সেকশন

শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
Independent Television
 

আজ বাঙালির শোকের দিন

আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১১:৪৮ এএম
আজ ১৫ই আগস্ট। ৪৭ বছর আগে ১৯৭৫ সালের আজকের এই দিনে দেশি-বিদেশি চক্রান্তে সপরিবারে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের শিকার হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতিসত্ত্বার চেতনায় সাড়ে সাত কোটি মানুষকে জাগ্রত করেছেন মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু। মাত্র ৫৫ বছরের জীবনে বাংলার মাটি আর মানুষকে ভালোবাসার যে বন্ধনে বেঁধেছেন তা কোনো দিন ছিন্ন হওয়ার নয়। শোকের এই দিনে গোটা বাঙালি জাতি তাদের মহান নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে।

বাংলাদেশের মানুষের ওপর ছিল তার অগাধ আস্থা। তাই গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন মহল থেকে সতর্ক করার পরও বঙ্গভবনে থাকেননি। সাধারন মধ্যবিত্ত বাঙালির মতো থেকেছেন ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কখনো ভাবেননি কোনো বাঙালি তাকে হত্যা করতে পারে।

দেশি-বিদেশি ষড়যন্ত্রে স্বাধীনতাবিরোধী ঘাতকচক্র যেভাবে বঙ্গবন্ধু ও তার পরিবারের সবাইকে হত্যা করে- তা পৃথিবীতে বিরল। মার্টিন লুথার কিং, আব্রাহাম লিংকন, প্যাট্রিক লুমুম্বা, জন এফ কেনেডি, মহাত্মাগান্ধী, ইন্দিরাগান্ধীর মতো নেতারা রাজনৈতিক হত্যার শিকার হয়েছেন। কিন্তু বঙ্গবন্ধুর মতো সপরিবারে হত্যা করা হয়নি কাউকেই।

১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করে। বঙ্গবন্ধু ছাড়াও সেই রাতে তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, বঙ্গবন্ধুর ফোন পেয়ে তার জীবন বাঁচাতে ছুটে আসা কর্নেল জামিলউদ্দিন আহমেদ, এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হককে হত্যা করা হয়।

ওই কালরাতেই বিপথগামী সেনাসদস্যদের আরেকটি দল বঙ্গবন্ধুর ভাগনে যুবলীগের নেতা শেখ ফজলুল হক মনির বাসায় হামলা চালিয়ে তাকে এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনিকে হত্যা করে। এ ছাড়া বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত ও তার কন্যা বেবি, পুত্র আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, সেরনিয়াবাতের বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং এক আত্মীয় আবদুল নঈম খানকেও হত্যা করা হয়।

সেই কালরাতে ঘাতকরা বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ছেলে শেখ কামাল, জামালসহ ২২ জনকে নির্মমভাবে হত্যা করে। ঘাতকদের বুলেট থেকে রেহাই পায়নি শেখ রাসেলের মতো ছোট্ট শিশুও। ওই সময় বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থান করায় বেঁচে যান।

হানাদার পাকিস্তানি বাহিনী যে কাজটি করার দুঃসাহস করেনি, সেটিই করেছে এদেশের কিছু নরপশু। স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি চক্রের ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

/জে পি/
গণতন্ত্র, মানবাধিকার ও অন্তর্ভুক্তির পথে বাংলাদেশ যে সংস্কার চালিয়ে যাচ্ছে, তা সব জায়গায় দেখতে চান বলে মন্তব্য করেছেন  জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই কঠিন সময়ে বাংলাদেশে থাকতে পারা এক সতেজ...
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘের সঙ্গে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোহিঙ্গারা যেন আগামী বছর মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের নিজ বাড়িতে...
মরক্কোতে বাংলাদেশের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদকে দেশে ফিরে আসা ও অনতিবিলম্বে মন্ত্রণালয়ে যোগদানের আদেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে, নির্দিষ্ট সময়ে ফিরে আসার পরিবর্তে...
বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহার করে ভারতের পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্য উপকৃত হতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ স্টেশনের (বিমানবন্দর ও খিলক্ষেত) অ্যালাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস লাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল রোববার...
নাটোরের বড়াইগ্রামে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার নগর ইউনিয়নের মুশিন্দা পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালের ম্যাচ সেরা রোহিত শর্মা, টুর্নামেন্ট সেরা রাচিন রাভীন্দ্র। তবে রবিচন্দ্রন আশউইনের মতো মনোযোগ দিয়ে যারা খেলা দেখেছেন, তাদের চোখে ভারতকে ১২ বছর পর চ্যাম্পিয়নদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.