প্রকাশ : ০৮ জুন ২০১৯, ০৪:১৯ পিএমআপডেট : ০৯ জুন ২০১৯, ১২:০৭ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তিন দেশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা পৌনে এগারোটায় বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। শুক্রবার রাতে ফিনল্যান্ড থেকে দেশের উদ্দেশে রওনা হন তিনি।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী তাঁর ত্রিদেশীয় সফরের চূড়ান্ত পর্যায়ে ফিনল্যান্ড যান। সেখানে পাঁচদিনের সরকারি সফর শেষে শুক্রবার সন্ধ্যায় হেলসিংকি থেকে দেশের উদ্দেশে যাত্রা করেন।
এর আগে তিনি ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে জাপান এবং সৌদি আরবও সফর করেন। এ সফরে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সাথে বৈঠক করেন তিনি। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে যোগ দেন ১৪তম ওআইসি সম্মেলনে।
তার জাপান সফরে সই হয় আড়াই বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় চুক্তিসহ ৪০টি ওডিএ চুক্তি। সফরের বিস্তারিত তুলে ধরতে রোববার গণভবনে সংবাদ সম্মেলনে আসবেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা।
আমেরিকার উচ্চ শুল্ক আরোপ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কথা জানানো হয়েছে সফররত মার্কিন প্রতিনিধিকে। একই সাথে দুই দেশের বাণিজ্য ঘাটতি মেটানোর ওপরও জোর দিয়েছে ঢাকা। আমেরিকার দুই উপসহকারী পররাষ্ট্র মন্ত্রীর...
পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য ও ব্যবসার সম্ভাবনা খুঁজে বের করার লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
‘মঙ্গল শোভাযাত্রার’ নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ রাখায় ইউনেস্কোর স্বীকৃতি ধরে রাখতে নতুন করে আবেদন ও অনুমোদনের প্রয়োজন হবে বলে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর...
একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া, বাংলাদেশের টাকা ফেরত নেওয়া ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক...
বেসরকারি কন্টেইনার ডিপোগুলোতে নতুন করে ১২ ধরনের আমদানি পণ্য খালাসের অনুমোদন দিয়েছে এনবিআর। এর আগে সেখানে ৩৮ ধরনের পণ্য খালাস হতো। এর মাধ্যমে দেশের আমদানি বাণিজ্যে বন্দরের উপর চাপ কিছুটা কমবে বলে...
বিশ্বজুড়ে পর্যটনের ভিড় আবার বাড়ছে। তবে বাড়ছে কিছু নতুন ধরনের সমস্যাও। অনেক দেশেই স্থানীয় সংস্কৃতি ও সামাজিক শালীনতা বজায় রাখতে এখন পর্যটকদের জন্য পোশাকবিধিতে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। যেখানে একসময়...
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এ৫ প্রো-এর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম রয়েছে। যা নিশ্চিত করবে আরও...
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী তাঁর ত্রিদেশীয় সফরের চূড়ান্ত পর্যায়ে ফিনল্যান্ড যান। সেখানে পাঁচদিনের সরকারি সফর শেষে শুক্রবার সন্ধ্যায় হেলসিংকি থেকে দেশের উদ্দেশে যাত্রা করেন।
এর আগে তিনি ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে জাপান এবং সৌদি আরবও সফর করেন। এ সফরে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সাথে বৈঠক করেন তিনি। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে যোগ দেন ১৪তম ওআইসি সম্মেলনে।
তার জাপান সফরে সই হয় আড়াই বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় চুক্তিসহ ৪০টি ওডিএ চুক্তি। সফরের বিস্তারিত তুলে ধরতে রোববার গণভবনে সংবাদ সম্মেলনে আসবেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা।
/এইচ.এ/