হজ ফ্লাইটে যাত্রীসীমা ৩০০ জন, সৌদির নির্দেশনায় বিপাকে বিমান
প্রকাশ : ১৩ জুন ২০১৯, ০৭:২০ এএমআপডেট : ১৩ জুন ২০১৯, ০৯:৪৯ এএম
হজ ফ্লাইটে যাত্রীসীমা
হজ ফ্লাইটে তিনশর বেশি যাত্রী পরিবহন করা যাবে না সৌদি সরকারের এমন নির্দেশনার কারণে বিপাকে পড়তে পারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান কর্তৃপক্ষ বলছে, এ নির্দেশনা কার্যকর হলে প্রতি ফ্লাইটে অন্তত একশ আসন খালি যাবে তাদের। জটিলতা সমাধানে সৌদি সরকারের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ হতে পারে ১০ আগস্ট। এবার হজে যেতে নিবন্ধন করেছেন এক লাখ ২৭ হাজার ১৯৮ বাংলাদেশি। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী মোট যাত্রীর অর্ধেক অর্থাৎ ৬৩ হাজার পাঁচশ ৯৯ যাত্রী বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
হজ যাত্রী পরিবহনে বরাবরের মতোই বিমান ব্যবহার করছে নিজস্ব বহরের বোয়িং ট্রিপল সেভেন উড়োজাহাজ। এর প্রতিটির আসন সংখ্যা ৪১৯। তবে সৌদি সরকারের নতুন নিয়মে ডেডিকেটেড ফ্লাইটে সর্বোচ্চ তিনটি হোটেলের যাত্রী পরিবহন করা যাবে। এতে প্রতি ফ্লাইটে ৩০০-এর বেশি যাত্রী পরিবহন করা যাবে না।
তবে ক্যাপাসিটি লস ঠেকাতে সৌদি সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী।
এ বছর হজ ফ্লাইট শুরু হচ্ছে ৪ জুলাই। যাত্রী পরিবহনে ১৫৭টি নির্ধারিত ও ৩২টি নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে বিমান। এর মধ্যে, চট্টগ্রাম থেকে ১৭টি ও সিলেট থেকে ৩টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে।
একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া আহ্বান, বকেয়া অর্থ ফেরত ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক...
রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ উভয় সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সংকট সমাধানে আরাকান আর্মিই এখন বড় সমস্যা বলেও মন্তব্য করেন তিনি।
আমেরিকার উচ্চ শুল্ক আরোপ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কথা জানানো হয়েছে সফররত মার্কিন প্রতিনিধিকে। একই সাথে দুই দেশের বাণিজ্য ঘাটতি মেটানোর ওপরও জোর দিয়েছে ঢাকা। আমেরিকার দুই উপসহকারী পররাষ্ট্র মন্ত্রীর...
একদিক থেকে দেখলে, ভারতের কারণে কদিন আগে ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফিতে যে ঝামেলায় পড়েছিল টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের কারণে ঠিক একই ঝামেলায় পড়তে যাচ্ছে...
ফ্রাঙ্কফুর্টে গতকাল ইউরোপা লিগের ম্যাচটা শেষ হতেই তাই যেন বুক ভরে অক্সিজেন নেওয়ার সুযোগ হলো পস্তেকগলুর। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ ড্রয়ের পর ফ্রাঙ্কফুর্টে গিয়ে গতকাল যে ৪৩...
রাজনৈতিক দলগুলোর নানা মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়, এক আলোচনায়। নতুন বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক বিকাশ ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন বক্তারা।
চট্টগ্রামের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় মা ও ছয় মাস বয়সী শিশুসহ একটি ব্যাটারিচালিত রিকশা নালায় পড়ে গেছে। শুক্রবার রাত ৮টার দিকে কাপাসগোলার নবাব হোটেলের পাশের নালায় এ দুর্ঘটনা হয়। এ ঘটনায় মাকে...
হজ ফ্লাইটে যাত্রীসীমা ৩০০ জন, সৌদির নির্দেশনায় বিপাকে বিমান
চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ হতে পারে ১০ আগস্ট। এবার হজে যেতে নিবন্ধন করেছেন এক লাখ ২৭ হাজার ১৯৮ বাংলাদেশি। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী মোট যাত্রীর অর্ধেক অর্থাৎ ৬৩ হাজার পাঁচশ ৯৯ যাত্রী বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
হজ যাত্রী পরিবহনে বরাবরের মতোই বিমান ব্যবহার করছে নিজস্ব বহরের বোয়িং ট্রিপল সেভেন উড়োজাহাজ। এর প্রতিটির আসন সংখ্যা ৪১৯। তবে সৌদি সরকারের নতুন নিয়মে ডেডিকেটেড ফ্লাইটে সর্বোচ্চ তিনটি হোটেলের যাত্রী পরিবহন করা যাবে। এতে প্রতি ফ্লাইটে ৩০০-এর বেশি যাত্রী পরিবহন করা যাবে না।
তবে ক্যাপাসিটি লস ঠেকাতে সৌদি সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী।
এ বছর হজ ফ্লাইট শুরু হচ্ছে ৪ জুলাই। যাত্রী পরিবহনে ১৫৭টি নির্ধারিত ও ৩২টি নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে বিমান। এর মধ্যে, চট্টগ্রাম থেকে ১৭টি ও সিলেট থেকে ৩টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে।
/এম-আই/