বেসরকারি খাতে জ্বালানি আমদানি পথে আরেক ধাপ এগিয়েছে সরকার। এছাড়া, ভবিষ্যতে বিদ্যুৎ কেনাবেচা ও সরবরাহে বেসরকারি কোম্পানিকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রবিবার বিদ্যুৎ ভবনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের (ডিপিডিসি) স্মার্ট গ্রিড পাইলট প্রকল্পের অংশীজনদের কর্মলাশায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এ সংক্রান্ত একটি নীতিমালা করা হয়েছে। জানুয়ারি মাসেই চূড়ান্ত ঘোষণা দিতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উৎপাদনের পর কয়েক ধাপে বিদ্যুৎ পৌঁছায় ভোক্তাদের কাছে। আর এই পুরো প্রক্রিয়াটি এখনও আধুনিক হয়নি। তাই স্মার্ট গ্রিড সিস্টেম চালুর চেষ্টা করছে সরকার। সেলক্ষ্যে রাজধানীর ২০ বর্গকিলোমিটার এলাকায় পরীক্ষামূলক স্মার্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম স্থাপনের উদ্যোগ নিয়েছে ডিপিডিসি।
১১২ মিলিয়ন ইউরোর এ প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি বিদেশি দাতা সংস্থা। প্রকল্পটি বিদ্যুৎ বিতরণে অপচয় রোধ করে আয় বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করে ডিপিডিসি।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট সিস্টেম পরিচালনার জন্য প্রতিষ্ঠানগুলোর জনবলের দক্ষতা বাড়াতে হবে। এছাড়া, ডিপিডিসিসহ বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালনকারী সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়াতে হবে।
নসরুল হামিদ বলেন, 'বিদ্যুৎ ও জ্বালানি খোলা বাজারের ওপর ছেড়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে প্রতিযোগিতা তৈরি হবে। বিশ্ববাজারে সঙ্গে তাল মিলিয়ে দাম সমন্বয় হবে। সেইসঙ্গে সেবাও উন্নত করতে হবে। যতবেশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া যাবে, তত বেশি আয় করা সম্ভব হবে।'
প্রতিমন্ত্রী আরও বলেন, 'স্মার্ট গ্রিডে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) এগিয়ে থাকা উচিত ছিল, কিন্তু ডেসকো, নেসকো ও ডিপিডিসি এগিয়ে আছে। বিপিডিবিকে আরও গুরুত্ব দিয়ে স্মার্ট গ্রিডের কাজ করার পরামর্শ দেন তিনি।'
এছাড়া বিমানবন্দরসহ ঢাকার বড় কয়েকটি খোলা জায়গায় স্থায়ী এবং হাতিরঝিলে ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা সম্ভব বলে মনে করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
ঢাকা বিশেষ জজ আদালত–৮ এর সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) আমির হোসেনকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ...
শেখ হাসিনার অনুপস্থিতিতেই শুরু হল তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া। আগামী ১ জুলাই হবে অভিযোগ গঠনের শুনানি। সাবেক শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দিতে রাষ্ট্রকে আদেশ দিয়েছে...
ছাত্র–জনতার আন্দোলন চলাকালীন আশুলিয়ায় হত্যার পর ছয়জনের মরদেহ পোড়ানোর মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানির পরবর্তী তারিখ ২ জুলাই নির্ধারণ করেছেন আদালত। এই মামলার তদন্ত প্রতিবেদন ১৯ জুন...
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু হবে আগামী ১ জুলাই। এরইমধ্যে শেখ হাসিনাসহ তিন আসামির পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছে রাষ্ট্র।
বাংলাদেশের জন্য দুই কিস্তিতে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ঋণ ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একইসঙ্গে, দুই কর্মসূচির চলমান ঋণচুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ...
সিরাজগঞ্জের রায়গঞ্জে চোর সন্দেহে এক কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত শুক্রবার রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজান গ্রামে এই ঘটনা হয়। সম্প্রতি ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ...
বেসরকারি খাতে জ্বালানি আমদানিতে আরেক ধাপ এগিয়ে
রবিবার বিদ্যুৎ ভবনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের (ডিপিডিসি) স্মার্ট গ্রিড পাইলট প্রকল্পের অংশীজনদের কর্মলাশায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এ সংক্রান্ত একটি নীতিমালা করা হয়েছে। জানুয়ারি মাসেই চূড়ান্ত ঘোষণা দিতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উৎপাদনের পর কয়েক ধাপে বিদ্যুৎ পৌঁছায় ভোক্তাদের কাছে। আর এই পুরো প্রক্রিয়াটি এখনও আধুনিক হয়নি। তাই স্মার্ট গ্রিড সিস্টেম চালুর চেষ্টা করছে সরকার। সেলক্ষ্যে রাজধানীর ২০ বর্গকিলোমিটার এলাকায় পরীক্ষামূলক স্মার্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম স্থাপনের উদ্যোগ নিয়েছে ডিপিডিসি।
১১২ মিলিয়ন ইউরোর এ প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি বিদেশি দাতা সংস্থা। প্রকল্পটি বিদ্যুৎ বিতরণে অপচয় রোধ করে আয় বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করে ডিপিডিসি।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট সিস্টেম পরিচালনার জন্য প্রতিষ্ঠানগুলোর জনবলের দক্ষতা বাড়াতে হবে। এছাড়া, ডিপিডিসিসহ বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালনকারী সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়াতে হবে।
নসরুল হামিদ বলেন, 'বিদ্যুৎ ও জ্বালানি খোলা বাজারের ওপর ছেড়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে প্রতিযোগিতা তৈরি হবে। বিশ্ববাজারে সঙ্গে তাল মিলিয়ে দাম সমন্বয় হবে। সেইসঙ্গে সেবাও উন্নত করতে হবে। যতবেশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া যাবে, তত বেশি আয় করা সম্ভব হবে।'
প্রতিমন্ত্রী আরও বলেন, 'স্মার্ট গ্রিডে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) এগিয়ে থাকা উচিত ছিল, কিন্তু ডেসকো, নেসকো ও ডিপিডিসি এগিয়ে আছে। বিপিডিবিকে আরও গুরুত্ব দিয়ে স্মার্ট গ্রিডের কাজ করার পরামর্শ দেন তিনি।'
এছাড়া বিমানবন্দরসহ ঢাকার বড় কয়েকটি খোলা জায়গায় স্থায়ী এবং হাতিরঝিলে ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা সম্ভব বলে মনে করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
হরি সাহা, ইনডিপেনডেন্ট নিউজ
/আর.এম/