ঐক্যফ্রন্ট জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি: কাদের সিদ্দিকী
প্রকাশ : ১১ জুন ২০১৯, ১২:১৪ এএমআপডেট : ১১ জুন ২০১৯, ০৮:১১ এএম
বঙ্গবীর কাদের সিদ্দিকী
ঐক্যফ্রন্ট জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি দাবি করে জোটের দলগুলোর ঐক্য দৃঢ় করার তাগিদ দিয়েছেন ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য বঙ্গবীর কাদের সিদ্দিকী।
উত্তরায় আ স ম আব্দুর রবের বাসায় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে কাদের সিদ্দিকী জানান, ফ্রন্টে অসঙ্গতির বিষয়ে তিনি আগের অবস্থানেই আছেন। তবে, ঐক্যফ্রন্টের সোমবারের বৈঠকে ডক্টর কামাল হোসেন উপস্থিত না থাকায় পরবর্তী বৈঠক পর্যন্ত তিনি অভিযোগের জবাব পাওয়ার অপেক্ষা করবেন।
অন্যদিকে, আ স ম আব্দুর রব জানান, ভোটাধিকার আদায় ও খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত ঐক্যফ্রন্ট আন্দোলন চালিয়ে যাবে। বৈঠকে বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া আহ্বান, বকেয়া অর্থ ফেরত ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক...
রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ উভয় সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সংকট সমাধানে আরাকান আর্মিই এখন বড় সমস্যা বলেও মন্তব্য করেন তিনি।
আমেরিকার উচ্চ শুল্ক আরোপ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কথা জানানো হয়েছে সফররত মার্কিন প্রতিনিধিকে। একই সাথে দুই দেশের বাণিজ্য ঘাটতি মেটানোর ওপরও জোর দিয়েছে ঢাকা। আমেরিকার দুই উপসহকারী পররাষ্ট্র মন্ত্রীর...
একদিক থেকে দেখলে, ভারতের কারণে কদিন আগে ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফিতে যে ঝামেলায় পড়েছিল টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের কারণে ঠিক একই ঝামেলায় পড়তে যাচ্ছে...
ফ্রাঙ্কফুর্টে গতকাল ইউরোপা লিগের ম্যাচটা শেষ হতেই তাই যেন বুক ভরে অক্সিজেন নেওয়ার সুযোগ হলো পস্তেকগলুর। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ ড্রয়ের পর ফ্রাঙ্কফুর্টে গিয়ে গতকাল যে ৪৩...
রাজনৈতিক দলগুলোর নানা মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়, এক আলোচনায়। নতুন বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক বিকাশ ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন বক্তারা।
চট্টগ্রামের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় মা ও ছয় মাস বয়সী শিশুসহ একটি ব্যাটারিচালিত রিকশা নালায় পড়ে গেছে। শুক্রবার রাত ৮টার দিকে কাপাসগোলার নবাব হোটেলের পাশের নালায় এ দুর্ঘটনা হয়। এ ঘটনায় মাকে...
ঐক্যফ্রন্ট জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি: কাদের সিদ্দিকী
উত্তরায় আ স ম আব্দুর রবের বাসায় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে কাদের সিদ্দিকী জানান, ফ্রন্টে অসঙ্গতির বিষয়ে তিনি আগের অবস্থানেই আছেন। তবে, ঐক্যফ্রন্টের সোমবারের বৈঠকে ডক্টর কামাল হোসেন উপস্থিত না থাকায় পরবর্তী বৈঠক পর্যন্ত তিনি অভিযোগের জবাব পাওয়ার অপেক্ষা করবেন।
অন্যদিকে, আ স ম আব্দুর রব জানান, ভোটাধিকার আদায় ও খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত ঐক্যফ্রন্ট আন্দোলন চালিয়ে যাবে। বৈঠকে বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
//এম-এম//