সেকশন

শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
Independent Television
 

মাসব্যাপী বাণিজ্য মেলার দুয়ার খুললেন প্রধানমন্ত্রী

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ০৫:১৯ পিএম
নতুন বছরের প্রথম দিনে দ্বার খুলল ২৭ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। রোববার পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে মেলার উদ্বোধন করেন। এবছর মেলায় সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া এবং ভারত সহ ১০টি দেশের প্রায় ১৭টি সংস্থা অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশের রপ্তানী বাজার প্রসারে অর্থনৈতিক কূটনীতিতে জোর দেয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রপ্তানীমুখী পন্য বহুমুখী করা ও রপ্তানীর বাজার বাড়ান। পৃথিবীতে অনেক দেশে খাদ্য সংকট। আপনারা বহুমুখী খাদ্য প্রক্রিয়াজাত করুন। এতে রপ্তানী বাড়বে। কূটনীতিকদের শুধু রাজনীতি নয় বরং অর্থনৈতিক কূটনীতিতে জোর দিতে হবে।

রপ্তানির পাশাপাশি দেশের মধ্যে বাজার সৃষ্টি করতেও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জনগনের চাহিদা পূরণে পাইপ লাইনে জ্বালানী তেল আমদানিসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। জ্বালানী খাতে ভুর্তকি প্রত্যাহারের ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাস চাইলে এর উপযুক্ত মূল্য দিতে হবে।

বাণিজ্য মেলার উদ্বোধন করে এবার পাটজাত পণ্যকে বর্ষপণ্য-২০২৩ হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চলের বাইরে শিল্প কারখানা করলে কোনো সেবা মিলবে না। কিছু পণ্যের প্রতি নির্ভরতাশীলতা কমিয়ে পণ্য বহুমুখীকরণের আহ্বান জানান শেখ হাসিনা।

দেশীয় পণ্যের প্রসার-প্রচার বিপনন ও রপ্তানী আদেশ বাড়াতে প্রতিবছর মাসব্যাপী আয়োজন হয় এ মেলার। গত ২৫ ধরে রাজধানীর ভেতরে মেলা আয়োজন করা হলেও গত বছর থেকে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে হচ্ছে বাণিজ্য মেলা।

চলতি বছর দেশি-বিদেশি মিলে মেলায় মোট ৩৫১টি স্টল, প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন রয়েছে। গতবার এই সংখ্যা ছিলো ২২৫টি। দেশীয় প্রতিষ্ঠান ছাড়াও মেলায় সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া, ভারতসহ ১০টি বিদেশি রাষ্ট্রের ১৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মেলা খোলা থাকবে, তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০ টা পর্যন্ত মেলা চলবে। এবারে মেলার প্রবেশ মূল্য প্রাপ্ত বয়ষ্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়ষ্কদের জন্য ২০ টাকা।

/জে পি/
রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর জবাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রস্তুতি শেষ করা গেলে রমজানের আগেই...
এর আগে বাংলাদেশ সময় ১টায় হোটেলের উদ্দেশে রওনা দেন তারেক রহমান। দুপুর ২টার কিছু আগে হোটেল পৌঁছান তিনি। তারেক রহমানকে হোটেলে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর...
চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে (৫ থেকে ১২ জুন) ২৭১ জনকে আটক করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...
শুধু একজনই না। এমন অনেকের নির্যাতনের চিত্র উঠে এসেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে। প্রায় দেড় হাজার অভিযোগ যাচাই-বাছাই শেষে দেওয়া প্রতিবেদনে উঠে এসেছে, গুম করে নির্যাতন ও হত্যার ৬৭...
পটুয়াখালীর সদর উপজেলার চারাবুনিয়া গ্রামে দাদি কুলসুম বিবি (১০৫) ও সৎ মা সহিদা বেগমকে (৫০) দা দিয়ে জবাই করে হত্যা করেছে মো. আল আমিন (২৫) নামের এক যুবক। শুক্রবার দুপুর ১টার দিকে সদর উপজেলার...
সাভারের চামড়া শিল্পনগরী চালু হয়েছে ৮ বছর আগে। কিন্তু এখনো সেখানে গড়ে ওঠেনি কোনো চিকিৎসাকেন্দ্র কিংবা শ্রমিকদের জন্য আবাসন সুবিধা। ফলে দুর্ঘটনা বা অসুস্থতার সময় শ্রমিকদের ছুটতে হয় দূরের সাভার বা...
ময়মনসিংহের গৌরীপুরে মো. হুমায়ন কবীর (২১) নামে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার সহনাটি গ্রামে এই হত্যাকাণ্ড হয়। 
জুলাই সনদ ও নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন করা মানে বিএনপির কাছে আত্মসমর্পণ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। আজ শুক্রবার লন্ডনে বিএনপির...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.