হাসপাতালে অভিযান বিরত থাকার চিঠি কেন বেআইনি নয়: হাইকোর্ট
প্রকাশ : ২৫ আগস্ট ২০২০, ০৩:১২ পিএমআপডেট : ২৫ আগস্ট ২০২০, ০৩:৪২ পিএম
হাইকোর্ট
সব হাসপাতালে অভিযান থেকে বিরত থাকা সংক্রান্ত চিঠি কেন বেআইনি নয় জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার দুপুরে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
পাশাপাশি স্বরাষ্ট্র, স্বাস্থ্য, আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে। গত ৪ আগস্ট মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া দেশের কোনো সরকারি-বেসরকারি হাসপাতালে
আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাতে পারবে না বলে নির্দেশনা জারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়, মহামারি করোনার মধ্যে দেশের হাসপাতালগুলোয় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা নানা বিষয়ে অভিযান চালাচ্ছে।
এতে হাসপাতালগুলোয় স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়াও হাসপাতালসহ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে চাপা অসন্তোষ বিরাজ করছে বলেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় উল্লেখ করা হয়।
গত বছরের আগস্টে ক্ষমতার পালাবদলের পর সংখ্যালঘুদের ওপর যে হামলা কয়েছে তা সাম্প্রদায়িক ছিল না বলে সফররত মার্কিন সিনেটর গ্যারি পিটার্সকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীর...
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শুরু হচ্ছে বৃহস্পতিবার। প্রথমদিন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে আলোচনা করবে কমিশন। মঙ্গলবার কমিশনের দায়িত্বপ্রাপ্ত...
দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্টদের ৩১টি ব্যাংক হিসাবে থাকা ৩৯৪ কোটি ৬০ লাখ ৭২...
সুনামগঞ্জের দিরাইয়ে সড়ক থেকে টহল পুলিশের এক সদস্যকে ট্রাকে করে ডাকাতেরা তুলে নিয়ে যাওয়ার পর ওই ট্রাকটি ধাওয়া করে অবশেষে তাঁকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতের এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে...
বাংলাদেশের জার্সিতে হামজার মাঠে নামা দেশের ফুটবলের অনেক কিছুই বদলে দেবে বলে ধারণা করছেন অনেকে। এই মিডফিল্ডারের আগামনে আশার আলো দেখছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।...
জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার...
খেলাপি ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি তেমন কাজে আসবে না বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। এর পুরোপুরি সুবিধা পেতে এককালীন শোধের পরিমাণ কমানোর পাশাপাশি, আন্তর্জাতিক মানের এক্সিট পলিসি চান তারা।
হাসপাতালে অভিযান বিরত থাকার চিঠি কেন বেআইনি নয়: হাইকোর্ট
পাশাপাশি স্বরাষ্ট্র, স্বাস্থ্য, আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে। গত ৪ আগস্ট মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া দেশের কোনো সরকারি-বেসরকারি হাসপাতালে
আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাতে পারবে না বলে নির্দেশনা জারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়, মহামারি করোনার মধ্যে দেশের হাসপাতালগুলোয় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা নানা বিষয়ে অভিযান চালাচ্ছে।
এতে হাসপাতালগুলোয় স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়াও হাসপাতালসহ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে চাপা অসন্তোষ বিরাজ করছে বলেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় উল্লেখ করা হয়।
/এম-আই/