বঙ্গবন্ধু হত্যায় দলের ভেতরে-বাইরে ষড়যন্ত্র হয়: প্রধানমন্ত্রী
প্রকাশ : ২৩ আগস্ট ২০২০, ০১:১৬ পিএমআপডেট : ২৩ আগস্ট ২০২০, ০৫:৫৫ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বঙ্গবন্ধুকে হত্যার জন্য অনেক আগে থেকেই দলের ভেতরে ও বাইরে থেকে ষড়যন্ত্র চলছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধানমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, জিয়াউর রহমানের অবৈধ ক্ষমতা দখলের পর থেকে দেশে রক্তপাত ও হত্যার রাজনীতি শুরু হয়। আর, খালেদা জিয়া সে ধারা অব্যাহত রাখেন।
বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে, আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির আলোচনা সভা। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, স্বাধীনতার আদর্শ ও লক্ষ্যকে ধ্বংস করতেই স্বাধীনতাবিরোধীরা ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। মুক্তিযুদ্ধের পর দেশ গঠনে বঙ্গবন্ধুর পাশে কেউ দাঁড়ায়নি মন্তব্য করে তিনি বলেন, বঙ্গবন্ধুর জনপ্রিয়তা কমাতে অনেকে অপপ্রচারও চালায়।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনীরা নিজেরাই স্বীকার করেছে জিয়াউর রহমান তাদের সঙ্গে ছিলেন। পরে, সেই খুনীদের সাথে নিয়েই জিয়াউর রহমান ক্ষমতা দখল করে দেশে ও বিদেশে তাদের পুনর্বাসন করেন। একই সময় জিয়া বেছে বেছে মুক্তিযুদ্ধের পক্ষের সেনা অফিসারদের হত্যা করেন বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
২১শে আগস্ট গ্রেনেড হামলা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বিএনপি-জামাত জোট সরকারের মদদেই এই হামলা হয়। বিএনপিই দেশে হত্যার রাজনীতি শুরু করে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।
এর আগে অনুষ্ঠানে মুক্তির মহানায়ক শিরোনামে চিত্রকর্ম ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ দুপুরে চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। বাংলাদেশে চীনা বিনিয়োগ আকৃষ্ট করাই ঢাকার মূল লক্ষ্য। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ...
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
স্বাধীনতা দিবস উপলক্ষে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা এবং ঢাকা শহরে সহজে দৃশ্যমান ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভোয়েলসহ একটি প্রতিনিধিদল। মঙ্গলবার সেনাসদরে এই সাক্ষাৎ হয়।
ইংরেজিতে বলে উইচ, বাংলায় ডাইনি। আরও নানা ভাষাতেও নিশ্চিতভাবেই এই শব্দটির উপযুক্ত পারিভাষিক শব্দ আছে। থাকতেই হবে। কারণ সব ভাষাতেই এই শব্দটিকে ভয়ঙ্কর রূপ দেওয়ার বা ভীতি উৎপাদনকারী বানানোর উদ্দেশ্য...
ঢাকা-ভৈরব রেলপথে ‘নরসিংদী কমিউটার’ নামের নতুন ট্রেন চালু হয়েছে। আজ বুধবার সকালে কমলাপুরে এ ট্রেন দুইটির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবারের হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
মির্জা ফখরুল বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। এটার কোনো রোডম্যাপ ঘোষণা হয়নি। বিএনপি বারবার বলেছে, নির্বাচনী রোডম্যাপ দেওয়ার জন্য। না হলে দেশের সংকট...
বঙ্গবন্ধু হত্যায় দলের ভেতরে-বাইরে ষড়যন্ত্র হয়: প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে, আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির আলোচনা সভা। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, স্বাধীনতার আদর্শ ও লক্ষ্যকে ধ্বংস করতেই স্বাধীনতাবিরোধীরা ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। মুক্তিযুদ্ধের পর দেশ গঠনে বঙ্গবন্ধুর পাশে কেউ দাঁড়ায়নি মন্তব্য করে তিনি বলেন, বঙ্গবন্ধুর জনপ্রিয়তা কমাতে অনেকে অপপ্রচারও চালায়।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনীরা নিজেরাই স্বীকার করেছে জিয়াউর রহমান তাদের সঙ্গে ছিলেন। পরে, সেই খুনীদের সাথে নিয়েই জিয়াউর রহমান ক্ষমতা দখল করে দেশে ও বিদেশে তাদের পুনর্বাসন করেন। একই সময় জিয়া বেছে বেছে মুক্তিযুদ্ধের পক্ষের সেনা অফিসারদের হত্যা করেন বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
২১শে আগস্ট গ্রেনেড হামলা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বিএনপি-জামাত জোট সরকারের মদদেই এই হামলা হয়। বিএনপিই দেশে হত্যার রাজনীতি শুরু করে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।
এর আগে অনুষ্ঠানে মুক্তির মহানায়ক শিরোনামে চিত্রকর্ম ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
/এইচ.এ/