প্রকাশ : ০৯ আগস্ট ২০২২, ১০:৩৯ এএমআপডেট : ০৯ আগস্ট ২০২২, ১০:৫৭ এএম
ফাইল ছবি
প্রায় চার বছর বন্ধ থাকার পর সরকারি ব্যবস্থাপনায় আবারো মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করেছে বাংলাদেশ।সোমবার রাত পৌনে ১১টার দিকে ৫৩ জন কর্মী নিয়ে একটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যায় বলে জানিয়েছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শহীদুল আলম।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নামক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ার জিমাত জায়া এসডিএন কোম্পানিতে কাজে গেলেন এই কর্মীরা। এদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা। সরকার নির্ধারিত ৮০ হাজার টাকায় যেতে পেরে খুশি কর্মীরা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আরো জানায়, ১৯টি রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়ায় ৩ হাজারের বেশি কর্মী নিয়োগের অনুমতি দেয়া হয়েছে। এর আগে, ২০১৮ সালে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। গত বছরের ডিসেম্বরে আবারো কর্মী নেয়ার চুক্তি হয় দেশটির সাথে। এর ৮ মাস পর মালয়েশিয়ায় গেল একটি দল।
ক্যাথারসিস ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির স্বত্ত্বাধিকারী রুহুল আমিন স্বপন বলেন, সরকার নির্ধারিত ৮০ হাজার টাকায় কর্মীদের পাঠানো হয়েছে । মালয়েশিয়ার জিমাত জায়া এসডিএন বিএইচডি কোম্পানিতে ১১০ জন কর্মীর মধ্যে প্রথম দফায় গেলেন ৫৩ জন।
এ বিষয়ে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলম জানান, কর্মী শূন্যতায় মালয়েশিয়ায় অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। ছয় মাসের মধ্যে দেশটিতে বিপুল সংখ্যক কর্মী যাওয়ার সুযোগ রয়েছে।
চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে ৬ লাখের বেশি কর্মী পাঠানো যাবে মালয়েশিয়ায়।
ঢাকা বিশেষ জজ আদালত–৮ এর সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) আমির হোসেনকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ...
শেখ হাসিনার অনুপস্থিতিতেই শুরু হল তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া। আগামী ১ জুলাই হবে অভিযোগ গঠনের শুনানি। সাবেক শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দিতে রাষ্ট্রকে আদেশ দিয়েছে...
ছাত্র–জনতার আন্দোলন চলাকালীন আশুলিয়ায় হত্যার পর ছয়জনের মরদেহ পোড়ানোর মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানির পরবর্তী তারিখ ২ জুলাই নির্ধারণ করেছেন আদালত। এই মামলার তদন্ত প্রতিবেদন ১৯ জুন...
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু হবে আগামী ১ জুলাই। এরইমধ্যে শেখ হাসিনাসহ তিন আসামির পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছে রাষ্ট্র।
বাংলাদেশের জন্য দুই কিস্তিতে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ঋণ ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একইসঙ্গে, দুই কর্মসূচির চলমান ঋণচুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ...
সিরাজগঞ্জের রায়গঞ্জে চোর সন্দেহে এক কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত শুক্রবার রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজান গ্রামে এই ঘটনা হয়। সম্প্রতি ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ...
খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, গেলেন ৫৩ কর্মী
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নামক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ার জিমাত জায়া এসডিএন কোম্পানিতে কাজে গেলেন এই কর্মীরা। এদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা। সরকার নির্ধারিত ৮০ হাজার টাকায় যেতে পেরে খুশি কর্মীরা।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আরো জানায়, ১৯টি রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়ায় ৩ হাজারের বেশি কর্মী নিয়োগের অনুমতি দেয়া হয়েছে।
এর আগে, ২০১৮ সালে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। গত বছরের ডিসেম্বরে আবারো কর্মী নেয়ার চুক্তি হয় দেশটির সাথে। এর ৮ মাস পর মালয়েশিয়ায় গেল একটি দল।
ক্যাথারসিস ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির স্বত্ত্বাধিকারী রুহুল আমিন স্বপন বলেন, সরকার নির্ধারিত ৮০ হাজার টাকায় কর্মীদের পাঠানো হয়েছে । মালয়েশিয়ার জিমাত জায়া এসডিএন বিএইচডি কোম্পানিতে ১১০ জন কর্মীর মধ্যে প্রথম দফায় গেলেন ৫৩ জন।
এ বিষয়ে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলম জানান, কর্মী শূন্যতায় মালয়েশিয়ায় অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। ছয় মাসের মধ্যে দেশটিতে বিপুল সংখ্যক কর্মী যাওয়ার সুযোগ রয়েছে।
চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে ৬ লাখের বেশি কর্মী পাঠানো যাবে মালয়েশিয়ায়।
/আর.এম/