সাবেক সেনা কর্মকর্তার মৃত্যু: বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ প্রত্যাহার
প্রকাশ : ০২ আগস্ট ২০২০, ০৭:২১ পিএমআপডেট : ০৩ আগস্ট ২০২০, ০৯:০৬ এএম
সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা রাশেদ খান
কক্সবাজারে পুলিশের গুলিতে সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা রাশেদ খান নিহতের ঘটনায় টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের সব পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত শুক্রবার রাতে টেকনাফে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খানের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাহারছড়ায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর পুলিশ তল্লাশি চেকপোস্টে এই ঘটনা ঘটে।
ওই সাবেক সেনা কর্মকর্তা তাঁর ব্যক্তিগত গাড়িতে করে অপর একজন সঙ্গীসহ টেকনাফ থেকে কক্সবাজার আসছিলেন। তল্লাশি চেকপোস্টে পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি করতে চাইলে অবসরপ্রাপ্ত ওই সেনা কর্মকর্তা বাধা দেন।
পুলিশের দাবি, এই নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে অবসরপ্রাপ্ত ওই সেনা কর্মকর্তা পিস্তল বের করলে পুলিশ গুলি চালায়। এতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রাশেদ গুরুতর আহত হন। তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেনাকর্মকর্তা নিহতের ঘটনায় কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার ও কক্সবাজারে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসির পক্ষ থেকে একজন প্রতিনিধি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ কার্যদিবসের মধ্যে তারা প্রতিবেদন দেবে। আর এ ঘটনায় কোনও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা সে বিষয়ে আলোচনা চলছে।
সাত বছরে পা দিলো দেশের প্রথম আন্তর্জাতিক হ্যাপিনেস কোচ ও ব্রেইন ট্রেইনার কোচ কাঞ্চন একাডেমি। এ উপলক্ষে রোববার রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে ‘আর্ন করি হ্যাপিনেস, ভাল রাখি বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে...
সিগারেটের দাম বাড়লে ধূমপায়ী কমবে বলে মনে করেন ৭৭ শতাংশ মানুষ। জাতীয় বাজেটকে সামনে রেখে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনলাইন সংস্করণে (www.itvbd.com) এক অনলাইন জরিপের আয়োজন...
প্রায় ৮ লাখ পেনশনার ইএফটির মাধ্যমে মাসের প্রথম কর্মদিবসেই পেনশন পাচ্ছেন বলে জানিয়েছেন অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক এ এইচ এম শামসুর রহমান। জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনার আওতায় শুদ্ধাচার...
ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৪ স্তরের নিরাপত্তাসহ সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিআইডব্লিউটিসি। দুর্ভোগ কমাতে প্রস্তুত রাখা হয়েছে ৩টি ঘাট, ১৭টি ফেরি ও...
আজ থেকে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ মাঠে গড়াচ্ছে। আন্তর্জাতিক ম্যাচের এই উইন্ডোর জন্য ইউরোপের বিভিন্ন দেশের প্রথম সারির ক্লাব ফুটবল ২৮ মার্চ পর্যন্ত বিরতিতে থাকবে। তবে সেই বিরতির মাঝেই...
সাবেক সেনা কর্মকর্তার মৃত্যু: বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ প্রত্যাহার
জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত শুক্রবার রাতে টেকনাফে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খানের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাহারছড়ায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর পুলিশ তল্লাশি চেকপোস্টে এই ঘটনা ঘটে।
ওই সাবেক সেনা কর্মকর্তা তাঁর ব্যক্তিগত গাড়িতে করে অপর একজন সঙ্গীসহ টেকনাফ থেকে কক্সবাজার আসছিলেন। তল্লাশি চেকপোস্টে পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি করতে চাইলে অবসরপ্রাপ্ত ওই সেনা কর্মকর্তা বাধা দেন।
পুলিশের দাবি, এই নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে অবসরপ্রাপ্ত ওই সেনা কর্মকর্তা পিস্তল বের করলে পুলিশ গুলি চালায়। এতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রাশেদ গুরুতর আহত হন। তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেনাকর্মকর্তা নিহতের ঘটনায় কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার ও কক্সবাজারে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসির পক্ষ থেকে একজন প্রতিনিধি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ কার্যদিবসের মধ্যে তারা প্রতিবেদন দেবে। আর এ ঘটনায় কোনও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা সে বিষয়ে আলোচনা চলছে।
/এইচ.এ/