অতিরিক্ত সচিবের ২৯ বই, সংশোধন হবে তালিকা: জনপ্রশাসন সচিব
প্রকাশ : ২৮ আগস্ট ২০২২, ০৫:৫৯ পিএমআপডেট : ২৮ আগস্ট ২০২২, ০৯:০১ পিএম
ফাইল ছবি
অতিরিক্ত সচিবের ২৯টি বইসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের বইকেনা প্রকল্পের আগের তালিকা বাতিল হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব কে এম আলী আজম। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এই বইয়ের তালিকা করা হয়েছে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ের জন্য।
সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব জানান, আগামী ৪ বছরের জন্য ১৪০০ বইয়ের তালিকা প্রণয়ন করা হয়েছে। যে ২৯টি বইয়ের কথা উঠছে, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। যদি এর সত্যতা প্রমাণ হয়, কোনো সমস্যা যদি দেখি তাহলে তালিকা বাতিল বা সংশোধনের ব্যবস্থা নেবো। এসময় অন্যান্য যে ব্যবস্থা গ্রহণ করা উচিত আমরা তা করবো।
তিনি আরো বলেন, তালিকায় একজনেরই যে ২৯টি বই- এ তথ্য আমার জানা ছিল না। গণমাধ্যমে আসার পর এটা জানতে পেরেছি। আমরা এটি পরীক্ষা করছি। সে অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। এটি নিয়ে আগামীকাল সবার সঙ্গে বসে সিদ্ধান্ত নেবো।
এদিকে, বইকেনায় নবীরুলসহ সরকারি কর্মকর্তাদের বইয়ের আধিক্য থাকবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রাথমিক তালিকার যাদের নাম এসেছে তা চূড়ান্ত নয় বলেও জানান তিনি।
এর আগে বই কেনার তালিকায়-এক অতিরিক্ত সচিবের ২৯ বই-শিরোনামে জাতীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
তাতে বলা হয়, সরকারি কর্মকর্তাদের মধ্যে পাঠাভ্যাস গড়তে জেলা-উপজেলায় বই কিনতে ৯ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এর সঙ্গে পাঠানো হয়েছে ১ হাজার ৪৭৭টি বইয়ের তালিকা।
আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাঁর সঙ্গে রয়েছেন দেশ-বিদেশের গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীদের পরিবার।
বিশ্বব্যাংক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত চলমান সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়...
এ বছর ভ্যালেন্টাইন দিবস পালন না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। আজ মঙ্গলবার উপদেষ্টা ফরিদা আখতার তাঁর ফেসবুক পোস্টে এ আহ্বান জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়া থানার এক হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং আরেক মামলায় শেখ হাসিনার...
অপারেশন ডেভিল হান্টে খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে খাগড়াছড়ির পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ...
অতিরিক্ত সচিবের ২৯ বই, সংশোধন হবে তালিকা: জনপ্রশাসন সচিব
সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব জানান, আগামী ৪ বছরের জন্য ১৪০০ বইয়ের তালিকা প্রণয়ন করা হয়েছে। যে ২৯টি বইয়ের কথা উঠছে, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। যদি এর সত্যতা প্রমাণ হয়, কোনো সমস্যা যদি দেখি তাহলে তালিকা বাতিল বা সংশোধনের ব্যবস্থা নেবো। এসময় অন্যান্য যে ব্যবস্থা গ্রহণ করা উচিত আমরা তা করবো।
তিনি আরো বলেন, তালিকায় একজনেরই যে ২৯টি বই- এ তথ্য আমার জানা ছিল না। গণমাধ্যমে আসার পর এটা জানতে পেরেছি। আমরা এটি পরীক্ষা করছি। সে অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। এটি নিয়ে আগামীকাল সবার সঙ্গে বসে সিদ্ধান্ত নেবো।
এদিকে, বইকেনায় নবীরুলসহ সরকারি কর্মকর্তাদের বইয়ের আধিক্য থাকবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রাথমিক তালিকার যাদের নাম এসেছে তা চূড়ান্ত নয় বলেও জানান তিনি।
এর আগে বই কেনার তালিকায়-এক অতিরিক্ত সচিবের ২৯ বই-শিরোনামে জাতীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
তাতে বলা হয়, সরকারি কর্মকর্তাদের মধ্যে পাঠাভ্যাস গড়তে জেলা-উপজেলায় বই কিনতে ৯ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এর সঙ্গে পাঠানো হয়েছে ১ হাজার ৪৭৭টি বইয়ের তালিকা।
/জে পি/