প্রকাশ : ০৫ আগস্ট ২০২০, ১২:০৭ পিএমআপডেট : ০৫ আগস্ট ২০২০, ১২:১৬ পিএম
বড় ধাক্কা পড়তে যাচ্ছে দেশের জনশক্তি খাতে
করোনার সংক্রমণ ও বিশ্বজুরে তেলের দাম কমে যাওয়ায় বিদেশি কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। আর এতে বড় ধাক্কা পড়তে যাচ্ছে দেশের জনশক্তি খাতে। অনিশ্চয়তায় ছুটিতে দেশে আসা ২ লাখ প্রবাসী। রেমিটেন্সের ধারা অব্যাহত রাখতে জনশক্তির বিকল্প বাজার খোঁজার পরামর্শ বিশেষজ্ঞদের।
করোনা সংক্রমণ শুরুর পর ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ফিরেছেন প্রায় ২ লাখ প্রবাসী। মার্চের পর বিশেষ ফ্লাইটে ফিরেছেন আরো প্রায় ২৩ হাজার। এর মধ্যে সৌদি আরব থেকে ফিরেছেন ৪১ হাজার, সংযুক্ত আরব আমিরাত থেকে ৩৮ হাজার ও মালয়েশিয়া থেকে ১৯ হাজার।
করোনা সংক্রমণ ও তেলের দাম কমে যাওয়ায় মন্দা চলছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এ অবস্থায় আর্থিক সংকোচন নীতি গ্রহণ করেছে দেশগুলো। এর অংশ হিসেবে বিদেশি শ্রমিক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব, আরব আমিরাত, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। ক্রমান্বয়ে বিদেশি কর্মী প্রায় ৭০ ভাগ কমাতে কাজ করছে দেশগুলোর সরকার। যা বাস্তবায়ন হলে চাকরি হারাতে পারেন প্রায় ৫ লাখ বাংলাদেশি।
প্রবাসীকর্মীদের স্বার্থ রক্ষায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে কুটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বিদেশি কর্মী কমানোর এ সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় বলে মত তার।
বাংলাদেশের জনশক্তি রপ্তানির বড় বাজার মধ্যপ্রাচ্য। বিভিন্ন দেশে কাজ করছেন প্রায় ৫০ লাখ প্রবাসী বাংলাদেশি।
ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫-এ যোগ দিতে দুবাই পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান বলে জানিয়েছেন...
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের আলোকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞো। সেই সঙ্গে গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে...
সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসন। আজ বুধবার সেনা সদরে সেনাপ্রধানের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।
করোনা ও তেলের দামের প্রভাব জনশক্তি বাজারে
করোনা সংক্রমণ শুরুর পর ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ফিরেছেন প্রায় ২ লাখ প্রবাসী। মার্চের পর বিশেষ ফ্লাইটে ফিরেছেন আরো প্রায় ২৩ হাজার। এর মধ্যে সৌদি আরব থেকে ফিরেছেন ৪১ হাজার, সংযুক্ত আরব আমিরাত থেকে ৩৮ হাজার ও মালয়েশিয়া থেকে ১৯ হাজার।
করোনা সংক্রমণ ও তেলের দাম কমে যাওয়ায় মন্দা চলছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এ অবস্থায় আর্থিক সংকোচন নীতি গ্রহণ করেছে দেশগুলো। এর অংশ হিসেবে বিদেশি শ্রমিক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব, আরব আমিরাত, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। ক্রমান্বয়ে বিদেশি কর্মী প্রায় ৭০ ভাগ কমাতে কাজ করছে দেশগুলোর সরকার। যা বাস্তবায়ন হলে চাকরি হারাতে পারেন প্রায় ৫ লাখ বাংলাদেশি।
প্রবাসীকর্মীদের স্বার্থ রক্ষায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে কুটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বিদেশি কর্মী কমানোর এ সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় বলে মত তার।
বাংলাদেশের জনশক্তি রপ্তানির বড় বাজার মধ্যপ্রাচ্য। বিভিন্ন দেশে কাজ করছেন প্রায় ৫০ লাখ প্রবাসী বাংলাদেশি।
/এইচ.এ/