প্রকাশ : ১১ জুন ২০১৯, ০৭:৪৯ পিএমআপডেট : ১২ জুন ২০১৯, ১২:১৫ এএম
সংসদের বাজেট অধিবেশন
আওয়ামী লীগ-বিএনপিসহ প্রধান সব দলের অংশগ্রহণে একাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। অধিবেশন চলবে ১১ জুলাই পর্যন্ত। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে অধিবেশন শুরুর পরই তোলা হয় শোক প্রস্তাব।
এরপর প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী দিপু মনি জানান, এবার সর্বোচ্চ সংখ্যক যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে। আরেক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, এখন মাধ্যমিক স্তরে ঝরে পড়ার হার ৩৭ দশমিক ছয়-দুই। প্রাথমিক স্তরে এ হার ১৮ দশমিক ৬।
অধিবেশন শুরুর আগে এর মেয়াদ ঠিক করতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠক করে কার্য-উপদেষ্টা কমিটি। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাও এতে উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, ২২ ও ২৯ জুন সাপ্তাহিক বন্ধের দিনও সংসদের বৈঠক বসবে।
১৬ জুন সংসদে ২০১৮-১৯ বছরের সম্পূরক বাজেট নিয়ে আলোচনা হবে। ১৭ জুন পাস হবে সম্পূরক বাজেট। ১৮ জুন শুরু হবে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা। /এম-আই/
রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার করা হয়েছে। আগামী রোববার এ বিষয়ে পুনরায় শুনানির জন্য দিন ধার্য করেছেন আপিল...
রাখাইনে মানবিক সহায়তার ক্ষেত্রে মানবিক করিডর স্থাপনের জন্য আগে মিয়ানমার ও বাংলাদেশ সরকারকে একমত হতে হবে বলে জানিয়েছে জাতিসংঘের ঢাকা কার্যালয়। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
গণপিটুনিতে নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকেও বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের হামলায় জড়িত...
চলতি মাসের ২৯ দিনে বৈধপথে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার। গতবছরের একই সময়ের চেয়ে ৩৬ দশমিক ৬ ভাগ বেশি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ও জম্মু-কাশ্মীর সীমান্তে বিনা উসকানিতে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে ভারত। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে হটলাইনে আলাপের সময় ভারতের পক্ষ...
সব দলের অংশগ্রহণে প্রাণবন্ত সংসদের বাজেট অধিবেশন
এরপর প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী দিপু মনি জানান, এবার সর্বোচ্চ সংখ্যক যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে। আরেক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, এখন মাধ্যমিক স্তরে ঝরে পড়ার হার ৩৭ দশমিক ছয়-দুই। প্রাথমিক স্তরে এ হার ১৮ দশমিক ৬।
অধিবেশন শুরুর আগে এর মেয়াদ ঠিক করতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠক করে কার্য-উপদেষ্টা কমিটি। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাও এতে উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, ২২ ও ২৯ জুন সাপ্তাহিক বন্ধের দিনও সংসদের বৈঠক বসবে।
১৬ জুন সংসদে ২০১৮-১৯ বছরের সম্পূরক বাজেট নিয়ে আলোচনা হবে। ১৭ জুন পাস হবে সম্পূরক বাজেট। ১৮ জুন শুরু হবে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা।
/এম-আই/