প্রকাশ : ১১ আগস্ট ২০২২, ০৮:৪৪ পিএমআপডেট : ১২ আগস্ট ২০২২, ১২:১৭ পিএম
ফাইল ছবি
সুইস ব্যাংকে রাখা বাংলাদেশিদের টাকার বিষয়ে সরকার কোনো তথ্য চায়নি- সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের এমন বক্তব্য অসত্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রদূতের এমন দাবির বিষয়ে বাংলাদেশে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। গর্ভনর মন্ত্রীকে জানিয়েছেন, সুইজারল্যান্ডের কাছে এ সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। বারবার প্রস্তাব পাঠানোর পরও সুইস সরকার এ বিষয়ে কোনো সাড়া দেয়নি।
তিনি বলেন, সুইজারল্যান্ড রাষ্ট্রদূত এই ধরনের মিথ্যা দাবি করে পার পেয়ে যাবে না।
তিনি আরো বলেন, তিনি (সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত) মিথ্যা কথা বলেছেন। আমাকে আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ সচিব বলেছেন। তারা আগেও আমাকে বলেছেন, তারা চেয়েছেন (সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা সম্পর্কে তথ্য। তারা (সুইজারল্যান্ড) কোনো উত্তর দেননি। আজকে আমি জিজ্ঞাসা করেছি, বাংলাদেশ ব্যাংক গভর্নরকে এবং সেই সঙ্গে নতুন অর্থ সচিবকে।
মন্ত্রী বলেন, বর্তমান গভর্নর আগে অর্থসচিব ছিলেন। তারা বলেছেন, না, আমরা আগে চেয়েছি। তারা কোনো রেসপন্ড করে নাই (জবাব দেয়নি)। আমি বলেছি, আপনি এটি জানিয়ে দেন জনগণকে। কারণ এভাবে মিথ্যা কথা বলে পার পাওয়া ঠিক হচ্ছে না।
পররাষ্ট্র মন্ত্রণালয় সুইস দূতাবাসের সঙ্গে যোগাযোগ করবে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের গভর্নর আগে বিবৃতি দিক। আমরা সেগুলো জানি। কিংবা অর্থ মন্ত্রণালয় বিবৃতি দিক। এরপর আমরা বলব।
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড গতকাল বুধবার কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাব আয়োজিত ডিকাব টক অনুষ্ঠানে বলেছিলেন, সুইস ন্যাশনাল ব্যাংকে বাংলাদেশিদের জমা টাকার বিষয়ে তথ্য পেতে কিভাবে চুক্তি করা যায় সে বিষয়ে সব ধরনের তথ্য তারা বাংলাদেশ সরকারকে দিচ্ছে। তবে কোনো বিশেষ তহবিলের বিষয়ে এখন পর্যন্ত অনুরোধ তারা পাননি।
সুইস রাষ্ট্রদূত বলেছিলেন, বাংলাদেশ সরকার কারো সম্পর্কে তথ্যই চায়নি।
রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর জবাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রস্তুতি শেষ করা গেলে রমজানের আগেই...
এর আগে বাংলাদেশ সময় ১টায় হোটেলের উদ্দেশে রওনা দেন তারেক রহমান। দুপুর ২টার কিছু আগে হোটেল পৌঁছান তিনি। তারেক রহমানকে হোটেলে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর...
চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে (৫ থেকে ১২ জুন) ২৭১ জনকে আটক করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...
শুধু একজনই না। এমন অনেকের নির্যাতনের চিত্র উঠে এসেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে। প্রায় দেড় হাজার অভিযোগ যাচাই-বাছাই শেষে দেওয়া প্রতিবেদনে উঠে এসেছে, গুম করে নির্যাতন ও হত্যার ৬৭...
পটুয়াখালীর সদর উপজেলার চারাবুনিয়া গ্রামে দাদি কুলসুম বিবি (১০৫) ও সৎ মা সহিদা বেগমকে (৫০) দা দিয়ে জবাই করে হত্যা করেছে মো. আল আমিন (২৫) নামের এক যুবক। শুক্রবার দুপুর ১টার দিকে সদর উপজেলার...
সাভারের চামড়া শিল্পনগরী চালু হয়েছে ৮ বছর আগে। কিন্তু এখনো সেখানে গড়ে ওঠেনি কোনো চিকিৎসাকেন্দ্র কিংবা শ্রমিকদের জন্য আবাসন সুবিধা। ফলে দুর্ঘটনা বা অসুস্থতার সময় শ্রমিকদের ছুটতে হয় দূরের সাভার বা...
ময়মনসিংহের গৌরীপুরে মো. হুমায়ন কবীর (২১) নামে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার সহনাটি গ্রামে এই হত্যাকাণ্ড হয়।
জুলাই সনদ ও নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন করা মানে বিএনপির কাছে আত্মসমর্পণ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। আজ শুক্রবার লন্ডনে বিএনপির...
সুইস রাষ্ট্রদূতের বক্তব্য অসত্য: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রদূতের এমন দাবির বিষয়ে বাংলাদেশে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। গর্ভনর মন্ত্রীকে জানিয়েছেন, সুইজারল্যান্ডের কাছে এ সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। বারবার প্রস্তাব পাঠানোর পরও সুইস সরকার এ বিষয়ে কোনো সাড়া দেয়নি।
তিনি বলেন, সুইজারল্যান্ড রাষ্ট্রদূত এই ধরনের মিথ্যা দাবি করে পার পেয়ে যাবে না।
তিনি আরো বলেন, তিনি (সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত) মিথ্যা কথা বলেছেন। আমাকে আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ সচিব বলেছেন। তারা আগেও আমাকে বলেছেন, তারা চেয়েছেন (সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা সম্পর্কে তথ্য। তারা (সুইজারল্যান্ড) কোনো উত্তর দেননি। আজকে আমি জিজ্ঞাসা করেছি, বাংলাদেশ ব্যাংক গভর্নরকে এবং সেই সঙ্গে নতুন অর্থ সচিবকে।
মন্ত্রী বলেন, বর্তমান গভর্নর আগে অর্থসচিব ছিলেন। তারা বলেছেন, না, আমরা আগে চেয়েছি। তারা কোনো রেসপন্ড করে নাই (জবাব দেয়নি)। আমি বলেছি, আপনি এটি জানিয়ে দেন জনগণকে। কারণ এভাবে মিথ্যা কথা বলে পার পাওয়া ঠিক হচ্ছে না।
পররাষ্ট্র মন্ত্রণালয় সুইস দূতাবাসের সঙ্গে যোগাযোগ করবে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের গভর্নর আগে বিবৃতি দিক। আমরা সেগুলো জানি। কিংবা অর্থ মন্ত্রণালয় বিবৃতি দিক। এরপর আমরা বলব।
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড গতকাল বুধবার কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাব আয়োজিত ডিকাব টক অনুষ্ঠানে বলেছিলেন, সুইস ন্যাশনাল ব্যাংকে বাংলাদেশিদের জমা টাকার বিষয়ে তথ্য পেতে কিভাবে চুক্তি করা যায় সে বিষয়ে সব ধরনের তথ্য তারা বাংলাদেশ সরকারকে দিচ্ছে। তবে কোনো বিশেষ তহবিলের বিষয়ে এখন পর্যন্ত অনুরোধ তারা পাননি।
সুইস রাষ্ট্রদূত বলেছিলেন, বাংলাদেশ সরকার কারো সম্পর্কে তথ্যই চায়নি।
/ই.হ/