প্রকাশ : ০৮ জুন ২০১৯, ১১:০১ এএমআপডেট : ০৮ জুন ২০১৯, ১১:০২ এএম
আবহাওয়া ভবন
উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়েছে। সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
লঘুচাপের কারণে আরো দুই দিন ঢাকা, বরিশাল ও চট্রগ্রামের অনেক জায়গায় মাঝারী থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সাথে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দক্ষিণ পূর্বাঞ্চলে মাঝারি ও ভারী বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে তাপমাত্রা আবারও বাড়তে পারে। এছাড়া, দক্ষিণ পশ্চিমের মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পৌঁছাতে আরও কয়েক দিন সময় লাগবে। তাই আগামী দশ তারিখের পর বর্ষার সম্ভাবনা রয়েছে।
আমেরিকার উচ্চ শুল্ক আরোপ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কথা জানানো হয়েছে সফররত মার্কিন প্রতিনিধিকে। একই সাথে দুই দেশের বাণিজ্য ঘাটতি মেটানোর ওপরও জোর দিয়েছে ঢাকা। আমেরিকার দুই উপসহকারী পররাষ্ট্র মন্ত্রীর...
পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য ও ব্যবসার সম্ভাবনা খুঁজে বের করার লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
‘মঙ্গল শোভাযাত্রার’ নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ রাখায় ইউনেস্কোর স্বীকৃতি ধরে রাখতে নতুন করে আবেদন ও অনুমোদনের প্রয়োজন হবে বলে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর...
একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া, বাংলাদেশের টাকা ফেরত নেওয়া ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক...
নির্বাচন ও সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতভেদকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে চাপ তৈরি হবে বলে মনে করছেন তারা। বলছেন, যত বিভেদই থাকুক, নির্বাচনের জন্য...
ঐকমত্য কমিশন থেকে সংস্কার বিষয়ে সংক্ষিপ্ত খসড়া পাঠিয়ে বিভ্রান্ত সৃষ্টি করা হয়েছে, মূল প্রস্তাবনার সঙ্গে যার অনেক পার্থক্য রয়েছে বলে অভিযোগ বিএনপির। নেতারা জানিয়েছেন, বিএনপি সংস্কারের বিপক্ষে নয়।...
ঢাকা ও দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা
লঘুচাপের কারণে আরো দুই দিন ঢাকা, বরিশাল ও চট্রগ্রামের অনেক জায়গায় মাঝারী থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সাথে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দক্ষিণ পূর্বাঞ্চলে মাঝারি ও ভারী বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে তাপমাত্রা আবারও বাড়তে পারে। এছাড়া, দক্ষিণ পশ্চিমের মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পৌঁছাতে আরও কয়েক দিন সময় লাগবে। তাই আগামী দশ তারিখের পর বর্ষার সম্ভাবনা রয়েছে।
//আরএইচ//