প্রকাশ : ৩০ আগস্ট ২০২২, ০৯:৩৫ এএমআপডেট : ৩০ আগস্ট ২০২২, ১১:২৬ এএম
নির্বাচন ভবন । ফাইল ছবি
আগামী সপ্তাহেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। ২০২৩ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ বা ২০২৪ এর জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটের সম্ভাব্য সময় ধরা হয়েছে। আর আগামী বছরের নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে।
নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানান, স্ট্রাইকিং ফোর্স হিসাবে মাঠে থাকবে সেনাবাহিনী। আর প্রতিটি বুথে থাকবে সিসি ক্যামেরা।
২০২৪ সালের ৩০ জানুয়ারি শেষ হবে একাদশ জাতীয় সংসদের মেয়াদ। সংবিধান অনুযায়ী, এর ৯০ দিনের মধ্যেই করতে হবে নির্বাচন।
এরই মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া করা হয়েছে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, ইভিএম কেনাসহ বেশ কিছু বিষয় এতে গুরুত্ব পেয়েছে।
নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, আগামী মাসের শুরুতে রোডম্যাপ চূড়ান্ত করা হবে। তফসিল ঘোষণা হবে আগামী বছরের নভেম্বরে।
তিনি আরও জানান, আগামী নির্বাচনেও মাঠে সেনা মোতায়েনের প্রস্তাব রাখবে কমিশন। এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, প্রয়োজন হলে নির্বাচনের সময় কমিশনের অধীনে থাকা চারটি মন্ত্রণালয়ের সহায়তাও নেওয়া হবে।
তিনি আরও বলেন, কোনো দলের নির্বাচনে আসা না আসা গণতান্ত্রিক অধিকার। তবে নিবন্ধিত সব রাজনৈতিক দল ভোটে অংশ নেবে বলে আশা এই কমিশনারের।
ডেঙ্গু ও করোনার প্রকোপ বাড়ছে। করোনায় গত মাসের তুলনায় আক্রান্ত তিনগুণ, আর জানুয়ারি থেকে মে পর্যন্ত মৃত্যু না হলেও শুধু জুনেই মারা গেছে ১৬ জন। এদিকে, ডেঙ্গুতে জানুয়ারি থেকে জুন পর্যন্ত আক্রান্তের...
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘সাবেক সিইসির নুরুল হুদার সাথে হওয়া মবের ঘটনায় বাহিনীর কেউ দায়ী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, যারা করেছে...
অহিংস উপায়ে ‘মব’ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার সচিবালয়ে পরিবেশ দিবস নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের গ্রেপ্তারের তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, তাঁকে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ও ইসরায়েল সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। স্থানীয় সোমবার ‘ট্রুথ সোশ্যাল’ নামক সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।...
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ। সোমবার মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও ভিডিও দেখতে...
আগামী সপ্তাহেই দ্বাদশ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানান, স্ট্রাইকিং ফোর্স হিসাবে মাঠে থাকবে সেনাবাহিনী। আর প্রতিটি বুথে থাকবে সিসি ক্যামেরা।
২০২৪ সালের ৩০ জানুয়ারি শেষ হবে একাদশ জাতীয় সংসদের মেয়াদ। সংবিধান অনুযায়ী, এর ৯০ দিনের মধ্যেই করতে হবে নির্বাচন।
এরই মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া করা হয়েছে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, ইভিএম কেনাসহ বেশ কিছু বিষয় এতে গুরুত্ব পেয়েছে।
নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, আগামী মাসের শুরুতে রোডম্যাপ চূড়ান্ত করা হবে। তফসিল ঘোষণা হবে আগামী বছরের নভেম্বরে।
তিনি আরও জানান, আগামী নির্বাচনেও মাঠে সেনা মোতায়েনের প্রস্তাব রাখবে কমিশন। এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, প্রয়োজন হলে নির্বাচনের সময় কমিশনের অধীনে থাকা চারটি মন্ত্রণালয়ের সহায়তাও নেওয়া হবে।
তিনি আরও বলেন, কোনো দলের নির্বাচনে আসা না আসা গণতান্ত্রিক অধিকার। তবে নিবন্ধিত সব রাজনৈতিক দল ভোটে অংশ নেবে বলে আশা এই কমিশনারের।
/এম.এস/