প্রকাশ : ১০ জুন ২০১৯, ০৭:৫৪ পিএমআপডেট : ১০ জুন ২০১৯, ০৭:৫৬ পিএম
দুদক পরিচালক খন্দকার এনামুল বাছির
ডিআইজি মিজানের সঙ্গে ঘুষ লেনদেনের ঘটনায় দুদক পরিচালক খন্দকার এনামুল বাছিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিকেলে দুদক চেয়ারম্যান জানান, বাছিরকে ডিআইজি মিজানের দুর্নীতি অনুসন্ধান কমিটি থেকে সরিয়ে দিয়ে দায়িত্ব দেয়া হয়েছে আরেকজনেক। এছাড়া ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখতে আলাদা কমিটিও করা হচ্ছে।
ডিআইজি মিজানের অবৈধ সম্পদের অনুসন্ধান কমিটির দায়িত্বে ছিলেন দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছির।
সংবাদমাধ্যমে অভিযোগ পাওয়া যায়, দুদকের ঐ কর্মকর্তা ডিআইজি মিজানের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন। এরপরই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দুদক। তাদের রিপোর্টের ভিত্তিতেই এনামুল বাছিরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলো।
চেয়ারম্যান বলেন, ঘুষ দেয়া-নেয়া দুইই অপরাধ। তাই ডিআইজি মিজানের বিরুদ্ধে আরেকটি অনুসন্ধান শুরু হবে।
গত বছর ডিআইজি মিজানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। আয়-ব্যয়ে গড়মিল পেয়ে সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয় সংস্থাটি।
আমেরিকার উচ্চ শুল্ক আরোপ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কথা জানানো হয়েছে সফররত মার্কিন প্রতিনিধিকে। একই সাথে দুই দেশের বাণিজ্য ঘাটতি মেটানোর ওপরও জোর দিয়েছে ঢাকা। আমেরিকার দুই উপসহকারী পররাষ্ট্র মন্ত্রীর...
পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য ও ব্যবসার সম্ভাবনা খুঁজে বের করার লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
‘মঙ্গল শোভাযাত্রার’ নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ রাখায় ইউনেস্কোর স্বীকৃতি ধরে রাখতে নতুন করে আবেদন ও অনুমোদনের প্রয়োজন হবে বলে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর...
একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া, বাংলাদেশের টাকা ফেরত নেওয়া ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আজ শুক্রবারও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টি আগামী ৩ থেকে ৪ দিন পর্যন্ত থাকতে পারে।
৯৫ বছর আগে ব্রিটিশ সাম্রাজ্য থেকে ৪ দিন চট্টগ্রামকে স্বাধীন রেখেছিল বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীদের একটি দল।
আরও ভিডিও দেখতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেলের লিংকটি ক্লিক...
তিন বছর আগে রাজধানীর ফার্মগেট এলাকায় ঘটে যাওয়া বহুচর্চিত ‘টিপ–কাণ্ড’ নতুন মোড় নিয়েছে। এবার সেই ঘটনার জেরে ড. লতা সমাদ্দার ছাড়াও শোবিজ অঙ্গনের ১৬ জন তারকাসহ ১৮ জনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন...
দুদক পরিচালক এনামুল বাছির সাময়িক বরখাস্ত
ডিআইজি মিজানের অবৈধ সম্পদের অনুসন্ধান কমিটির দায়িত্বে ছিলেন দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছির।
সংবাদমাধ্যমে অভিযোগ পাওয়া যায়, দুদকের ঐ কর্মকর্তা ডিআইজি মিজানের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন। এরপরই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দুদক। তাদের রিপোর্টের ভিত্তিতেই এনামুল বাছিরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলো।
চেয়ারম্যান বলেন, ঘুষ দেয়া-নেয়া দুইই অপরাধ। তাই ডিআইজি মিজানের বিরুদ্ধে আরেকটি অনুসন্ধান শুরু হবে।
গত বছর ডিআইজি মিজানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। আয়-ব্যয়ে গড়মিল পেয়ে সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয় সংস্থাটি।
/এমবি/