প্রকাশ : ২০ আগস্ট ২০২০, ০৮:২৪ পিএমআপডেট : ২০ আগস্ট ২০২০, ০৮:৩২ পিএম
ডেসটিনির এমডি রফিকুল আমিন
অর্থপাচার মামলায় ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে জামিন দেয়নি হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। একই সঙ্গে ৬ মাসের মধ্যে বিচারিক আদালতে মামলা দুটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আদালতে রফিকুল আমিনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু ও এম মঈনুল ইসলাম। দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক শুনানিতে ছিলেন।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, আত্মসাৎ করা ৪ হাজার ১১৯ কোটি টাকার মধ্যে ৯৬ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ আনা হয় দুই মামলায়। গত বছর ২৪ অগাস্ট এ দুই মামলায় বিচার শুরু হয়। এতে জামিন না পেয়ে হাইকোর্টে আপিল করেন রফিকুল আমিন। শুনানি শেষে তা খারিজ করে দেয় হাইকোর্ট। দুদকের নোটিশে সম্পদের হিসাব বিবরণী জমা না দেয়ার মামলায় রফিকুল আমীনকে ইতোমধ্যেই তিন বছরের কারাদণ্ড দিয়েছে বিচারিক আদালত।
রাজধানীর কলাবাগান থানায় ২০১২ সালে দুটি অর্থপাচার মামলা করে দুদক। তদন্ত শেষে ২০১৪ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়, ৩৪টি ব্যাংকে ডেসটিনির নামসর্বস্ব প্রজেক্টের নামে টাকা জমা করা হতো।
বিএনপির পর নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার সকালে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা।
ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ৬৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার হয়েছেন ৫৯১ জন।
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের আলোকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞো। সেই সঙ্গে গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে...
জামিন পাননি ডেসটিনির এমডি রফিকুল আমিন
আদালতে রফিকুল আমিনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু ও এম মঈনুল ইসলাম। দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক শুনানিতে ছিলেন।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, আত্মসাৎ করা ৪ হাজার ১১৯ কোটি টাকার মধ্যে ৯৬ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ আনা হয় দুই মামলায়। গত বছর ২৪ অগাস্ট এ দুই মামলায় বিচার শুরু হয়। এতে জামিন না পেয়ে হাইকোর্টে আপিল করেন রফিকুল আমিন। শুনানি শেষে তা খারিজ করে দেয় হাইকোর্ট। দুদকের নোটিশে সম্পদের হিসাব বিবরণী জমা না দেয়ার মামলায় রফিকুল আমীনকে ইতোমধ্যেই তিন বছরের কারাদণ্ড দিয়েছে বিচারিক আদালত।
রাজধানীর কলাবাগান থানায় ২০১২ সালে দুটি অর্থপাচার মামলা করে দুদক। তদন্ত শেষে ২০১৪ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়, ৩৪টি ব্যাংকে ডেসটিনির নামসর্বস্ব প্রজেক্টের নামে টাকা জমা করা হতো।