সেকশন

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

নুসরাত হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছে ট্রাইব্যুনাল

আপডেট : ১১ জুন ২০১৯, ০৮:৪১ এএম
ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় পিবিআইয়ের অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। এজাহারের বাইরে থাকা ৫ জনকে দেয়া হয়েছে অব্যাহতি। এ মামলায় ২০ জুন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হবে। এদিকে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিগগিরই গ্রেপ্তার হবেন সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন।

নুসরাত হত্যা মামলার চার্জশিটভুক্ত ১৬ আসামিসহ ২১জনকে দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে হাজির করা হয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইয়ের সুপারিশ অনুযায়ী, এজহারের বাইরে থাকা ৫ জনকে অব্যাহতি দেন বিচারক মো. মামুনুর রশিদ। আর গ্রেপ্তার হওয়া বাকী ১৬ আসামির বিষয়ে সিদ্ধান্ত হবে ২০ জুন মামলার চার্জ গঠনের দিন।

এদিকে সচিবালয়ে সড়কমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নুসরাত হত্যার বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার। দাবি করেন, ওসি মোয়াজ্জেমকে গ্রেপ্তারে চেষ্টার কোনো ক্রুটি হচ্ছে না।

মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলায় গত ৪ এপ্রিল, সোনাগাজীর ইসলামিয়া মাদ্রাসার ছাদে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এরপর, ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুসরাত।

/এন-এইচ/
আমেরিকার উচ্চ শুল্ক আরোপ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কথা জানানো হয়েছে সফররত মার্কিন প্রতিনিধিকে। একই সাথে দুই দেশের বাণিজ্য ঘাটতি মেটানোর ওপরও জোর দিয়েছে ঢাকা। আমেরিকার দুই উপসহকারী পররাষ্ট্র মন্ত্রীর...
পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য ও ব্যবসার সম্ভাবনা খুঁজে বের করার লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
‘মঙ্গল শোভাযাত্রার’ নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ রাখায় ইউনেস্কোর স্বীকৃতি ধরে রাখতে নতুন করে আবেদন ও অনুমোদনের প্রয়োজন হবে বলে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর...
একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া, বাংলাদেশের টাকা ফেরত নেওয়া ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক...
তিন বছর আগে রাজধানীর ফার্মগেট এলাকায় ঘটে যাওয়া বহুচর্চিত ‘টিপ–কাণ্ড’ নতুন মোড় নিয়েছে। এবার সেই ঘটনার জেরে ড. লতা সমাদ্দার ছাড়াও শোবিজ অঙ্গনের ১৬ জন তারকাসহ ১৮ জনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.