রাজধানীতে গ্যাসের প্রিপেইড মিটার বসবে: নসরুল হামিদ
প্রকাশ : ০৯ জুন ২০১৯, ০১:৩১ পিএমআপডেট : ১০ জুন ২০১৯, ১০:০৯ এএম
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ
আগামী বছর বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এছাড়া, সব বাসায় প্রিপেইড গ্যাস মিটার বসানো হবে বলে জানিয়েছেন তিনি। রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি জানান, আসছে বাজেটে জ্বালানি খাতে সর্বোচ্চ বরাদ্দ হতে পারে ৩০ হাজার কোটি টাকা।
ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সচিবালয়ে সাংবাদিকের সঙ্গে মতবিনিয়ম করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এসময় ২০১৯-২০ অর্থবছরের জ্বালানি খাতে বাজেট বরাদ্দ, প্রধানমন্ত্রীর জাপান সফরসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।
এসময় প্রতিমন্ত্রী জানান, গ্যাস বিদ্যুৎ এর দাম সমন্বয়ে বিইআরসির কাছে প্রস্তাবনা দেয়া হয়েছে। বিক্রি মূল্যের চেয়ে উৎপাদন খরচ বেশি এবং এলএনজির সাথে সমন্বয়ের জন্যেই গ্যাসের দাম বাড়ানো জরুরি বলে মনে করেন তিনি।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, গ্যাসের অপচয় রোধে সারাদেশে সব বাসায় পর্যায়ক্রমে প্রি-পেইড গ্যাস মিটার বসানো হবে।
নসরুল হামিদ দাবি করেন গত বছরের চেয়ে এবার বিদ্যুতের অবস্থা অনেক ভালো ছিলো। বছর শেষে বিদ্যুৎ-গ্যাস সরবরাহের চিত্র আরো ভাল হবে বলেও জানান তিনি।
একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া আহ্বান, বকেয়া অর্থ ফেরত ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক...
রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ উভয় সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সংকট সমাধানে আরাকান আর্মিই এখন বড় সমস্যা বলেও মন্তব্য করেন তিনি।
আমেরিকার উচ্চ শুল্ক আরোপ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কথা জানানো হয়েছে সফররত মার্কিন প্রতিনিধিকে। একই সাথে দুই দেশের বাণিজ্য ঘাটতি মেটানোর ওপরও জোর দিয়েছে ঢাকা। আমেরিকার দুই উপসহকারী পররাষ্ট্র মন্ত্রীর...
একদিক থেকে দেখলে, ভারতের কারণে কদিন আগে ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফিতে যে ঝামেলায় পড়েছিল টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের কারণে ঠিক একই ঝামেলায় পড়তে যাচ্ছে...
ফ্রাঙ্কফুর্টে গতকাল ইউরোপা লিগের ম্যাচটা শেষ হতেই তাই যেন বুক ভরে অক্সিজেন নেওয়ার সুযোগ হলো পস্তেকগলুর। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ ড্রয়ের পর ফ্রাঙ্কফুর্টে গিয়ে গতকাল যে ৪৩...
রাজনৈতিক দলগুলোর নানা মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়, এক আলোচনায়। নতুন বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক বিকাশ ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন বক্তারা।
চট্টগ্রামের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় মা ও ছয় মাস বয়সী শিশুসহ একটি ব্যাটারিচালিত রিকশা নালায় পড়ে গেছে। শুক্রবার রাত ৮টার দিকে কাপাসগোলার নবাব হোটেলের পাশের নালায় এ দুর্ঘটনা হয়। এ ঘটনায় মাকে...
রাজধানীতে গ্যাসের প্রিপেইড মিটার বসবে: নসরুল হামিদ
ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সচিবালয়ে সাংবাদিকের সঙ্গে মতবিনিয়ম করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এসময় ২০১৯-২০ অর্থবছরের জ্বালানি খাতে বাজেট বরাদ্দ, প্রধানমন্ত্রীর জাপান সফরসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।
এসময় প্রতিমন্ত্রী জানান, গ্যাস বিদ্যুৎ এর দাম সমন্বয়ে বিইআরসির কাছে প্রস্তাবনা দেয়া হয়েছে। বিক্রি মূল্যের চেয়ে উৎপাদন খরচ বেশি এবং এলএনজির সাথে সমন্বয়ের জন্যেই গ্যাসের দাম বাড়ানো জরুরি বলে মনে করেন তিনি।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, গ্যাসের অপচয় রোধে সারাদেশে সব বাসায় পর্যায়ক্রমে প্রি-পেইড গ্যাস মিটার বসানো হবে।
নসরুল হামিদ দাবি করেন গত বছরের চেয়ে এবার বিদ্যুতের অবস্থা অনেক ভালো ছিলো। বছর শেষে বিদ্যুৎ-গ্যাস সরবরাহের চিত্র আরো ভাল হবে বলেও জানান তিনি।
/এন-এইচ/