সাত বছরে পা দিলো দেশের প্রথম আন্তর্জাতিক হ্যাপিনেস কোচ ও ব্রেইন ট্রেইনার কোচ কাঞ্চন একাডেমি। এ উপলক্ষে রোববার রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে ‘আর্ন করি হ্যাপিনেস, ভাল রাখি বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়।
তরুণ উদ্যোক্তা, করপোরেট লিডার, বিশ্ববিদ্যালয় অধ্যাপক, চিকিৎসক, প্রকৌশলী ও আইনজীবীসহ অনুষ্ঠানে অংশ নিয়েছেন কোচ কাঞ্চন একাডেমির পাঁচশর বেশি অ্যালামনাই।
কাঞ্চন একাডেমির কর্ণধার ইলিয়াস কাঞ্চন জানান, ২০০৭ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ব্যক্তিকে হ্যাপিনেস, ব্রেইন মাস্টারিং বিজনেস গ্রোথ মার্কেটিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন তিনি। এ বছর ১০ লাখ উদ্যোক্তাকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার কথাও জানান তিনি।