প্রকাশ : ৩১ আগস্ট ২০২২, ১২:৫৩ পিএমআপডেট : ৩১ আগস্ট ২০২২, ০৫:০৫ পিএম
সংগৃহীত ছবি
ক্ষমতা দখলদাররা শুধু জাতির পিতাকেই হত্যা করেনি, তার নামও মুছে ফেলার চেষ্টা করেছিলো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু নিজেও বিশ্বাস করেননি দেশের মানুষ তাকে হত্যা করতে পারে। তার মৃত্যুর পর বিজয়ের ইতিহাস বিকৃতের চেষ্টা করা হয়েছিলো।
পরে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু দল হিসেবে আওয়ামী লীগ গঠনের জন্য মন্ত্রীত্ব ছেড়েছিলেন। তার পাশাপাশি বঙ্গমাতাও দলের গুরুত্বপূর্ণ সময়গুলোয় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। জেলে থাকা দলের নেতাকর্মীদের পরিবারকে দেখাশুনা করতেন তিনি।
দেশ ও মানুষের জন্য কাজ করতে বঙ্গবন্ধুকে সব ধরণের সহায়তা করেছেন। দুঃসময়ে ছাত্রলীগকে সংগঠিত রাখতে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন বঙ্গমাতা।
পরে ছাত্রলীগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের যেকোনো সংকট নিরসনে সবসময় বলিষ্ঠ ভূমিকা পালন করেছে সংগঠনটি। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নইলে দেশের অগ্রগতি হবে না। শিক্ষার উপর জোর দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিদ্যুত, জ্বালানি ও পানি ব্যবহারসহ সবক্ষেত্রে সবাইকে সাশ্রয়ী হতে আবারো আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারযার অবস্থান থেকে কৃষির উপর জোর দিতে হবে। ছাত্রলীগে (আলতু-ফালতু) বাজে কাউকে না নিতে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সম্পদের লোভ পরিহার করে সঠিক আদর্শে নিজেদের গড়ে তুলে দেশের সেবায় নিয়োজিত হতে ছাত্রলীগের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী। সম্পদ যে কাউকে বাঁচাতে পারে না তা করেনার সময় প্রমাণ হয়েছে বলে ছাত্রলীগের নেতাকর্মীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু যে সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তা বাস্তবায়ন করাই লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী।
রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর জবাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রস্তুতি শেষ করা গেলে রমজানের আগেই...
এর আগে বাংলাদেশ সময় ১টায় হোটেলের উদ্দেশে রওনা দেন তারেক রহমান। দুপুর ২টার কিছু আগে হোটেল পৌঁছান তিনি। তারেক রহমানকে হোটেলে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর...
চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে (৫ থেকে ১২ জুন) ২৭১ জনকে আটক করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...
শুধু একজনই না। এমন অনেকের নির্যাতনের চিত্র উঠে এসেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে। প্রায় দেড় হাজার অভিযোগ যাচাই-বাছাই শেষে দেওয়া প্রতিবেদনে উঠে এসেছে, গুম করে নির্যাতন ও হত্যার ৬৭...
পটুয়াখালীর সদর উপজেলার চারাবুনিয়া গ্রামে দাদি কুলসুম বিবি (১০৫) ও সৎ মা সহিদা বেগমকে (৫০) দা দিয়ে জবাই করে হত্যা করেছে মো. আল আমিন (২৫) নামের এক যুবক। শুক্রবার দুপুর ১টার দিকে সদর উপজেলার...
সাভারের চামড়া শিল্পনগরী চালু হয়েছে ৮ বছর আগে। কিন্তু এখনো সেখানে গড়ে ওঠেনি কোনো চিকিৎসাকেন্দ্র কিংবা শ্রমিকদের জন্য আবাসন সুবিধা। ফলে দুর্ঘটনা বা অসুস্থতার সময় শ্রমিকদের ছুটতে হয় দূরের সাভার বা...
ময়মনসিংহের গৌরীপুরে মো. হুমায়ন কবীর (২১) নামে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার সহনাটি গ্রামে এই হত্যাকাণ্ড হয়।
জুলাই সনদ ও নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন করা মানে বিএনপির কাছে আত্মসমর্পণ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। আজ শুক্রবার লন্ডনে বিএনপির...
বঙ্গবন্ধুর নামও মুছে ফেলার চেষ্টা করেছিল দখলদাররা
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু নিজেও বিশ্বাস করেননি দেশের মানুষ তাকে হত্যা করতে পারে। তার মৃত্যুর পর বিজয়ের ইতিহাস বিকৃতের চেষ্টা করা হয়েছিলো।
পরে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু দল হিসেবে আওয়ামী লীগ গঠনের জন্য মন্ত্রীত্ব ছেড়েছিলেন। তার পাশাপাশি বঙ্গমাতাও দলের গুরুত্বপূর্ণ সময়গুলোয় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। জেলে থাকা দলের নেতাকর্মীদের পরিবারকে দেখাশুনা করতেন তিনি।
দেশ ও মানুষের জন্য কাজ করতে বঙ্গবন্ধুকে সব ধরণের সহায়তা করেছেন। দুঃসময়ে ছাত্রলীগকে সংগঠিত রাখতে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন বঙ্গমাতা।
পরে ছাত্রলীগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের যেকোনো সংকট নিরসনে সবসময় বলিষ্ঠ ভূমিকা পালন করেছে সংগঠনটি।
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নইলে দেশের অগ্রগতি হবে না। শিক্ষার উপর জোর দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বিদ্যুত, জ্বালানি ও পানি ব্যবহারসহ সবক্ষেত্রে সবাইকে সাশ্রয়ী হতে আবারো আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারযার অবস্থান থেকে কৃষির উপর জোর দিতে হবে।
ছাত্রলীগে (আলতু-ফালতু) বাজে কাউকে না নিতে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সম্পদের লোভ পরিহার করে সঠিক আদর্শে নিজেদের গড়ে তুলে দেশের সেবায় নিয়োজিত হতে ছাত্রলীগের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী। সম্পদ যে কাউকে বাঁচাতে পারে না তা করেনার সময় প্রমাণ হয়েছে বলে ছাত্রলীগের নেতাকর্মীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধু যে সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তা বাস্তবায়ন করাই লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী।