প্রকাশ : ১০ জুন ২০১৯, ০৮:৩৭ এএমআপডেট : ১০ জুন ২০১৯, ০৮:০৯ পিএম
জাতীয় সংসদ ভবন
কাল বসছে একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। আর ১৩ জুন প্রথমবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সবাই মনে করছেন, এবারের বাজেট অধিবেশন হবে জমজমাট। কারণ অনেক দিন পর এই অধিবেশনে আওয়ামী লীগ, জাতীয় পার্টির পাশাপাশি বিএনপির সংসদ সদস্যরাও আলোচনায় অংশ নেবেন।
পাঁচ মেয়াদে ২১ তম বাজেট দিতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। ১৩ জুন বাজেট পেশ করা হলে আলোচনার সময় পাওয়া যাচ্ছে কম। কারণ ৩০ জুনের মধ্যেই পাশ করতে হবে আগামি অর্থবছরের বাজেট। সংসদের চিফ হুইপ বললেন, সব সংসদ সদস্য যাতে আলোচনার সুযোগ পান সেজন্য সরকারি ছুটির দিনেও অধিবেশন চলবে।
সংখ্যায় কম থাকলেও এবার বাজেট আলোচনায় অংশ নিচ্ছেন বিএনপির এমপিরা। অন্যদিকে বিরোধ দল জাতীয় পার্টিতো আছেই। ফলে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে জমজমাট বাকযুদ্ধ হওয়ার সম্ভাবনা দেখছেন অনেকে।
স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকারের প্রথম বাজেট উপস্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ। ১৯৭২-৭৩ অর্থবছরে বাজেটের আকার ছিল ৭৮৬ কোটি টাকা। আর এবার বাজেটের আকার হচ্ছে পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে তিন লাখ ৭২ হাজার কোটি টাকার।
আমেরিকার উচ্চ শুল্ক আরোপ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কথা জানানো হয়েছে সফররত মার্কিন প্রতিনিধিকে। একই সাথে দুই দেশের বাণিজ্য ঘাটতি মেটানোর ওপরও জোর দিয়েছে ঢাকা। আমেরিকার দুই উপসহকারী পররাষ্ট্র মন্ত্রীর...
পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য ও ব্যবসার সম্ভাবনা খুঁজে বের করার লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
‘মঙ্গল শোভাযাত্রার’ নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ রাখায় ইউনেস্কোর স্বীকৃতি ধরে রাখতে নতুন করে আবেদন ও অনুমোদনের প্রয়োজন হবে বলে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর...
একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া, বাংলাদেশের টাকা ফেরত নেওয়া ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক...
নির্বাচন ও সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতভেদকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে চাপ তৈরি হবে বলে মনে করছেন তারা। বলছেন, যত বিভেদই থাকুক, নির্বাচনের জন্য...
ঐকমত্য কমিশন থেকে সংস্কার বিষয়ে সংক্ষিপ্ত খসড়া পাঠিয়ে বিভ্রান্ত সৃষ্টি করা হয়েছে, মূল প্রস্তাবনার সঙ্গে যার অনেক পার্থক্য রয়েছে বলে অভিযোগ বিএনপির। নেতারা জানিয়েছেন, বিএনপি সংস্কারের বিপক্ষে নয়।...
সংসদে বাজেট অধিবেশন বসছে কাল
পাঁচ মেয়াদে ২১ তম বাজেট দিতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। ১৩ জুন বাজেট পেশ করা হলে আলোচনার সময় পাওয়া যাচ্ছে কম। কারণ ৩০ জুনের মধ্যেই পাশ করতে হবে আগামি অর্থবছরের বাজেট। সংসদের চিফ হুইপ বললেন, সব সংসদ সদস্য যাতে আলোচনার সুযোগ পান সেজন্য সরকারি ছুটির দিনেও অধিবেশন চলবে।
সংখ্যায় কম থাকলেও এবার বাজেট আলোচনায় অংশ নিচ্ছেন বিএনপির এমপিরা। অন্যদিকে বিরোধ দল জাতীয় পার্টিতো আছেই। ফলে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে জমজমাট বাকযুদ্ধ হওয়ার সম্ভাবনা দেখছেন অনেকে।
স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকারের প্রথম বাজেট উপস্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ। ১৯৭২-৭৩ অর্থবছরে বাজেটের আকার ছিল ৭৮৬ কোটি টাকা। আর এবার বাজেটের আকার হচ্ছে পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে তিন লাখ ৭২ হাজার কোটি টাকার।
/এন-এইচ/