতি।
পরিবারের সুখ-শান্তির আশায় দালালদের ৮ থেকে ১০ লাখ টাকা দিয়ে লিবিয়া থেকে অবৈধভাবে ইতালিতে যাচ্ছিলো ৮৬ জন। পথে ১০ মে তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ৩৯ বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ও নিখোঁজদের মধ্যে অন্তত ২২ জনের বাড়ি সিলেটে। বছর ঘুরে খুশির ঈদ আসলেও স্বজন হারানোর বেদনা তাদের পরিবারে।
নৌকাডুবিতে নিহত হন ফেঞ্চুগঞ্জের লিটন আহমেদ, আহমেদ হোসেন, আব্দুল আজিজ ও আফজল হোসেন। প্রতি বছর একসঙ্গে ঈদ করলেও এবার তারা পরিবারের সঙ্গে নেই। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে সাগরেই মৃত্যু হয় তাদের।
নৌকাডুবিতে সৌভাগ্যক্রমে বেঁচে যান ফেঞ্চুগঞ্জের বিলাল আহমেন। ফিরেছেন পরিবারে, কিন্তু চোখের সামনে ডুবে যাওয়া ভাতিজা আর ভাগ্নেদের মনে পড়লেই কেঁদে উঠেন। ঈদের দিনে পাশে নেই কারো ভাই, কারো সন্তান। তারা আর কখনো ফিরবেও না। তাদের ঝুঁকিপূর্ণ পথে ঠেলে দেয়ার জন্য দায়ী ট্রাভেলস এজেন্সি ও দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের।
ভূমধ্যসাগর দিয়ে পাড়ি মানবপাচারে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে ট্রাভেল এজেন্সির মালিক এনামুল হক ও তার সহযোগী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে।
আমেরিকার উচ্চ শুল্ক আরোপ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কথা জানানো হয়েছে সফররত মার্কিন প্রতিনিধিকে। একই সাথে দুই দেশের বাণিজ্য ঘাটতি মেটানোর ওপরও জোর দিয়েছে ঢাকা। আমেরিকার দুই উপসহকারী পররাষ্ট্র মন্ত্রীর...
পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য ও ব্যবসার সম্ভাবনা খুঁজে বের করার লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
‘মঙ্গল শোভাযাত্রার’ নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ রাখায় ইউনেস্কোর স্বীকৃতি ধরে রাখতে নতুন করে আবেদন ও অনুমোদনের প্রয়োজন হবে বলে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর...
একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া, বাংলাদেশের টাকা ফেরত নেওয়া ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক...
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া উত্তর বাজারে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাঁদের কোটি টাকার ক্ষতি হয়েছে।
চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টের ভবন থেকে শামীম হোসেন (৩১) নামের এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি চেকপোস্টের ইমিগ্রেশন বিভাগে কর্মরত ছিলেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে...
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। ইতালির প্রধানমন্ত্রীর...
ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধে খরচ বাড়বে উদ্যোক্তাদের। বেশি ক্ষতিগ্রস্ত হবেন ক্ষুদ্র উদ্যোক্তারা। ব্যবসায়ী নেতাদের অভিযোগ, সরকারের এই সিদ্ধান্ত শিল্পের বিরুদ্ধে গেছে। এতে দেশি সুতার...
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহতদের পরিবারে নেই ঈদের আমেজ
পরিবারের সুখ-শান্তির আশায় দালালদের ৮ থেকে ১০ লাখ টাকা দিয়ে লিবিয়া থেকে অবৈধভাবে ইতালিতে যাচ্ছিলো ৮৬ জন। পথে ১০ মে তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ৩৯ বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ও নিখোঁজদের মধ্যে অন্তত ২২ জনের বাড়ি সিলেটে। বছর ঘুরে খুশির ঈদ আসলেও স্বজন হারানোর বেদনা তাদের পরিবারে।
নৌকাডুবিতে নিহত হন ফেঞ্চুগঞ্জের লিটন আহমেদ, আহমেদ হোসেন, আব্দুল আজিজ ও আফজল হোসেন। প্রতি বছর একসঙ্গে ঈদ করলেও এবার তারা পরিবারের সঙ্গে নেই। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে সাগরেই মৃত্যু হয় তাদের।
নৌকাডুবিতে সৌভাগ্যক্রমে বেঁচে যান ফেঞ্চুগঞ্জের বিলাল আহমেন। ফিরেছেন পরিবারে, কিন্তু চোখের সামনে ডুবে যাওয়া ভাতিজা আর ভাগ্নেদের মনে পড়লেই কেঁদে উঠেন।
ঈদের দিনে পাশে নেই কারো ভাই, কারো সন্তান। তারা আর কখনো ফিরবেও না। তাদের ঝুঁকিপূর্ণ পথে ঠেলে দেয়ার জন্য দায়ী ট্রাভেলস এজেন্সি ও দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের।
ভূমধ্যসাগর দিয়ে পাড়ি মানবপাচারে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে ট্রাভেল এজেন্সির মালিক এনামুল হক ও তার সহযোগী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে।
//এম-এম//