প্রকাশ : ১১ জুন ২০১৯, ০৬:৩৬ পিএমআপডেট : ১১ জুন ২০১৯, ০৭:৩২ পিএম
সাবেক এমপি কাদের
গাইবান্ধার সুন্দরগঞ্জে এমপি লিটন হত্যার অস্ত্র মামলায় জাতীয় পার্টির সাবেক এমপি আব্দুল কাদের খানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া আরেকটি ধারায় তাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন গাইবান্ধা জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। পরদিনই সুন্দরগঞ্জ থানায় অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন স্বজনেরা।
খুনের নির্দেশদাতা হিসেবে ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি বগুড়া থেকে গ্রেপ্তার হন সুন্দরগঞ্জে জাতীয় পার্টির সংসদ সদস্য কাদের খান। তার দেয়া তথ্যে, সুন্দরগঞ্জের ছাপরহাটি গ্রামের বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এর প্রেক্ষিতে ২৩ ফেব্রুয়ারী সুন্দরগঞ্জ থানার তৎকালীন পরিদর্শক আবু হায়দার মো. আশরাফুজ্জামান তাকে আসামী করে অস্ত্র আইনে আরেকটি মামলা করেন। এই মামলায় কাদেরকে যাবজ্জীবন ও অবৈধ গোলাবারুদ মজুত রাখায় ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
এমপি লিটন হত্যা মামলার আসামীদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন তার স্ত্রী খুরশিদ জাহান স্মৃতি। অস্ত্র আইনে যাবজ্জীবনই সর্বোচ্চ শাস্তি জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, হত্যা মামলার রায়ে সব আসামির ফাঁসির ব্যাপারে আশাবাদি তিনি।
এদিকে রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আবেদনের সিদ্ধান্ত নিয়েছে আসামিপক্ষ।
এমপি লিটন হত্যায় আট জনকে আসামি করা হলেও অস্ত্র মামলায় একমাত্র আসামি কাদের খান। হত্যা মামলাটি এখনো আদালতে বিচারাধীন।
একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া আহ্বান, বকেয়া অর্থ ফেরত ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক...
রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ উভয় সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সংকট সমাধানে আরাকান আর্মিই এখন বড় সমস্যা বলেও মন্তব্য করেন তিনি।
আমেরিকার উচ্চ শুল্ক আরোপ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কথা জানানো হয়েছে সফররত মার্কিন প্রতিনিধিকে। একই সাথে দুই দেশের বাণিজ্য ঘাটতি মেটানোর ওপরও জোর দিয়েছে ঢাকা। আমেরিকার দুই উপসহকারী পররাষ্ট্র মন্ত্রীর...
একদিক থেকে দেখলে, ভারতের কারণে কদিন আগে ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফিতে যে ঝামেলায় পড়েছিল টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের কারণে ঠিক একই ঝামেলায় পড়তে যাচ্ছে...
ফ্রাঙ্কফুর্টে গতকাল ইউরোপা লিগের ম্যাচটা শেষ হতেই তাই যেন বুক ভরে অক্সিজেন নেওয়ার সুযোগ হলো পস্তেকগলুর। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ ড্রয়ের পর ফ্রাঙ্কফুর্টে গিয়ে গতকাল যে ৪৩...
রাজনৈতিক দলগুলোর নানা মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়, এক আলোচনায়। নতুন বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক বিকাশ ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন বক্তারা।
চট্টগ্রামের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় মা ও ছয় মাস বয়সী শিশুসহ একটি ব্যাটারিচালিত রিকশা নালায় পড়ে গেছে। শুক্রবার রাত ৮টার দিকে কাপাসগোলার নবাব হোটেলের পাশের নালায় এ দুর্ঘটনা হয়। এ ঘটনায় মাকে...
এমপি লিটন হত্যা: অস্ত্র মামলায় সাবেক এমপি কাদেরের যাবজ্জীবন
২০১৬ সালের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। পরদিনই সুন্দরগঞ্জ থানায় অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন স্বজনেরা।
খুনের নির্দেশদাতা হিসেবে ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি বগুড়া থেকে গ্রেপ্তার হন সুন্দরগঞ্জে জাতীয় পার্টির সংসদ সদস্য কাদের খান। তার দেয়া তথ্যে, সুন্দরগঞ্জের ছাপরহাটি গ্রামের বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এর প্রেক্ষিতে ২৩ ফেব্রুয়ারী সুন্দরগঞ্জ থানার তৎকালীন পরিদর্শক আবু হায়দার মো. আশরাফুজ্জামান তাকে আসামী করে অস্ত্র আইনে আরেকটি মামলা করেন। এই মামলায় কাদেরকে যাবজ্জীবন ও অবৈধ গোলাবারুদ মজুত রাখায় ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
এমপি লিটন হত্যা মামলার আসামীদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন তার স্ত্রী খুরশিদ জাহান স্মৃতি। অস্ত্র আইনে যাবজ্জীবনই সর্বোচ্চ শাস্তি জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, হত্যা মামলার রায়ে সব আসামির ফাঁসির ব্যাপারে আশাবাদি তিনি।
এদিকে রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আবেদনের সিদ্ধান্ত নিয়েছে আসামিপক্ষ।
এমপি লিটন হত্যায় আট জনকে আসামি করা হলেও অস্ত্র মামলায় একমাত্র আসামি কাদের খান। হত্যা মামলাটি এখনো আদালতে বিচারাধীন।
/এমবি/