প্রকাশ : ০৭ জুন ২০১৯, ০৯:২২ এএমআপডেট : ০৭ জুন ২০১৯, ১২:৫৩ পিএম
এনবিআর
১৫ শতাংশের বাইরে চারটি সংকুচিত হার রেখে নতুন ভ্যাট আইন চূড়ান্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। যা কার্যকর হবে আগামী মাস থেকে। তবে সংকুচিত হারগুলোতে রেয়াত নেয়ার সুযোগ থাকছে না। কর্মকর্তাদের আশ্বাস, নতুন আইন কার্যকর হলেও পণ্যের দাম বাড়বে না।
১৯৯১ সালের আইনে বহুবার কাটাছেঁড়া হওয়ায় ২০১২ সালে নতুন ভ্যাট আইন করে সরকার। তবে এ আইনে ১৫ শতাংশের একটি মাত্র হার রাখায় তীব্র আপত্তি ওঠে ব্যবসায়ী মহলে। ফলে আইনের বাস্তবায়ন ঝুলে থাকে ছয় বছর।
ব্যবসায়ীদের আপত্তি আমলে নেয়ায় জুলাই থেকে নতুন আইন বাস্তবায়নের পথ খুলছে। দাবি অনুযায়ী, ১৫ শতাংশের বাইরে থাকছে দুই, পাঁচ, সাড়ে সাত ও দশ শতাংশের আরো চারটি হার।
পুরনো আইনের মতো এবারও ওষুধসহ অনেক পণ্যে ভ্যাট ছাড় দেয়া হচ্ছে। বছরে বিক্রি পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত হলে সেই প্রতিষ্ঠানকে ভ্যাট দিতে হবে না। আর পঞ্চাশ লাখ থেকে তিন কোটি টাকা লেনদেন হলে টার্নওভার কর হবে চার শতাংশ। যা এখন রয়েছে তিন শতাংশ।
এদিকে, এ আইনের আওতায় অনলাইন হচ্ছে পুরো ভ্যাট ব্যবস্থা। এর মাধ্যমে অনলাইনে নিবন্ধন ও রিটার্ন জমার সুযোগ পাচ্ছেন ব্যবসায়ীরা। তিন মাসের মধ্যে চালু হবে অনলাইনে টাকা দেয়ার ব্যবস্থা, জানান কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, অনলাইনের পাশপাশি ম্যানুয়াল পদ্ধতিতেও ভ্যাট রিটার্ন ও টাকা জমার সুযোগ অব্যাহত থাকবে।
আমেরিকার উচ্চ শুল্ক আরোপ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কথা জানানো হয়েছে সফররত মার্কিন প্রতিনিধিকে। একই সাথে দুই দেশের বাণিজ্য ঘাটতি মেটানোর ওপরও জোর দিয়েছে ঢাকা। আমেরিকার দুই উপসহকারী পররাষ্ট্র মন্ত্রীর...
পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য ও ব্যবসার সম্ভাবনা খুঁজে বের করার লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
‘মঙ্গল শোভাযাত্রার’ নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ রাখায় ইউনেস্কোর স্বীকৃতি ধরে রাখতে নতুন করে আবেদন ও অনুমোদনের প্রয়োজন হবে বলে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর...
একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া, বাংলাদেশের টাকা ফেরত নেওয়া ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক...
স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধে খরচ বাড়বে উদ্যোক্তাদের। বেশি ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র উদ্যোক্তারা। ব্যবসায়ী নেতাদের অভিযোগ, সরকারের এই সিদ্বান্ত শিল্পের বিরুদ্ধে গেছে। এতে, দেশি সুতার বাজার একতরফা...
বেসরকারি কন্টেইনার ডিপোগুলোতে নতুন করে ১২ ধরনের আমদানি পণ্য খালাসের অনুমোদন দিয়েছে এনবিআর। এর আগে সেখানে ৩৮ ধরনের পণ্য খালাস হতো। এর মাধ্যমে দেশের আমদানি বাণিজ্যে বন্দরের উপর চাপ কিছুটা কমবে বলে...
বিশ্বজুড়ে পর্যটনের ভিড় আবার বাড়ছে। তবে বাড়ছে কিছু নতুন ধরনের সমস্যাও। অনেক দেশেই স্থানীয় সংস্কৃতি ও সামাজিক শালীনতা বজায় রাখতে এখন পর্যটকদের জন্য পোশাকবিধিতে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। যেখানে একসময়...
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এ৫ প্রো-এর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম রয়েছে। যা নিশ্চিত করবে আরও...
আগামী মাস থেকে নতুন ভ্যাট আইন কার্যকর
১৯৯১ সালের আইনে বহুবার কাটাছেঁড়া হওয়ায় ২০১২ সালে নতুন ভ্যাট আইন করে সরকার। তবে এ আইনে ১৫ শতাংশের একটি মাত্র হার রাখায় তীব্র আপত্তি ওঠে ব্যবসায়ী মহলে। ফলে আইনের বাস্তবায়ন ঝুলে থাকে ছয় বছর।
ব্যবসায়ীদের আপত্তি আমলে নেয়ায় জুলাই থেকে নতুন আইন বাস্তবায়নের পথ খুলছে। দাবি অনুযায়ী, ১৫ শতাংশের বাইরে থাকছে দুই, পাঁচ, সাড়ে সাত ও দশ শতাংশের আরো চারটি হার।
পুরনো আইনের মতো এবারও ওষুধসহ অনেক পণ্যে ভ্যাট ছাড় দেয়া হচ্ছে। বছরে বিক্রি পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত হলে সেই প্রতিষ্ঠানকে ভ্যাট দিতে হবে না। আর পঞ্চাশ লাখ থেকে তিন কোটি টাকা লেনদেন হলে টার্নওভার কর হবে চার শতাংশ। যা এখন রয়েছে তিন শতাংশ।
এদিকে, এ আইনের আওতায় অনলাইন হচ্ছে পুরো ভ্যাট ব্যবস্থা। এর মাধ্যমে অনলাইনে নিবন্ধন ও রিটার্ন জমার সুযোগ পাচ্ছেন ব্যবসায়ীরা। তিন মাসের মধ্যে চালু হবে অনলাইনে টাকা দেয়ার ব্যবস্থা, জানান কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, অনলাইনের পাশপাশি ম্যানুয়াল পদ্ধতিতেও ভ্যাট রিটার্ন ও টাকা জমার সুযোগ অব্যাহত থাকবে।
//আরএইচ//