'সিনহা হত্যার ঘটনায় একটি অশুভ চক্র অপপ্রচার চালাচ্ছে'
প্রকাশ : ০৯ আগস্ট ২০২০, ০৫:৩৯ পিএমআপডেট : ১০ আগস্ট ২০২০, ১০:১৪ এএম
ওবায়দুল কাদের
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় একটি অশুভ চক্র নানা অপপ্রচার চালাচ্ছে ও উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের উদ্দেশ্য সফল হবে না।
রোবাবার সকালে গোপালগঞ্জ সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি'র কর্মকর্তাদের সঙ্গে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে সরকার এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে। এ হত্যার সুষ্ঠু বিচার হবে। এ হত্যা নিয়ে যার ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে তাদের উদ্দেশ্য ব্যর্থ হবে।
মন্ত্রী বলেন, রাজনৈতিক পরিচয় কোনো অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না, ইতোমধ্যে সরকার তা প্রমাণ করেছে। যেকোনো অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। সরকার প্রতিটি হত্যাকাণ্ডের বিচারে সোচ্চার।
অপরাধী যে দলেরই হোক তাদের বিচারের আওতায় আনা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।
গত ৩১ জুলাই ঈদের আগের রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টে গুলিতে নিহত হন সাবেক মেজর সিনহা মো. রাশেদ খান (৩৬)। তার গাড়িতে থাকা তার সঙ্গী সিফাতের ভাষ্যমতে, সিনহাকে কোনোরূপ জিজ্ঞাসাবাদ ছাড়াই চেকপোষ্টে গাড়ি থেকে নামতে বলে গুলি ছুঁড়ে হত্যা করেন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই লিয়াকত আলী।
এ ঘটনায় ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বোন। ইতোমধ্যে সিনহা হত্যা মামলার আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীসহ ৭ জনকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ওসি প্রদীপ কুমার দাশসহ ৭ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
‘আয়নাঘর’ হিসেবে ব্যবহৃত হতো এমন তিনটি স্থান পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার দুপুরে আয়নাঘর পরিদর্শন শেষে ড. ইউনূস বলেন, ‘আইয়ামে জাহেলিয়াত...
অন্তর্বর্তী সরকার আইনি দলিল দিয়ে সমর্থিত ও বাংলাদেশের জনগণের ইচ্ছার দ্বারা গঠিত বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ...
আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাঁর সঙ্গে রয়েছেন দেশ-বিদেশের গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীদের পরিবার।
ক্রীড়া সাংবাদিক ও উপস্থাপিকা সানজানা গানেশানের (জাসপ্রীত বুমরার স্ত্রী) সঙ্গে আলাপকালে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে পন্টিং বলেছেন, ‘সত্যি কথা বলতে, আমার মনে হয়, ওরা (চ্যাম্পিয়নস...
অন্তার্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সম্পূর্ণ স্বাধীন, এখানে কখন কার রায় হবে তা নিয়ে বাইরে কারো মন্তব্য না করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আজ বুধবার সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো....
'সিনহা হত্যার ঘটনায় একটি অশুভ চক্র অপপ্রচার চালাচ্ছে'
রোবাবার সকালে গোপালগঞ্জ সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি'র কর্মকর্তাদের সঙ্গে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে সরকার এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে। এ হত্যার সুষ্ঠু বিচার হবে। এ হত্যা নিয়ে যার ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে তাদের উদ্দেশ্য ব্যর্থ হবে।
মন্ত্রী বলেন, রাজনৈতিক পরিচয় কোনো অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না, ইতোমধ্যে সরকার তা প্রমাণ করেছে। যেকোনো অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। সরকার প্রতিটি হত্যাকাণ্ডের বিচারে সোচ্চার।
অপরাধী যে দলেরই হোক তাদের বিচারের আওতায় আনা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।
গত ৩১ জুলাই ঈদের আগের রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টে গুলিতে নিহত হন সাবেক মেজর সিনহা মো. রাশেদ খান (৩৬)। তার গাড়িতে থাকা তার সঙ্গী সিফাতের ভাষ্যমতে, সিনহাকে কোনোরূপ জিজ্ঞাসাবাদ ছাড়াই চেকপোষ্টে গাড়ি থেকে নামতে বলে গুলি ছুঁড়ে হত্যা করেন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই লিয়াকত আলী।
এ ঘটনায় ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বোন। ইতোমধ্যে সিনহা হত্যা মামলার আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীসহ ৭ জনকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ওসি প্রদীপ কুমার দাশসহ ৭ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
/ইএ/