প্রকাশ : ০৫ আগস্ট ২০২০, ০১:৪৮ পিএমআপডেট : ০৫ আগস্ট ২০২০, ০৩:৩৭ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেখ কামাল আজ বেঁচে থাকলে সমাজ ও দেশকে অনেক কিছু দিতে পারতেন। কিন্তু ১৫ই আগস্টের খুনিরা সে সুযোগ দেয়নি। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেই ১৫ই আগস্টের খুনীদের বিচার হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ কামালের জন্মদিন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী শেখ কামালের পরিমিতিবোধ ছিল অসাধারণ। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি তিনি রাজনীতিতেও ছিলেন সক্রিয়। ছয় দফা আন্দোলন থেকে রাজপথের স্বাধীনতা সংগ্রামের প্রতিটি আন্দোলনে তার দৃপ্ত পদচারণা ছিল বলে জানান প্রধানমন্ত্রী। পরে মুক্তিযুদ্ধেও সরাসরি অংশ নেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ ও মানুষের কল্যাণে সারা জীবন উৎসর্গ করায় শেখ কামালকে শৈশব থেকেই ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি মায়ের সাথে পরিবারের অনেক দায়িত্ব পালন করতে হয়েছে।
এর আগে শেখ কামালের বন্ধু ও সহযোদ্ধারা স্মৃতিচারণ করেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, তিনি দেশের ক্রীড়া ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে সব সময় কাজ করে গেছেন। ২৬ বছর বয়সে এত কিছু অর্জন করেছেন, যা অতুলনীয়। বঙ্গবন্ধুর ছেলে হিসেবে শেখ কামাল ক্ষমতার অপব্যবহার করেননি কখনো। তার মথায় সবসময় আবাহনী, স্পন্দনসহ দেশের ক্রিড়া ও সংস্কৃতি উন্নয়নের চিন্তা ছিল।
টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা বাংলাদেশে চালু করার ব্যাপারে আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ...
শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা দেশের ১৩টি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে অধ্যাদেশ জারি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত...
ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ৬৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার হয়েছেন ৫৬৬ জন।
বিলিয়নিয়ার ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বৃহস্পতিবার এ দুজনের মধ্যে বৈঠক হয়েছে। এ সময় মহাকাশ, প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আলোচনা করেন নরেন্দ্র মোদি ও...
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়েবাড়িতে গান শোনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বল্লমের আঘাতে ময়না নামে ১২ বছরের এক শিশু নিহত হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার পত্তন ইউনিয়নের...
টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই ফোনালাপ হয়। তবে কী নিয়ে...
শেখ কামাল বেঁচে থাকলে দেশকে অনেক কিছু দিতেন
প্রধানমন্ত্রী বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী শেখ কামালের পরিমিতিবোধ ছিল অসাধারণ। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি তিনি রাজনীতিতেও ছিলেন সক্রিয়। ছয় দফা আন্দোলন থেকে রাজপথের স্বাধীনতা সংগ্রামের প্রতিটি আন্দোলনে তার দৃপ্ত পদচারণা ছিল বলে জানান প্রধানমন্ত্রী। পরে মুক্তিযুদ্ধেও সরাসরি অংশ নেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ ও মানুষের কল্যাণে সারা জীবন উৎসর্গ করায় শেখ কামালকে শৈশব থেকেই ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি মায়ের সাথে পরিবারের অনেক দায়িত্ব পালন করতে হয়েছে।
এর আগে শেখ কামালের বন্ধু ও সহযোদ্ধারা স্মৃতিচারণ করেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, তিনি দেশের ক্রীড়া ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে সব সময় কাজ করে গেছেন। ২৬ বছর বয়সে এত কিছু অর্জন করেছেন, যা অতুলনীয়। বঙ্গবন্ধুর ছেলে হিসেবে শেখ কামাল ক্ষমতার অপব্যবহার করেননি কখনো। তার মথায় সবসময় আবাহনী, স্পন্দনসহ দেশের ক্রিড়া ও সংস্কৃতি উন্নয়নের চিন্তা ছিল।
/এইচ.এ/