স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতেন বঙ্গমাতা
প্রকাশ : ০৮ আগস্ট ২০২২, ০১:২৬ পিএমআপডেট : ০৮ আগস্ট ২০২২, ০৬:০৮ পিএম
ফুটেজ থেকে সংগৃহীত ছবি
রাজনীতি ও সংগ্রামের ক্ষেত্রে বঙ্গবন্ধুকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতেন বঙ্গমাতা। যা স্বাধীনতা অর্জনে অনেক সহায়ক হয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মোড় ঘুরিয়ে দেয়ার মতো রাজনৈতিক সিদ্ধান্তে বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিবের মনোভাবের প্রতিফলিন হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২২’ বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা জানান।
এসময় শেখ হাসিনা ইতিহাস তুলে ধরে বলেন, ৬ দফা ও ৭ মার্চের ভাষণ নিয়ে যখন নানামুখী মতামত ও পরামর্শ দেয়া হচ্ছিল তখন বঙ্গমাতার সিদ্ধান্তই গ্রহণ করেছিলেন তিনি।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে তিনি ছয় দফা থেকে আট দফায় সরতে দেননি। নেতাদের চাপ শর্তেও সাত মার্চে কোনো লিখিত বক্তব্য না দিয়ে মনে যা এসেছে সেটাই বলেছেন। এমনকি সরকার চালানোর সময়ও ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করলেও ফজিলাতুন নেতা মুজিব শুধরে দিতেন।
এভাবে সব ক্ষেত্রে দেশের মানুষের অধিকার আদায়ে বঙ্গবন্ধুর পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি আরো বলেন, সব কিছু সামলে নেবার, যেকোনো পরিস্থিতি মেনে নেবার অদ্ভুত শক্তি ছিল তার মা ফজিলাতুন নেসা মুজিবের। ফজিলাতুন নেসা মুজিব নির্দ্বিধায় নিজের টাকা, এমনকি দলের জন্য নিজের গহনাও বিক্রি করে দেন। তিনি বাবা মুজিবকে রাজনীতি করা জন্য স্বাধীনতা দিতেন।
তার আদর্শ ধারণ করে মানুষের কল্যাণে কাজ করতে নারী সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। স্মতিচারণ করে তিনি আরো জানান, অন্যদের মতো ফজিলাতুন নেছা কখনো স্বামীর কাছে কোন কিছুর আবদার করেতন না। যেকনো পরিস্থিতে দল ও সংসারকে আগলে রেখেছিলেন তিনি।
সেই মহিয়সী নারীর জন্মদিনে আজ রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সমাজসেবা এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন বিশিষ্ট নারীকে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২২’ দেয়া হয়।
বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। আজ মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সমৃদ্ধশালী উপসাগরীয় রাষ্ট্র কাতার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানিয়েছে। আজ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি...
গত বছরের আগস্টে ক্ষমতার পালাবদলের পর সংখ্যালঘুদের ওপর যে হামলা কয়েছে তা সাম্প্রদায়িক ছিল না বলে সফররত মার্কিন সিনেটর গ্যারি পিটার্সকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীর...
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শুরু হচ্ছে বৃহস্পতিবার। প্রথমদিন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে আলোচনা করবে কমিশন। মঙ্গলবার কমিশনের দায়িত্বপ্রাপ্ত...
সামাজিকমাধ্যম ফেসবুকে বেশ সরব ‘সংগীতের যুবরাজ’খ্যাত গায়ক আসিফ আকবর। ব্যক্তিগত বিষয়াবলী ছাড়াও নানা ইস্যু নিয়ে কথা বলেন তিনি। বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনে আলোচিত ঘটনা জাতীয় দল থেকে ইতালি প্রবাসী...
সুনামগঞ্জের দিরাইয়ে সড়ক থেকে টহল পুলিশের এক সদস্যকে ট্রাকে করে ডাকাতেরা তুলে নিয়ে যাওয়ার পর ওই ট্রাকটি ধাওয়া করে অবশেষে তাঁকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতের এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে...
বাংলাদেশের জার্সিতে হামজার মাঠে নামা দেশের ফুটবলের অনেক কিছুই বদলে দেবে বলে ধারণা করছেন অনেকে। এই মিডফিল্ডারের আগামনে আশার আলো দেখছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।...
জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার...
স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতেন বঙ্গমাতা
সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২২’ বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা জানান।
এসময় শেখ হাসিনা ইতিহাস তুলে ধরে বলেন, ৬ দফা ও ৭ মার্চের ভাষণ নিয়ে যখন নানামুখী মতামত ও পরামর্শ দেয়া হচ্ছিল তখন বঙ্গমাতার সিদ্ধান্তই গ্রহণ করেছিলেন তিনি।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে তিনি ছয় দফা থেকে আট দফায় সরতে দেননি। নেতাদের চাপ শর্তেও সাত মার্চে কোনো লিখিত বক্তব্য না দিয়ে মনে যা এসেছে সেটাই বলেছেন। এমনকি সরকার চালানোর সময়ও ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করলেও ফজিলাতুন নেতা মুজিব শুধরে দিতেন।
এভাবে সব ক্ষেত্রে দেশের মানুষের অধিকার আদায়ে বঙ্গবন্ধুর পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি আরো বলেন, সব কিছু সামলে নেবার, যেকোনো পরিস্থিতি মেনে নেবার অদ্ভুত শক্তি ছিল তার মা ফজিলাতুন নেসা মুজিবের। ফজিলাতুন নেসা মুজিব নির্দ্বিধায় নিজের টাকা, এমনকি দলের জন্য নিজের গহনাও বিক্রি করে দেন। তিনি বাবা মুজিবকে রাজনীতি করা জন্য স্বাধীনতা দিতেন।
তার আদর্শ ধারণ করে মানুষের কল্যাণে কাজ করতে নারী সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। স্মতিচারণ করে তিনি আরো জানান, অন্যদের মতো ফজিলাতুন নেছা কখনো স্বামীর কাছে কোন কিছুর আবদার করেতন না। যেকনো পরিস্থিতে দল ও সংসারকে আগলে রেখেছিলেন তিনি।
সেই মহিয়সী নারীর জন্মদিনে আজ রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সমাজসেবা এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন বিশিষ্ট নারীকে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২২’ দেয়া হয়।
/জে পি/