সেকশন

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
Independent Television
 

সাংবাদিকের ওপর হামলায় আটক ৪ জনের ৩ দিনের রিমান্ড

আপডেট : ১১ আগস্ট ২০২২, ১২:০৯ পিএম
ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিকদের হত্যাচেষ্টা মামলায় এসপিএ হাসপাতালের মালিক উসমানি ও জাহিদসহ গ্রেপ্তার চার জনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম ফারাহ দিবা ছন্দা এ আদেশ দেন। এর আগে, সকালে এই চারজনসহ ১০-১৫ জনের বিরুদ্ধে কামরাঙ্গীর চর থানায় মামলা করেন সাংবাদিক হাসান মিসবাহ। পুলিশ বলছে, হামলায় জড়িত বাকিদেরও গ্রেপ্তার করা হবে। সেই সঙ্গে খুঁজে বের করা হবে হাসপাতালের অনিয়মও।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার কামরাঙ্গীরচরে এসপিএ ডায়গনস্টিক সেন্টার ও হাসপাতালে ভুয়া ডাক্তার নিয়োগ দেয়া হয়েছে এমন অভিযোগ অনুসন্ধানে যান ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মিসবাহ ও সিনিয়র ভিডিওগ্রাফার সাজু মিয়া।

এ সময় হাসপাতালের মালিক এম এইচ উসমানীর নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায় ও মারধর করে। এছাড়া ক্যামেরা ভাঙচুর করে ছিনিয়ে নেয় মোবাইল ও গাড়ির চাবি। মিসবাহ ও সাজুকে আটকে রাখে প্রায় দুই ঘণ্টা।

ইনডিপেনডেন্ট টেলিভিশন জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মিসবাহ ও ভিডিও জার্নালিস্ট সাজু মিয়া জানান, পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে যান কামরাঙ্গীরচর থানার এসআই মিলন হোসেন। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তিনি হাসান মিসবাহকে মারধর করেন। তারপর মিসবাহ ও সাজুকে আরেক দফা মারধর করে হাসপাতাল কর্মীরা।

এবিষয়ে লালবাগ বিভাগের ডিসি জাফর হোসেন বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই মিলনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তার হয়েছে হাসপাতালের মালিক এম এইচ উসমানী ও ডা. ডি এম এ আবু জাহিদসহ চারজনকে।


/আর.এম/
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুলিশ আসামি গ্রেপ্তার করতে পারবে। আজ বুধবার সকালে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট...
অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর ১ম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের একটি মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ।
আরও কিছু বিতর্কিত সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। বিতর্কিত তিনটি জাতীয় নির্বাচনে অতি উৎসাহী ভূমিকা রাখাসহ নানা অনিয়মে জড়িত শতাধিক কর্মকর্তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নিচ্ছে সরকার।...
দেশীয় ফ্যাশন ব্র্যান্ড সারা থেকে ঈদের পোশাক কিনে রয়েল এনফিল্ড বাইক জিতে নিয়েছেন ঢাকার মো. মজিবর রহমান। এক সংবাদ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘ঈদ উল ফিতর ২০২৫ উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ র‌্যাফেল...
রাজধানীর বিভিন্ন থানার মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক মন্ত্রী শাহজাহান খানসহ চারজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার সকালে ঢাকার সিএমএম আদালত এ...
ইংরেজি সালের সঙ্গে আমাদের সম্পর্ক যতটা গভীর, বাংলা সনের সঙ্গে তেমনটা দেখা যায় না। কেন বলছি এ কথা? কারো কাছে যদি জানতে চাওয়া হয়, আজ বৈশাখের কত তারিখ? তখন আমরা চট করে তারিখের কথা বলতে পারি না। আমরা...
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে এবং কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.