শিপ্রাকে ফেসবুকে কটুক্তি: দুই এসপির বিরুদ্ধে রিট খারিজ
প্রকাশ : ২০ আগস্ট ২০২০, ১২:১৭ পিএমআপডেট : ২০ আগস্ট ২০২০, ০৫:০৫ পিএম
শিপ্রা
শিপ্রাকে নিয়ে ফেসবুকে কটুক্তিকারী দুই পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার সকালে এ সংক্রান্ত রিটের শুনানি শেষে, বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ এ আদেশ দেন।
শুনানিতে রিটকারী আইনজীবী মনোজ কুমার ভৌমিককে আদালত বলেছে, জনস্বার্থে মামলা করতে ব্যক্তি হিসেবে তিনি সংক্ষুব্ধ নন। বরং শিপ্রা রিট করতে পারতেন। আদালত আইনজীবীকে কক্সবাজার আদালত বা সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ আছে বলে পরামর্শ দেন।
গত ১৬ আগস্ট হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক। ফেসবুকে শিপ্রার ছবি পোস্টের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত এবং দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে তিনি এ আবেদন করেন।
বুধবার রিটের শুনানিতে আদালত পুলিশ বা বিচারক- কেউই আইনের ঊর্ধ্বে নয় বলে মন্তব্য করেন।
গত বছরের আগস্টে ক্ষমতার পালাবদলের পর সংখ্যালঘুদের ওপর যে হামলা কয়েছে তা সাম্প্রদায়িক ছিল না বলে সফররত মার্কিন সিনেটর গ্যারি পিটার্সকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীর...
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শুরু হচ্ছে বৃহস্পতিবার। প্রথমদিন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে আলোচনা করবে কমিশন। মঙ্গলবার কমিশনের দায়িত্বপ্রাপ্ত...
দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্টদের ৩১টি ব্যাংক হিসাবে থাকা ৩৯৪ কোটি ৬০ লাখ ৭২...
ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৪ স্তরের নিরাপত্তাসহ সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিআইডব্লিউটিসি। দুর্ভোগ কমাতে প্রস্তুত রাখা হয়েছে ৩টি ঘাট, ১৭টি ফেরি ও...
আজ থেকে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ মাঠে গড়াচ্ছে। আন্তর্জাতিক ম্যাচের এই উইন্ডোর জন্য ইউরোপের বিভিন্ন দেশের প্রথম সারির ক্লাব ফুটবল ২৮ মার্চ পর্যন্ত বিরতিতে থাকবে। তবে সেই বিরতির মাঝেই...
রমজান মাসে রোজা রাখার কারণে দীর্ঘসময় পানি পান করা হয় না। এতে শরীরে পানিশূন্যতা বা ডিহাইড্রেশন দেখা দিতে পারে। তাই রোজায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখা। পুরো মাসের...
শিপ্রাকে ফেসবুকে কটুক্তি: দুই এসপির বিরুদ্ধে রিট খারিজ
শুনানিতে রিটকারী আইনজীবী মনোজ কুমার ভৌমিককে আদালত বলেছে, জনস্বার্থে মামলা করতে ব্যক্তি হিসেবে তিনি সংক্ষুব্ধ নন। বরং শিপ্রা রিট করতে পারতেন। আদালত আইনজীবীকে কক্সবাজার আদালত বা সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ আছে বলে পরামর্শ দেন।
গত ১৬ আগস্ট হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক। ফেসবুকে শিপ্রার ছবি পোস্টের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত এবং দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে তিনি এ আবেদন করেন।
বুধবার রিটের শুনানিতে আদালত পুলিশ বা বিচারক- কেউই আইনের ঊর্ধ্বে নয় বলে মন্তব্য করেন।
/এম-আই/